শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে শিবিরের প্রকাশনা উৎসব
শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) দীর্ঘদিন পর প্রকাশ্যে নববর্ষ প্রকাশনা উৎসব-২০২৫ এর আয়োজন করেছে শাখা ইসলামি ছাত্রশিবির।
বুধবার (১৯ ফেব্রুয়ারী) সকাল থেকে শুরু হয়ে চলবে আগামী ২০ ফেব্রুয়ারী পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনে বসেছে এই প্রকাশনা উৎসবের স্টল। স্টলটিতে ছোট-বড় তিন ধরনের ডায়েরি, জুলাই বিপ্লবকে ধারণ করা ছাত্রশিবিরের তিন পৃষ্ঠার ক্যালেন্ডার, বড় ও ছোটদের জন্য শিক্ষমূলক ও বিভিন্ন ইসলামি বইসহ ছাত্রশিবিরের অন্যান্য প্রকাশনা সামগ্রীও পাওয়া যাচ্ছে। স্টলটিতে ক্ষণে ক্ষণে বন্ধুবান্ধবসহ ভীড় জমাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। তাদের অনেকে এসব প্রকাশনা সামগ্রী দেখছেন আবার অনেকে তা নিজের জন্য বা প্রিয়জনের জন্য সুলভ মূল্যে কিনে নিচ্ছেন।
প্রকাশনা উৎসবে এসে কিছু বই কিনেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ। তিনি ছাত্রশিবিরকে এমন আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা বিগত সময়ে এমন আয়োজন দেখিনি। বর্তমান সময়ে এই রকম আয়োজন আসলে দরকার। বই মেলা আগেও হয়েছে, এরকম প্রোগ্রাম হয় নাই। আমাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি মুসলিম হিসাবে ইসলামী বইগুলো পড়া জরুরি। এখানে সামসময়িক সময়ে ইসলাম নিয়ে দারুণ দারুণ বই বের হয়েছে। আমি কিছু বই কিনেছি।’
প্রকাশনা উৎসবে আসা নূর নবী নামের আরেক শিক্ষার্থী বলেন, ‘আজকে আমি ক্লাস শেষে এদিকে এসে দেখি ইসলামী ছাত্রশিবিরে একটি প্রোগ্রাম হচ্ছে। এখানে ২৪ এর বিপ্লব থেকে শুরু করে তাদের সংগঠনের বিভিন্ন প্রকাশনা এবং বই দেখতে পাচ্ছি। এগুলো তারা অল্প মূল্যে বিক্রি করছেন। আমি তাদের এমন উদ্যোগ দেখে খুবই সন্তুষ্ট।’
আয়োজনের বিষয়ে জানতে চাইলে শেকৃবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মো. আবুল হাসান বলেন, ‘ছাত্রশিবির একটি গতিশীল সংগঠন। আপনি যদি আমাদের ক্যালেন্ডার গুলোতে দেখেন তাহলে দেখতে পাবেন এখানে তিন পাতার ক্যালেন্ডার রয়েছে। যেখানে জুলাই বিপ্লবের বিভিন্ন প্রতীকি তুলে ধরা হয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রকাশনার বই , সিলেবাস ভিত্তিক সাহিত্য, রমাদান পরিকল্পনা এবং নিজস্ব প্রকাশনির বই রয়েছে। জুলাইয়ের আইকনিক শহিদ আবু সাঈদ কর্নারসহ আন্দোলনের বিভিন্ন কর্নার প্রদর্শন করার চেষ্টা করেছি। ফ্যাসিবাদে কর্নারে আপনি দেখতে পাবেন ফ্যাসিস্ট হাসিনার এমপি মন্ত্রীদের বিভিন্ন দুর্নীতি-লুটপাটের চিত্র।
এমএসএম / এমএসএম
স্বরাষ্ট্র উপদেষ্টার কার্যালয় অভিমুখে ডাকসুর মার্চ শুরু
ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস পালন উপলক্ষে কর্মসূচী ঘোষণা
মাধ্যমিকের বই বছরের শুরুতে পাওয়া নিয়ে অনিশ্চয়তা কাটছেই না
৬ দিনের অচলাবস্থার পর আজ শুরু সরকারি প্রাথমিকের বার্ষিক পরীক্ষা
জাবিতে চট্টগ্রাম জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন নেতৃত্বে রিয়াদ-তানভীর
ইবিতে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপন
নকল সাইটেশনে দেশসেরা গবেষকের তালিকায় শেকৃবি প্রোভিসি অধ্যাপক বেলাল
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির নাম ব্যবহার করে প্রভাব বিস্তার: চাকরিচ্যুত মামুনুর রশিদের বিরুদ্ধে অভিযোগ
জাবিতে অর্থনীতি বিভাগকে মাত্র ১ রানে হারিয়ে চ্যাম্পিয়ন দর্শন বিভাগ
সায়েন্সল্যাব অবরোধ করেছেন ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থীরা
জবিস্থ চুয়াডাঙ্গা ছাত্রকল্যাণের নেতৃত্বে সজিব ও তরিকুল
অপ্রচলিত ফসল খাদ্যনিরাপত্তায় বড় ভূমিকা রাখতে পারে: বাকৃবি সম্মেলনে বিশেষজ্ঞরা