দুবাইতে সুবিধামতো উইকেটে সেমিতে অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারত

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি ২০২৫ এর আয়োজক পাকিস্তান হলেও প্রভাব বিস্তার করে হোম এডভান্টেজের বিশেষ সুবিধা নিচ্ছে ভারত। তাই নিজেদের সুবিধামতো মাঠ ও স্পিন সহায়ক উইকেট উইকেট তৈরি করেছে আইসিসি। এবং কি নিজেদের সুবিধাজনক টুর্নামেন্টের সূচীও করেছে। দুবাইয়ের ধীরগতির উইকেটে সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার স্পিনারে অজিদের ব্যাটিং লাইন ধসে দেওয়ার পরিকল্পনা রোহিত শর্মার। বিশেষ করে বরুণ চক্রবর্তীর ঘূর্ণি সামলাতে ব্যর্থ হয়েছে নিউজিল্যান্ড,তাই স্পিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে আস্থা রাখবে ভারত।
ভূ-রাজনৈতিক কারণে পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানিয়েছিল ভারত। আর তাই তাদের জন্যে বরাদ্দ হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। চ্যাম্পিয়ন্স ট্রফির সবগুলো ম্যাচই সেখানে খেলেছে ও খেলবে ভারত,এতে বাকিদের তুলনায় বাড়তি সুবিধা পাচ্ছে ভারত।একই হোটেলে থাকেন, একই অনুশীলন সুবিধা ব্যবহার করেন এবং একই মাঠে বারবার খেলা এটি নিঃসন্দেহে একটি সুবিধা বলে মনে করছেন সাবেক তারকা ক্রিকেটারেরাও।
তবে নিউজ়িল্যান্ডকে গ্রুপের শেষ ম্যাচে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে অস্ট্রেলিয়ার মুখোমুখি টিম ইন্ডিয়া। দুই দলের অতীত রেকর্ড বলছে, ভারত-অস্ট্রেলিয়া মুখোমুখি মানেই হাড্ডাহাড্ডি লড়াই। ১৯৮০ সাল থেকে ২০২৩ পর্যন্ত ভারত ও অস্ট্রেলিয়া একে অপরের বিরুদ্ধে মোট ১৫১টি ওয়ান ডে ম্যাচ খেলেছে। ভারত জিতেছে ৫৭টি ম্যাচে, হেরেছে ৮৪ ম্যাচে। ফলাফল হয়নি ১০ ম্যাচের।
এর আগে ২০২৩ সালের ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে শেষবার ওয়ানডে ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দেশ। সেই ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। সেই পরাজয়ের মধুর প্রতিশোধ নেওয়ার সুযোগ এবার ভারতের সামনে।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচ হচ্ছে নিরপেক্ষ দেশ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। নিরপেক্ষ দেশে যখনই দুই দল ওয়ান ডে ক্রিকেটে মুখোমুখি হয়েছে, সেয়ানে সেয়ানে টক্কর হয়েছে।ওয়ান ডে ক্রিকেটে নিরপেক্ষ দেশের মাটিতে এখনও পর্যন্ত ২৫টি ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ভারত জিতেছে ১০ ম্যাচ, অস্ট্রেলিয়া জিতেছে ১২ ম্যাচ, ৩ ম্যাচের কোনও ফলাফল হয়নি। এদিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৪ বার একে অপরের মুখোমুখি হয়েছে ভারত ও অস্ট্রেলিয়া। ২ ম্যাচে জিতেছে ভারত,১ বার জিতেছে অস্ট্রেলিয়া,১ ম্যাচে কোনও ফলাফল হয়নি।
এমএসএম / এমএসএম

৩৭ ফাউলের ম্যাচে ২ লাল কার্ড, সেমিফাইনালে আর্জেন্টিনা

এস্তোনিয়াকে হারিয়ে বিশ্বকাপ স্বপ্ন টিকিয়ে রাখলো ইতালি

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে এমবাপ্পেকে হারাল ফ্রান্স

আর্জেন্টিনার ম্যাচের মাঝেই মায়ামিকে জোড়া গোলে জেতালেন মেসি

অনারম্বর আনুষ্ঠানিকতায় ঢাকায় শুরু হলো ৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র

বসুন্ধরা স্পোর্টস সিটিতে শুরু হচ্ছে জাতীয় স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ

হামজাকে অধিনায়ক ও দলে মনোবিদ নিয়োগের পরামর্শ আমিনুলের

যারা ক্রিকেট খেলে তাদের এত চাপ কিসের, প্রশ্ন নাঈম শেখের

ভেনেজুয়েলাকে হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি শুরু আর্জেন্টিনার

আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশের জারিফ

নিউজিল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

ফিফার গুরুত্বপূর্ণ কমিটিতে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল
