ঢাকা শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫

শেকৃবিতে ছাত্রদল ও বৈষম্যবিরোধীদের পাল্টাপাল্টি মিছিল


ফাহিম, শেকৃবি photo ফাহিম, শেকৃবি
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৫৪

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের পর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) বিক্ষোভ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ছাত্রদল।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলছিল। অন্যদিকে, কিছুটা দূরে শেকৃবি ছাত্রদল তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করে।

পূর্বঘোষিত সময় অনুযায়ী রাত ১০টায় টিএসসির সামনে থেকে মশাল মিছিল শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় তারা "টেম্পু স্ট্যান্ড না শিক্ষা, শিক্ষা শিক্ষা", "দালালি না রাজপথ, রাজপথ রাজপথ"—এমন নানা স্লোগান দিতে থাকেন।
অন্যদিকে, একই সময় কেন্দ্রীয় মাঠের দিকে অবস্থান নেয় ছাত্রদল। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মিছিল নিয়ে বের হলে ছাত্রদলও পাল্টা মিছিল নিয়ে এগিয়ে আসে। পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে দুই সংগঠন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ফটকে অবস্থান নেয়।

শেকৃবি শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলমগীর কবির বলেন, "বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কুয়েট শাখার ফর্ম বিতরণকে কেন্দ্র করে ভুয়া সংগঠন ও বহিরাগতরা ছাত্রদলের ওপর হামলা চালিয়েছে। এই হামলার প্রতিবাদেই শেকৃবি ছাত্রদল বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে।"

অন্যদিকে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা  জাহিদ হাসান বলেন, "জুলাই-আগস্টের অভ্যুত্থানে ২ হাজারেরও বেশি শহীদ হয়েছেন, ৩০ হাজার আহত হয়েছেন এবং ৬০০ জন তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন। শহীদদের এই আত্মত্যাগ কারো রক্তচক্ষু দেখার জন্য হয়নি।"
তিনি আরও বলেন, "নবীন ২৪ ব্যাচের শিক্ষার্থীরা একটি বিপ্লবের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে এসেছে। তারা চাইলে শিবির, ছাত্রদল, ছাত্র ইউনিয়ন বা যেকোনো দল করতে পারে। কেউ তাদের নির্দিষ্ট দলে যেতে বাধ্য করতে পারবে না।"

মঙ্গলবার দুপুর থেকে কুয়েটে ছাত্ররাজনীতি চালুর বিষয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং দফায় দফায় সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হন। সন্ধ্যায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ‘ছাত্রদলের সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। একই সময় ছাত্রদলও পাল্টা বিক্ষোভের ঘোষণা দেয়।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর কুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা হয়। সম্প্রতি ছাত্রদল ক্যাম্পাসে ছাত্ররাজনীতি পুনরায় চালুর দাবিতে লিফলেট বিতরণ করে। এর প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা "রাজনীতিমুক্ত ক্যাম্পাস" দাবিতে শ্লোগান দেন এবং হল প্রদক্ষিণ করেন।
মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় জামে মসজিদের সামনে দুই পক্ষের মধ্যে উত্তেজনার সূত্রপাত হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ কুয়েটের বাইরেও ছড়িয়ে পড়ে, যেখানে বহিরাগতদেরও ছাত্রদলের পক্ষে সংঘর্ষে জড়ানোর অভিযোগ উঠেছে।

এমএসএম / এমএসএম

সেনা প্রাঙ্গনে অবৈধ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন

যথাযোগ্য মর্যাদায় পালিত হলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বাঙলা কলেজে এ

দাউদকান্দিতে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

জবির ‘এ’ ইউনিটের পরীক্ষা শনিবার, আসন প্রতি লড়বে ৫১ জন

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

মেডিকেল সেন্টার আধুনিকায়নের দাবিতে জবি ছাত্র অধিকার পরিষদের ৩ দফা দাবি

জাবি সংলগ্ন এলাকায় রাতের আধারে ছিনতাই

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে শিবিরের প্রকাশনা উৎসব

রাবিতে দুই দিনব্যাপী ‘বই ও প্রামাণ্য তথ্যচিত্র প্রদর্শনী' অনুষ্ঠিত

কুয়েটে হামলার প্রতিবাদে জবিতে হিউম্যান রাইটস সোসাইটির মানববন্ধন

জবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে মুবাশ্বির- মেহেদী

গলায় গামছা পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থী আহাদ মারা গেছেন

এইচএসসি পরীক্ষা শুরু ২৬ জুন, রুটিন প্রকাশ