ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ইংল্যান্ডের বিদায়, ‘বি’ গ্রুপে সমীকরণ জটিলতা তুঙ্গে


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৭-২-২০২৫ দুপুর ১১:৫

আফগানিস্তান এবং ইংল্যান্ড, দুই দলের জন্যেই ম্যাচটা ছিল ডু অর ডাই। আফগানিস্তান সেই লড়াইটা জিতেছে একেবারে নাটকীয়তার শেষ সীমানায় থেকে। জো রুটের সেঞ্চুরি কিংবা জেমি ওভারটনের ব্যাটে চড়ে ৪৮ ওভার পর্যন্ত ম্যাচে টিকে ছিল ইংলিশরা। তবে শেষ দুই ওভারে বদলে যায় চিত্রপট। শেষদিকে বাউন্ডারি বের করতে না পেরে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরকেই গুডবাই জানাল ইংল্যান্ড। 
ইংল্যান্ডের বিদায়ের পর জমে উঠেছে ‘এ’ গ্রুপের সেমিফাইনাল সমীকরণ। কারা যাবে শেষ চারে সেই জটিলতা এখন এসে থেমেছে পরের দুই ম্যাচের ওপর। যেখানে অস্ট্রেলিয়ার পরীক্ষা নেবে আফগানিস্তান। আর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলতে নামবে দক্ষিণ আফ্রিকা। 
ইংল্যান্ডের আগেই বিদায় ঘটে যাওয়ায় প্রোটিয়াদের বিপক্ষে তাদের কিছু হারানোর নেই। তবে দক্ষিণ আফ্রিকা যদি হেরে যায়, তবে তারাও বাদ পড়ার ঝুঁকিতে থাকবে। ৩ পয়েন্ট নিয়ে টেম্বা বাভুমার দলকে তাকিয়ে থাকতে হবে আফগানিস্তান ও অস্ট্রেলিয়া ম্যাচের দিকে। সেখানে আফগানিস্তানের হার কামনা করতে হবে তাদের। 
একই কথা অস্ট্রেলিয়ার জন্যেও প্রযোজ্য। অজিরা যদি হেরে যায়, তবে তাদের দক্ষিণ আফ্রিকার হার কামনা করতে হবে। আর আফগানিস্তান হারলে বিদায়, জিতলে যাবে সেমিফাইনালে। তাদের জন্য অস্ট্রেলিয়া ম্যাচটি আরেক নকআউট ম্যাচ। 
তবে কোন ম্যাচ বৃষ্টির কারণে পণ্ড হলে এই সমীকরণে যুক্ত হবে নতুন জটিলতা। যদি দুই ম্যাচেই বৃষ্টি হানা দেয়, তবে দক্ষিণ আফ্রিকা এবং অস্ট্রেলিয়া যাবে সেমিতে। যদি দক্ষিণ আফ্রিকা ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে প্রোটিয়াদের দরকার হবে আফগানিস্তানের হার। আর যদি অস্ট্রেলিয়া ম্যাচে বৃষ্টি হানা দেয়, তবে অস্ট্রেলিয়ার সেমিফাইনাল নিশ্চিত। আফগানিস্তান সেক্ষেত্রে সেমির জন্য অপেক্ষা করবে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড ম্যাচের ফলাফলের জন্য। 

 

 

Aminur / Aminur

কঠিন প্রতিপক্ষ পিএসজির, বার্সা-রিয়াল-সিটি কে কাকে পেল

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

র‌্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার