তিল ধারণের ঠাঁই নেই মেট্রোরেলে

পড়ন্ত বিকেল, অনেকটা ক্লান্ত রোজাদাররা; বাইরের তাপমাত্রা ৩২ ডিগ্রি সেলসিয়াস; নিচের সড়কে গাড়ির জট—এমন পরিস্থিতিতে মতিঝিল-উত্তরা পথের যাত্রীদের প্রধান ভরসা হয়ে উঠেছে শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেল। অফিস শেষে মেট্রো স্টেশনে ভিড় জমিয়েছেন মতিঝিল থেকে উত্তরাগামী হাজারো যাত্রী। প্রতিটি ট্রেন ছুটছে বগিভর্তি যাত্রী নিয়ে। স্টেশনে, ট্রেনে কোথাও যেন তিল ধারণের ঠাঁই নেই।
সোমবার (৩ মার্চ) বিকেলে সচিবালয় স্টেশন ঘুরে দেখা যায়, স্টেশনের কনকোর্স প্লাজার টিকিট কাউন্টারের সামনে গতকালের মতোই সামান্য কিছু মানুষ একক যাত্রার টিকিট সংগ্রহ করতে লাইনে দাঁড়িয়ে আছে। তবে কনকোর্স প্লাজা থেকে সরাসরি প্লাটফর্মে উঠে যাচ্ছেন তারা, যাদের কাছে এমআরটি পাস অথবা র্যাপিড পাস আছে। এদের বেশিরভাগই এই এলাকার নিয়মিত চাকরিজীবী বলে জানা গেছে।
প্ল্যাটফর্মে উঠে দেখা যায়, যেসব মেট্রোরেল উত্তরা থেকে মতিঝিলের দিকে আসছে সেগুলোতে তেমন কোনো যাত্রী নেই। এই মেট্রোরেলগুলোতে বড়জোর ২০০ থেকে ৩০০ জন যাত্রী আছেন। যদিও একটি মেট্রোট্রেনের মোট যাত্রী ধারণ ক্ষমতা সর্বোচ্চ ২ হাজার ৩০৮ জন।
আরও দেখা যায়, মতিঝিল থেকে ৮ মিনিট পর পর এক-একটি ট্রেন সচিবালয়ের স্টেশনে এসে থামছে। কিন্তু ট্রেনগুলোতে চড়ার মতো কোনো অবস্থা নেই। প্রতিটি ট্রেন যাত্রী বোঝাই হয়েই সচিবালয় স্টেশনে আসছে। ফলে প্লাটফর্মে যদি ২০০ জন যাত্রী থাকেন, তবে তার মধ্যে সর্বোচ্চ ৭০-৮০ জন যাত্রী এক-একটি ট্রেনে উঠতে পারছেন। বাকিদের অপেক্ষা করতে হচ্ছে পরের ট্রেনের জন্য। এরই মধ্যে অন্তত আরও ২০০ জন যাত্রী প্লাটফর্মে চলে আসছেন। ইফতারের আগে এমনই চাহিদা হয়েছে মেট্রোরেলের।
মেট্রোরেল কর্মীরা ট্রেনের দরজায় থাকা যাত্রীদের ধাক্কা দিয়ে ভেতরে প্রবেশ করাচ্ছেন। তবে আজ দরজায় মানুষ আটকে যাওয়া বা ব্যাগ আটকে যাওয়ার মতো কোনো ঘটনা দেখা যায়নি।এদিকে পবিত্র রমজান মাসে সরকারি অফিস সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত চলার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে বাণিজ্যিক এলাকা মতিঝিল থেকে উত্তরাগামী মেট্রো ট্রেনগুলোতে অফিস ফেরত যাত্রীদের চাহিদা বেড়ে গেছে দ্বিগুণ।
সচিবালয় স্টেশন থেকে মিরপুর-১০ স্টেশনগামী নিয়মিত যাত্রী আসাদ আবেদীন জয় বলেন, রমজানের আগে বিকেল বেলা এত ভিড় হতো না। ভিড় হতো অফিস ছুটির পরে, সন্ধ্যার আগে। এখনতো সরকারি অফিস দুপুর সাড়ে তিনটা পর্যন্ত করা হয়েছে। ফলে অফিস ছুটির পরে সবার তাড়া থাকে দ্রুত বাড়ি পৌঁছানোর। ফলে গতকাল থেকে মেট্রোরেলে অধিক ভিড় দেখা যাচ্ছে।
তিনি বলেন, সাধারণ সময়ে বাসে প্রেস ক্লাবের সামনে থেকে মিরপুর-১০ নম্বরে যেতে দেড় থেকে দুই ঘণ্টা সময় লাগে। তারপর বাসের ফ্যানগুলো থাকে নষ্ট, অসহ্য গরমে নাজেহাল হওয়ার মতো অবস্থা। সেই ক্ষেত্রে মেট্রোরেল একটা আশীর্বাদের বাহন। ঠেলাঠেলি করে কোনোরকম ট্রেনে উঠতে পারলেই ২৫ মিনিটের মধ্যে মিরপুর পৌঁছা যায়।
