ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

আরও সুরক্ষিত হচ্ছে হোয়াটসঅ্যাপ


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ৮-৯-২০২১ দুপুর ১০:২৭

গ্রাহকের অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে প্রাইভেসি সেটিংসে একাধিক পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। এত দিন একাধিক অত্যাধুনিক ফিচার্স লঞ্চ করলেও প্রাইভেসি সেটিংস নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছিল না বিশ্বের জনপ্রিয় এই মেসেজিং অ্যাপ। এবার সেই সময় এসেছে। এর সাহায্যে সেটিংসে খুব ছোট ছোট পরিবর্তন করে আরও অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে পারবেন গ্রাহকরা।

সম্প্রতি, প্রকাশিত একটি রিপোর্ট থেকে জানা গেছে, এখনও ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে এই ফিচার। ভবিষ্যতে হোয়াটসঅ্যাপ আপডেটের মাধ্যমে গ্রাহকের ফোনে এই ফিচার পাঠাবে মার্কিন কোম্পানিটি।

ওয়াবেটা ইনফো ওয়েবসাইটে প্রথম এই ফিচার সামনে এসেছিল। এই ফিচারের একটি স্ক্রিনশট সেই ওয়েবসাইটে আগেই ফাঁস হয়েছে। স্ক্রিনশটে 'My Contacts Except. . .' লেখাটির মধ্যে দিয়েই প্রাইভেসি ফিচারের ইঙ্গিত মিলেছে। আগে প্রাইভেসি অপশনে Everyone, My Contacts ও Nobody অপশনগুলো দেখা যেত। এবার সেই জায়গাতেই বড় পরিবর্তন নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ।

অর্থাৎ, এবার থেকে নির্দিষ্ট কিছু মানুষের জন্য হোয়াটসঅ্যাপে পৃথক প্রাইভেসি সেটিংস ব্যবহার করা যাবে। এককথায় বলতে গেলে, নির্দিষ্ট কোনও ব্যক্তির কাছ থেকে সুরক্ষিত থাকতে নতুন এই প্রাইভেসি ফিচার খুবই কাজে লাগবে। তবে, এ ক্ষেত্রেও প্রাইভেসি নিয়ম সেই একই থাকছে। নির্দিষ্ট কোনও ব্যক্তির জন্য লাস্ট সিন অথবা প্রোফাইল ফোটো আলাদা রাখলে, আপনিও তাদের লাস্ট সিন ও প্রোফাইল ফোটো দেখতে পাবেন না।

নতুন ফিচারের ফলে কন্ট্যাক্টে বাছাই করা কিছু মানুষের জন্য প্রাইভেসি সেটিংস আলাদা রাখতে পারবেন। আপাতত আইওএস ডিভাইসে এই সেটিংস দেখা গেলেও রিপোর্টে জানানো হয়েছে, শিগগির অ্যানড্রয়েড ডিভাইসেও এই ফিচার নিয়ে আসছে হোয়াটসঅ্যাপ। সম্প্রতি, আইওএস বিটা ভার্সনে এই ফিচার দেখা যায়নি। অর্থাৎ, কোম্পানির কর্মীরা এখনও এই ফিচার পরীক্ষা করছেন বলেই মনে করা হচ্ছে।

অন্য গ্রাহকদের আগে এই ফিচার পরীক্ষা করার জন্য আপনাকে হোয়াটসঅ্যাপের বিটা প্রোগ্রামে যোগ দিতে হবে। 

প্রীতি / প্রীতি

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে

স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে

গুগল ক্রোম বিক্রি করতে হবে না!

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি