ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

‘আইকনিক অ্যাওয়ার্ড’-এ সেরা বিনোদন সাংবাদিক মাসিদ রণ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১১:০

বিনোদন সাংবাদিকতায় সৃজনশীল কাজের স্বীকৃতিস্বরূপ এর আগে একাধিক পুরস্কার পেয়েছেন আল মাসিদ রণ। তারমধ্যে রয়েছে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি (ট্র্যাব) ২০২৪, গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৪, আলী যাকের সম্মাননা, বৈশাখী টিভি স্মারক সম্মাননাসহ একাধিক পুরস্কার।

এবার তারকাবহুল অ্যাওয়ার্ড হিসেবে বিশেষ পরিচিতি পাওয়া ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’-এর ৮তম আয়াজন ‘আইকনিক সেলিব্রেশন নাইট এন্ড অ্যাওয়ার্ড ২০২৫’-এ সেরা বিনোদন সাংবাদিকের পুরস্কার পেলেন রণ।

গতকাল (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর একটি অভিজাত ক্লাবে অনুষ্ঠিত হয় এই আয়োজন। ২০২৪ সালে বিনোদন অঙ্গনের সেরা তারকাদের পাশাপাশি বিভিন্ন অঙ্গনের সফল ব্যক্তিদের সম্মাননা প্রদাণ করা হয়। দেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী রিজিয়া পারভীনের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন মাসিদ রণ। সে সময় রিজিয়া পারভীন বলেন, ‘রণকে চিনি ১০ বছরের বেশি সময় ধরে। আমি দেখেছি সে তার কাজ কতোটা ভালোবেসে নিষ্ঠার সঙ্গে করে থাকে। তার মেধা ও ডেডিকেশনের স্বীকৃতিই সে আজ পেলো। তাকে নিয়ে আমি গর্বিত।’

পুরস্কার পেয়ে রণ বলেন, ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড জনপ্রিয় তারকাদের বরাবরই পুরস্কৃত করে থাকে। আমি আজ তাদের কাতারে সামিল হয়ে, স্টেজ শেয়ার করে ভীষণ গর্ববোধ করছি। এই ভালোবাসার যাত্রা চলতে থাকবে বলেই আশা করি।’ রণ ছাড়াও এ বছর ঢাকাতে আয়োজিত ‘আইকনিক স্টার অ্যাওয়ার্ড’-এ পুরস্কৃত হয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস , নুসরাত ফারিয়া, পরীমণি, চিত্রনায়ক নীরব হোসেন, মামনুন হাসান ইমন, জিয়াউল রোশান, অভিনেত্রী তানজিন তিশা, নীলাঞ্জনা নীলা, সেমন্তী সৌমী, অহনা রহমান, অভিনেতা ইয়াশ রোহান, ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরী, নির্মাতা রায়হান রাফী, মহিদুল মহিম, মডেল সৈয়দ রুমাসহ অনেকেই।  

প্রসঙ্গত, আল মাসিদ (রণ) ২০১০-এ ছাত্রবেলাতেই সংস্কৃতিবিষয়ক সাংবাদিকতা শুরু করেন। তিনি দেশের স্বনামধণ্য গণমাধ্যম দৈনিক কালের কণ্ঠ, দৈনিক দেশ রূপান্তর, দৈনিক যায় যায় দিন, দৈনিক ভোরের পাতা, দৈনিক ডেসটিনি ও বিডি নিউজ২৪.কম-এ বিগত ১৪ বছর ধরে কাজ করেছেন। বর্তমানে বার্তা২৪.কম-এ সিনিয়র নিউজরুম এডিটর হিসেবে দায়িত্ব করছেন।
সাংবাদিকতার বাইরে তিনি একজন থিয়েটার অ্যাকটিভিস্ট। এছাড়া দেশের একাধিক সম্মানজনক অ্যাওয়ার্ড শোতে জুরি মেম্বার ও মিডিয়া কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরমধ্যে রয়েছে বাংলাদেশে ইনস্টিটিউট অফ ফিল্ম এন্ড আর্টস (বাইফা) ২০২৩, বাংলাদেশ অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ২০২৩ ও ২০২৪, গর্বিত বাবা সম্মাননা ২০২৩ ও ২০২৪ এবং বাংলাদেশ গ্রীণ লিফ কালচারাল ফোরাম (বিজিসিএফ) অ্যাওয়ার্ড ২০২৪।

আবিদ রহমান / Aminur

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা