হোয়াটসঅ্যাপে একাধিক ব্যক্তিকে একই মেসেজ পাঠানোর উপায়

হোয়াটসঅ্যাপে একই সঙ্গে একই মেসেজ একাধিক মানুষকে পাঠানোর কাজটি বেশ কঠিন! গ্রুপ তৈরি করা বা সবাইকে এক এক করে মেসেজ পাঠানো ছাড়া আর কোনও উপায় থাকে না। তবে, আমাদের কাছে এই সমস্যার সমাধানের জন্য এক মোক্ষম উপায় রয়েছে। জেনে নিন। ব্রডকাস্ট লিস্টের মাধ্যমে আপনি নিজের কন্ট্যাক্ট লিস্ট থেকে একাধিক ব্যক্তিকে একই সঙ্গে মেসেজ পাঠাতে পারবেন। প্রথমে আপনাকে হোয়াটসঅ্যাপে এই লিস্ট তৈরি করতে হবে। এর পরে আপনি এই ব্রডকাস্ট লিস্টে কোনও মেসেজ পাঠালে, সেই মেসেজ লিস্টে থাকা সকলের কাছে ব্যক্তিগত চ্যাট হিসেবে পৌঁছে যাবে। এর ফলে, অপ্রয়োজনীয় গ্রুপ তৈরি করার হাত থেকে রেহাই মিলবে।
প্রথমেই আপনাকে একটি ব্রডকাস্ট লিস্ট তৈরি করে নিতে হবে। একটি ব্রডকাস্ট লিস্টে সর্বোচ্চ ২৫৬ জনকে যুক্ত করতে পারবেন। যদিও, ব্রডকাস্ট লিস্টে কাউকে যুক্ত করতে সেই ব্যক্তির নম্বর আপনার ফোনে সেভ থাকতে হবে।
ব্রডকাস্ট লিস্ট তৈরি করবেন কীভাবে?
* হোয়াটসঅ্যাপ ওপেন করে ডান দিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন।
* এর পরে নিউ ব্রডকাস্ট অপশন সিলেক্ট করুন।
* এবার ব্রডকাস্ট লিস্টে যে যে ব্যক্তিকে যুক্ত করতে চান, নিজের ফোনের কন্ট্যাক্ট থেকে তাঁদের সিলেক্ট করুন।
* চেক মার্কে ট্যাপ করলেই আপনার ব্রডকাস্ট লিস্ট তৈরি হয়ে যাবে।
* আপনি সেই ব্রডকাস্টে কোনও মেসেজ পাঠালে লিস্টের প্রত্যেক ব্যক্তি সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটের মতো একটি মেসেজ পাবেন। তারা জানতেও পারবেন না যে, একই ব্রডকাস্টে আর কতজন যুক্ত রয়েছেন। এর মধ্যে কেউ রিপ্লাই করলে আপনি ব্রডকাস্টের বদলে সাধারণ হোয়াটসঅ্যাপ চ্যাটে তা দেখতে পাবেন।
ব্রডকাস্ট লিস্ট এডিট করবেন যেভাবে
* ফোনে যে কোনও একটি ব্রডকাস্ট লিস্ট ওপেন করুন।
* এবার থ্রি ডট মেনু সিলেক্ট করে ব্রডকাস্ট লিস্ট ইনফো সিলেক্ট করুন।
* এখানে আপনি চাইলে ব্রডকাস্ট লিস্টে নতুন ব্যক্তিকে যুক্ত করতে পারেন অথবা ব্রডকাস্ট লিস্ট থেকে যে কোনও ব্যক্তিকে বাদ দিতে পারবেন। এছাড়াও, বদল করা যাবে ব্রডকাস্ট লিস্টের নাম।
প্রীতি / প্রীতি

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে

স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে

গুগল ক্রোম বিক্রি করতে হবে না!

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ
