ঢাকা মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

কোটালীপাড়ায় এস, কে, এম,এইচ উচ্চ বিদ্যালয়ে গুরুজনে করণতি অনুষ্ঠিত


গোলাম রব্বানী , গোপালগঞ্জ  photo গোলাম রব্বানী , গোপালগঞ্জ
প্রকাশিত: ১৯-২-২০২৫ দুপুর ১:৫৯

শিক্ষা জাতীর মেরুদণ্ড তেমনি শিক্ষার কোন বয়স নেই। শিক্ষা হীন মানুষ পশুর সমান। এক মাত্র আলোর পথে আসতে হলে শিক্ষার মাধ্যমে আসতে হবে। শিক্ষা মানুষকে সচেতন করে। শিক্ষা মানুষকে নম্র, ভদ্র, সৃজনশীলতা, আচার-আচরণ সুনির্দিষ্ট করে। গুরুর প্রতি থাকিলে ভক্তি সকল কাজে পাবে শক্তি। ছাত্র- ছাত্রীদের তপস্যা হলো পড়ালেখা করা। গুরুজনের করণতি কে সামনে রেখে চলতে চাই।

গত ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ইং  রোজ মঙ্গলবার কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়নে শিমূলবাড়ী এস,কে,এম,এইচ উচ্চ বিদ্যালয়ে গুরুজনে করণতি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রী অমৃত কুমার বাড়ৈ প্রধান শিক্ষক এস,কে,এম,এইচ,উচ্চ বিদ্যালয়।

প্রধান অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার সাগুফ্তা হক্ ( ইউএনও) বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলার সহকারী কমিশনার ( ভূমি) ও এক্মিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতীক দও। আরো বিশেষ অতিথি ছিলেন কোটালীপাড়া উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মো: সিদ্দিক নুর আলম। শ্রী খগেন্দ্র নাথ গাইন বিদ্যা অনুরাগী। প্রতিষ্ঠাতা সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সদস্য শ্রী রবীন্দ্রনাথ বৈদ্য। প্রাক্তন সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য শ্রী যতীন্দ্র নাথ বল্লভ। এস,কে,এম, এইচ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক শ্রী পঙ্কজ কুমার বৈদ্য। প্রাক্তন সভাপতি ও বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য সুনিল চন্দ্র বিশ্বাস। 

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক । বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস। হাজরা বাড়ী টিকরি বাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিন চন্দ্র বাড়ৈ। বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি (ফরিদপুর) সরওয়ার হোসেন তালুকদার। প্রধান শিক্ষক নন্দলাল বিশ্বাস বাংলাদেশ শিক্ষা সমিতির সভাপতি। জসিম উদ্দিন স্যার। মো: নাসির উদ্দিন প্রধান শিক্ষক মান্দ্রা রাধাগঞ্জ উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ শিক্ষা সমিতির সম্পাদক। 

এসময় উপস্থিত ছিলেন ছাত্র- ছাত্রী,শিক্ষক - শিক্ষিকা গন ও অভিভাবক গন দীলিপ কুমার গাইন। অনিমা গাইন। মল্লিকা গাইন। রচনা অধিকারী সহ নীরোদ বরন বাড়ৈ( শিক্ষক)। রনদা বল্লভ,নিখিল চন্দ্র পান্ডে,জয়দেব বাড়ৈ,পূর্ন চন্দ্র হালদার,পরিমল বাড়ৈ। গুরুজনে করণতি অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পক্ষ থেকে বাবু নারেন্দ্র নাথ বাড়ৈ। তার পর পবিত্র কোরান পাঠ করেন সাইফুল ইসলাম ( শিক্ষক)। পবিত্র গীতা পাঠ করেন ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী অর্থি বাড়ৈ। পবিত্র বাইবেল পাঠ করেন শ্যামল বাড়ৈ ( শিক্ষক)।