আহসান হাবীব নামের আরেক যাত্রী বলেন, মেট্রোরেল একটা বিশ্বাসের নাম। ঢাকা শহরে নির্দিষ্ট সময়ের মধ্যে কেউ গন্তব্যের পৌঁছে দিতে পারবে, এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। কিন্তু কষ্ট করে মেট্রোরেলে উঠতে পারলে আর চিন্তা নেই। ২-৩ মিনিট কম বেশি হলেও গন্তব্যে পৌঁছা যায় অনায়াসে। টাকাটা বেশি লাগলেও এসি ট্রেনে আরামে যাওয়া যায়।
তিনি বলেন, সবাই ইফতারের আগে বাসায় যেতে চায়। ফলে এই সময়টাতে মেট্রোরেলে গতকাল থেকে যাত্রীর চাপ বেশি। গতকাল আমরা দেখেছি ইফতারের পর কিন্তু ট্রেন প্রায় ফাঁকা চলাচল করেছে। ফলে রোজার মাস জুড়েতো বিকেল ৪টা থেকে ইফতারের আগ পর্যন্ত এরকম ভিড় হতেই পারে। এটা মেনে নিয়েই আপাতত চলাচল করতে হবে।
এদিকে রমজান উপলক্ষ্যে সম্প্রতি বিশেষ নির্দেশনা ও সময়সূচি দেয় মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট লিমিটেড (ডিএমটিসিএল)। নির্দেশনায় বলা হয়, পবিত্র রমজানের সময় ইফতারে পানি পান করার জন্য প্রত্যেক যাত্রী মেট্রো ট্রেন ও স্টেশন এলাকায় শুধু ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন। তবে পানি যেন পড়ে না যায় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবহৃত পানির বোতল অবশ্যই প্ল্যাটফর্ম/কনকোর্স/প্রবেশ ও বাহির হওয়ার গেটে থাকা ডাস্টবিনে ফেলতে হবে।
এতে আরও বলা হয়, কোনো অবস্থাতেই প্লাটফর্ম, কনকোর্স ও মেট্রোরেলের ভেতর অন্য কোনো খাবার গ্রহণ করা যাবে না। শনিবার ও অন্যান্য সরকারি ছুটির দিনের এবং শুক্রবারের সময়সূচি অপরিবর্তিত থাকবে।
সময়সূচি অনুযায়ী সর্ব প্রথম মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন থেকে সকাল ৭ট ১০ মিনিটে ছাড়বে ও সর্বশেষ ট্রেন রাত ৯টায় ছাড়বে। মতিঝিল থেকে সর্বপ্রথম ট্রেন সকাল সাড়ে ৭টায় এবং সর্বশেষ ট্রেন রাত ৯টা ৪০ মিনিটে ছাড়বে।
এই সময়সূচি অনুযায়ী পুরো রমজান মাস অর্থাৎ ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত চলবে বলে জানায় ডিএমটিসিএল।
এমএসএম / এমএসএম

সরানো হলো জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমানকে

দুর্গাপূজা উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী

এবার জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা

রিজার্ভ চুরির ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত : সিআইডি

চট্টগ্রাম, নরসিংদী ও নওগাঁয় নতুন ডিসি

জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে আজ নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা

১৬ বছরের দুঃশাসনের চিত্র থাকবে জুলাই স্মৃতি জাদুঘরে

বিমান ভাড়ায় আটকে আছে হজ প্যাকেজ

পরিচ্ছন্ন ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

প্রাথমিকে গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে বায়তুল মোকাররমে বিক্ষোভ

শাহজালাল বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে ফিরছে এপিবিএন

৪৭তম বিসিএস প্রিলিমিনারি শুরু, শেষ হবে দুপুর ১২টায়
