ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

দ্যুতিময় শ্রাবণ্য তৌহিদা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৬-২-২০২৫ দুপুর ১১:১৬

দেশের জনপ্রিয় উপস্থাপক শ্রাবণ্য তৌহিদা। পেশায় একজন চিকিৎসক হলেও ক্রিকেট নিয়ে নিয়মিত শো করার পাশাপাশি উপস্থাপনায় দ্যুতি ছড়ান টেলিভিশন অনুষ্ঠান ও করপোরেট প্রোগ্রামে। এ ছাড়া অভিনয় করেন নাটকে। ছয় বছর আগে পুত্র সন্তানের পর গত নভেম্বরে কন্যাসন্তানের মা হয়েছেন এই তারকা। চাকরি, দুই সন্তান ও সংসার নিয়ে ব্যস্ততা থাকলেও বিরতি নেই শোবিজ অঙ্গনে। আসন্ন রমজান ও ঈদকে সামনে রেখে তার এই কর্মচঞ্চলতা এক ধাপ বেড়ে গেছে। তিনি বলেন, ‘বিভিন্ন করপোরেট প্রোগ্রাম ও টেলিভিশনের নিয়মিত আয়োজনের পাশাপাশি রমজান ও ঈদের অনুষ্ঠান নিয়ে কাজ করতে হচ্ছে। এই ব্যস্ততা ঈদ পর্যন্ত থাকবেই।
ঈদের পরেও ফুরসত নেই শ্রাবণ্য তৌহিদার। বিভিন্ন প্রোগ্রামে সুন্দর উপস্থাপনায় দর্শকদের প্রাণবন্ত করে তুলবেন তিনি। এর মধ্যে অন্যতম আয়োজন ‘ভালোবাসা পদক’। শফিক রেহমানের হাত ধরে প্রবর্তিত হচ্ছে এই পদক প্রদান। ভিন্ন ঘরানার এই আয়োজন নিয়ে শ্রাবণ্য তৌহিদা বলেন, ‘এই অনুষ্ঠানটি ২৫ ফেব্রুয়ারি হওয়ার কথা থাকলে সেটি অনুষ্ঠিত হবে এপ্রিলে। এ বিষয়ে গত ১৪ ফেব্রুয়ারির এক অনুষ্ঠানের মাধ্যমে ভালোবাসা পদকের ঘোষণা দেওয়া হয়। সেই অনুষ্ঠানটিও আমি উপস্থাপনা করেছি।’ বছরজুড়ে উপস্থাপনায় ব্যস্ত থাকেন শ্রাবণ্য তৌহিদা।
উপস্থাপনা উপভোগ করেন তিনি। তাই টেলিভিশন কিংবা এর বাইরে উভয় মাধ্যমেই স্বাচ্ছন্দ্যবোধ করেন এই তারকা। অনুষ্ঠানের ধরন ভিন্ন থাকলেও সাবলীলভাবে মানিয়ে নেন তিনি। তবে কখনো কখনো অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। কয়েকটি মজার ঘটনাও ঘটেছে তার ক্যারিয়ারে। তেমনই এক আয়োজন ছিল ২০১৩ সালে। শ্রাবণ্য বলেন, ‘ইঞ্জিনিয়ারদের নিয়ে চ্যানেল টুয়েন্টিফোরের এক অনুষ্ঠান হয়েছিল ছয় মাসব্যাপী। আমি চিকিৎসক এ সম্পর্কে তারা অবগত ছিলেন না। ইঞ্জিনিয়াররা ভেবেছিলেন আমি তাদেরই লোক। অনুষ্ঠানের শেষ মুহূর্তে এসে সবাই জানতে পারেন আমার পরিচয়। অবাক হয়েছিলেন তারা।’
উপস্থাপনা বিষয়টি অনেকে সহজভাবে দেখেন। কারও কারও উপস্থাপনায় মুগ্ধ হন দর্শক। একটি অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তুলতে সঞ্চালকের জুড়ি নেই। কিন্তু এর জন্য নিজেকে প্রস্তুত করতে হয়। প্রস্তুতি ছাড়া উপস্থাপনা সুন্দর হতে পারে না বলে মনে করেন শ্রাবণ্য তৌহিদা। তিনি বলেন, ‘সুন্দর উপস্থাপনার জন্য অবশ্যই ভালো প্রস্তুতি জরুরি। বিশেষ করে নতুনদের জন্য। অনুষ্ঠান সম্পর্কে পুরোপুরি ধারণা ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অবগত থাকতে হবে। শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গিও ভালো হতে হবে। ক্যারিয়ারে প্রস্তুতি ছাড়া কখনো উপস্থাপনা করেছি বলে মনে পড়ে না।’
উপস্থাপনায় দারুণ ব্যস্ততা থাকলে থেমে নেই অভিনয়। সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনে মডেল হয়েছেন তৌহিদা। দেখা যাবে ঈদের নাটকেও। তিনি বলেন, নানা ব্যস্ততার কারণে এ পর্যন্ত ঈদে একটি নাটকের জন্য চূড়ান্ত হয়েছি। তবে এর নাম, গল্প ও পরিচালকের পরিচয় কিছুই প্রকাশ করা যাবে না।’
নাটকের বাইরে শ্রাবণ্য তৌহিদার চাহিদা রয়েছে সিনেমাতেও। কলকাতার জিৎ ও শাকিব খানের সঙ্গে সিনেমায় সুযোগ হয়েছিল তার। কিন্তু নানা কারণে বড়পর্দায় অভিনয় করা হয়নি তার। এখনও সিনেমার প্রস্তাব পান তৌহিদা। চলচ্চিত্রে অভিনয়ের ভাবনা নিয়ে তিনি বলেন, ‘অনেক আগে থেকেই চলচ্চিত্রে প্রস্তাব পেয়ে আসছি। সিনেমায় অভিনয় করতে চাই। ব্যাটে-বলে হয়ে গেলে চলচ্চিত্রে অভিনয় করা হবে।’

Aminur / Aminur

ভরা মঞ্চে শ্রদ্ধা কাপুরকে নিয়ে মনের কথা জানালেন আমাল মালিক

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা