১৫ ঘণ্টা ভ্রমণের পর সৌদির তায়েফে জামালরা
২৫ মার্চ এশিয়া কাপে ভারতের বিপক্ষে ম্যাচের প্রস্তুতির জন্য বাংলাদেশ দল সৌদি আরব পৌঁছেছে। গতকাল দুপুরে বাংলাদেশ সময় দুইটায় ঢাকা বিমানবন্দর থেকে রওনা হয়ে ভোর রাত পাঁচটায় সৌদি আরবের জেদ্দা হয়ে তায়েফ নগরীতে যান জামালরা। সব মিলিয়ে প্রায় ১৫ ঘণ্টা জার্নি করতে হয়েছে ফুটবলারদের।
বাংলাদেশ সময় রাত বারোটায় সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে তায়েফের উদ্দেশ্যে আবার যাত্রা শুরু হয়। ঘন্টা তিনেকের বেশি এই সড়ক ভ্রমণের পর তায়েফের নির্ধারিত হোটেলে ফুটবলাররা স্ব স্ব কক্ষে যখন প্রবেশ করেন তখন বাংলাদেশে রাত শেষে ভোর। তায়েফ থেকে বাংলাদেশ দলের ম্যানেজার আমের খান জানিয়েছেন কন্টিনজেন্টের সবাই ভালো ও সুস্থ রয়েছেন।
ঢাকায় অনুশীলন করা ২৮ ফুটবলারের মধ্যে ২৭ ফুটবলার তায়েফ পৌঁছেছেন। ডিফেন্ডার রহমত মিয়ার ভিসা বিলম্ব হওয়ায় তিনি কাল দলের সঙ্গে যেতে পারেননি। আজ দুপুরে তিনি আরেক ফ্লাইটে সৌদির উদ্দেশ্যে রওনা হবেন। ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইতালি থেকে তায়েফে যোগদান করবেন দুই দিন পর। তায়েফে নিবিড় অনুশীলনের পাশাপাশি একাধিক প্রস্তুতি ম্যাচ খেলার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার। সুদানের সঙ্গে একটি ম্যাচ নিশ্চিত হয়েছে এরপর সৌদির কোনো ক্লাব ও অন্য কোনো দেশের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলার চেষ্টা করছে ফেডারেশন। সৌদি থেকে ১৭ মার্চ রাতে ঢাকা আসবেন জামালরা। ঐ দিন সকালে ইংল্যান্ড থেকে সিলেটে আসার সূচি রয়েছে হামজা চৌধুরীর। নিজ জেলা হবিগঞ্জে ১৭ মার্চ থেকে পরের দিন ঢাকায় জামাল ভুঁইয়াদের সঙ্গে ক্যাম্প যোগ দেয়ার কথা ইংলিশ প্রিমিয়ার লিগ খেলা এই ফুটবলারের।
Aminur / Aminur
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের
১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ
ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক