ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

নতুন চুক্তিতে বেতন কমছে রোহিত-কোহলির!


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮-৩-২০২৫ দুপুর ১২:৪১

গত বছর ৩০ জন ক্রিকেটারকে কেন্দ্রীয় চুক্তিতে রেখেছিল বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির পর কেন্দ্রীয় চুক্তির নতুন তালিকা প্রকাশ করতে পারে বিসিসিআই।

নতুন তালিকায় গ্রেডে অবনতি হতে পারে বিরাট কোহলি, রবীন্দ্র জাদেজা ও রোহিত শর্মার মতো ক্রিকেটারদের। টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ায় বেতনের পরিমাণ কমতে যাচ্ছে তাদের। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর খবরে এমনটাই বলা হয়েছে।

সর্বশেষ চুক্তিতে জায়গা হয়নি শ্রেয়াস আইয়ার ও ঈশান কিশানের মতো ক্রিকেটারের। নতুন চুক্তিতে জায়গা পেতে পারেন আইয়ার। তার সাম্প্রতিক ফর্ম তাকে চুক্তিতে ফেরাচ্ছে।

বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তিতে চারটি গ্রেড রয়েছে। সবচেয়ে বেশি টাকা পান গ্রেড এ প্লাসে থাকা ক্রিকেটারেরা। এর পর রয়েছে গ্রেড এ, বি এবং সি। সর্বশেষ চুক্তিতে গ্রেড এ প্লাসে ছিলেন চার জন। কোহলি, রোহিতের সঙ্গে ছিলেন জাদেজা ও জাসপ্রীত বুমরাহ।

সাধারণত যে ক্রিকেটাররা তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত খেলেন, তাদের সবচেয়ে বেশি বেতন দেওয়া হয়। সে কারণেই এই চার ক্রিকেটারকে গ্রেড এ প্লাসে রাখা হয়েছিল। কিন্তু কোহলি, রোহিত এবং জাদেজা টি-টোয়েন্টি ক্রিকেট থেকে গত বছর অবসর নিয়েছেন। যে কারণে তাদের গ্রেড পরিবর্তন হতে পারে।

কোন ক্রিকেটারকে কোন গ্রেডে রাখা হবে, সেটা ঠিক হবে চ্যাম্পিয়ন্স ট্রফির পর। বোর্ড কর্তারা চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্স দেখে কিছু ক্রিকেটারের গ্রেড ঠিক করবেন।

সর্বশেষ চুক্তি অনুযায়ী, গ্রেড এ-তে ছিলেন ৬ ক্রিকেটার। বি-তে ছিলেন ৫ জন এবং সি-তে ছিলেন ১৫ জন ক্রিকেটার। তাছাড়া পাঁচ জন পেসারকে আলাদাভাবে চুক্তিভুক্ত করা হয়েছিল। তারা হলেন আকাশ দীপ, ইয়াশ দয়াল, উমরান মালিক, বিজয়কুমার বশাক এবং ভি কাভেরাপ্পা।

এমএসএম / এমএসএম

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক

রোহিতকে সরিয়ে শীর্ষে মিচেল, শান্ত-জয়ের উন্নতি