ইংল্যান্ডের বিদায়, ‘বি’ গ্রুপে সমীকরণ জটিলতা তুঙ্গে
আফগানিস্তান এবং ইংল্যান্ড, দুই দলের জন্যেই ম্যাচটা ছিল ডু অর ডাই। আফগানিস্তান সেই লড়াইটা জিতেছে একেবারে নাটকীয়তার শেষ সীমানায় থেকে। জো রুটের সেঞ্চুরি কিংবা জেমি ওভারটনের ব্যাটে চড়ে ৪৮ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল ইংলিশরা। তবে শেষ দুই ওভারে বদলে যায় চিত্রপট। শেষদিকে বাউন্ডারি বের করতে না পেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকেই গুডবাই জানাল ইংল্যান্ড।
ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে ‘এ’ গ্রুপের সেমিফাইনাল সমীকরণ। কারা যাবে শেষ চারে সেই জটিলতা এখন এসে থেমেছে পরের দুই ম্যাচের ওপর। যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা।
ইংল্যান্ডের আগেই বিদায় ঘটে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে তাদের কিছু হারানোর নেই। তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায়, তবে তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে। ৩ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। সেখানে আফগানিস্তানের হার কামনা করতে হবে তাদের।
একই কথা অস্ট্রেলিয়ার জন্যেও প্রযোজ্য। অজিরা যদি হেরে যায়, তবে তাদের দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে। আর আফগানিস্তান হারলে বিদায়, জিতলে যাবে সেমিফাইনালে। তাদের জন্য অস্ট্রেলিয়া ম্যাচটি আরেক নকআউট ম্যাচ।
তবে কোন ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা। যদি দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়, তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে। যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার। আর যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য।
Aminur / Aminur
বেটিংয়ে জড়ানোয় ১৪৯ রেফারি বরখাস্ত
হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!
দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