ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’-এ প্রিয়াঙ্কা জামান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১১:১৩

মডেলিংয়ের পাশাপাশি নাটক ও চলচ্চিত্রে কাজ করেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা জামান। সম্প্রতি এই অভিনেত্রী নতুন তিনটি নাটকে অভিনয় করেছেন। তার মধ্যে দুটি একক নাটক হচ্ছে ‘বিয়ে বাড়ির গল্প’ ও ‘এতিম বউ’।


এতে প্রিয়াঙ্কার সহশিল্পী চিত্রনায়ক অনিক রহমান অভি। নাটক দুটি পরিচালনা করেছেন বকুল আহমেদ। আরেকটি হচ্ছে দীর্ঘ ধারাবাহিক নাটক ‘ভাইরাল গ্রাম’। বৈশাখী টিভির জন্য ধারাবাহিকটি নির্মাণ করেছেন মারুফ আহমেদ রিজভী খান। এতে তার সহশিল্পী প্রাণ রায় ও সাব্বির আহমেদ।

এ প্রসঙ্গে প্রিয়াঙ্কা জামান বলেন, ‘কমেডি ঘরানার গল্পে ধারাবাহিকটি নির্মিত হয়েছে। আজকাল সহজে যে কেউ ভাইরাল হয়ে যাচ্ছে। এসব গল্পই পর্দায় তুলে ধরা হচ্ছে। এরই মধ্যে ৫০ পর্বের শুটিং শেষ হয়েছে। আসছে ঈদে ধারাবাহিকটি প্রচারে আসবে। আশা করছি, এই ধারাবাহিক থেকে বিনোদনের পাশাপাশি মানুষ বার্তা পাবে।

শোবিজাঙ্গনে কাজ করলেও ধর্মের প্রতি দুর্বলতা রয়েছে এই অভিনেত্রীর। যে কারণে প্রিয়াঙ্কার ইচ্ছে, ধার্মিক কোনো ছেলে পেলে বিয়ে করে অভিনয় জগতও ছেড়ে দেবেন।

প্রিয়াঙ্কা বলেন, আমি ধার্মিক ছেলে পেলে বিয়ে করব। মনের মতো মানুষের অপেক্ষায় আছি। যদি তেমন কাউকে পেয়ে যাই অবশ্যই বিয়ে করব।

আবিদ রহমান / আবিদ রহমান