এসময় ছাত্র ছাত্রীদের উদ্দেশ্য করে প্রধান শিক্ষক অমৃত কুমার বাড়ৈ বলেন মা ও সন্তানের প্রতি মধুর সম্পর্ক থাকতে হবে। মা - বাবা হলো পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। মা বাবার আশীর্বাদ ছাড়া কিছু সম্ভব না।তাই গুরুজনে করণতি করতে হবে। এই বিষয়ে বিনয় কৃষ্ণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র বিশ্বাস বলেন জীবনে মানুষ হতে হলে মোবাইল থেকে দূরে থাকতে হবে। তাহলে দেশ গড়ার বরেন্দ্র হতে পারবে।আরো মূল্যবান বক্তব্য দেন পুলিন চন্দ্র বাড়ৈ প্রধান শিক্ষক কৃত্রিম বুদ্ধিমত্তাকে যত এড়িয়ে চলতে পারবে ততই জীবনে উন্নতি লাভ করতে পারবে। অনেকে অনেক মূল্যবান উপদেশ দিয়েছেন।

 অভিভাবকের পক্ষ থেকে দীলিপ কুমার গাইন তিনি বলেন সন্তান হলো পৃথিবীর শ্রেষ্ঠময় শেষ সময় আশ্রয়। তাই সন্তানের বিবরন তুলনা হীন। আমার সন্তানকে আজ মন থেকে আশীর্বাদ করেছি ও প্রত্যেক অভিভাবক তার সন্তানকে আশীর্বাদ করেছে মন ভরে এই গুরুজনের করণতি অনুষ্ঠানে।

এই অনুষ্ঠানে ছাত্র - ছাত্রী মধ্য থেকে তাদের মনের কথা ও আবেগ প্রকাশ করে কোয়েল বাইন নবম শ্রেণির শিক্ষার্থী। গৌরী বল্লভ সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। বিপ্রদাস বালা অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তিশা গাইন নবম শ্রেণির শিক্ষার্থী। পূজা বাড়ৈ অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তারা গুরুজনের করণতি অনুষ্ঠানে মা বাবাকে ভক্তি করতে পেরে নিজেকে ধন্য মনে করে ও আশীর্বাদ পেয়েছি। তাই এই অনুষ্ঠানটি প্রতিটা বিদ্যালয়ে হওয়া উচিত। যাতে কোন বাবা ও মাকে বৃদ্ধাশ্রমে যেতে না হয়। 

আয়োজনে শিমূলবাড়ী এস, কে, এম,এইচ,উচ্চ বিদ্যালয় কোটালীপাড়া, গোপালগঞ্জ।

এমএসএম / এমএসএম

আশুলিয়ার জামগড়ায় সেনাবাহিনীর অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

অবৈধভাবে কানাডা থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতা বালু পাপ্পির নিরব চাঁদাবাজি

চুয়াডাঙ্গায় বিষাক্ত মদে ছয়জনের প্রাণহানি

মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি সহ তিনজন মনোনয়নপত্র সংগ্রহ

বারহাট্টায় আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত

নোয়াখালী সুবর্ণচরে রাস্তায় প্রকাশ্যে যুবককে গলা কেটে হত্যা

টাঙ্গাইলকে ঢাকা বিভাগে রাখার দাবিতে উত্তাল যমুনা সেতু মহাসড়ক

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা

মাগুরায় আসন্ন কাবাডি ও ক্রিকেট লীগ উপলক্ষে মিট দ্যা প্রেস অনুষ্ঠিত

পঞ্চগড়ে ঘরে ঘরে জনে জনে কর্মসূচি নিয়ে ব্যারিস্টার নওশাদ জমির

বিরামপুরে দূর্যোগ প্রশমন দিবস পালিত

নাচোলে তে-ভাগা আন্দোলনের বীরাঙ্গনা নেত্রী ইলামিত্রের ২৩ তম মৃত্যু বাষিকী পালিত

পিরোজপুরে উদ্দীপনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন