এখনই অবসর নিচ্ছেন না রোহিত

চ্যাম্পিয়ন্স ট্রফির পরই রোহিত শর্মার ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, এমন কথা বের হয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছ থেকেই। যে কারণে অনেকেই ভেবে নিয়েছেন, চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হওয়ার পরই হয়তো অবসর নেবেন ভারতীয় দলের অধিনায়ক।
কিন্তু না, গতকাল রোববার নিউজিল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের পর নিজের ভবিষ্যৎ নিজেই বললেন রোহিত। জানিয়ে দিয়েছেন, এখনই অবসর নিচ্ছেন না তিনি।
৮৩ বলে ৭৬ রানের ইনিংস খেলে ভারতীয় দলের জয়ের ভীত গড়ে দেওয়া রোহিত ম্যাচের পর বলেন, ‘আরও একটা জিনিস, আমি এই ফরম্যাট (ওয়ানডে ক্রিকেট) থেকে অবসর নিচ্ছি না। (এটা বলছি), যাতে কোনো গুজব না ছড়ায়। এগিয়ে যাচ্ছি। ঠিক আছে?’
তবে রোহিত স্পষ্ট করে বলেননি ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ খেলবেন কিনা। তবে অনেকের ধারণা, যদি না খেলতেন তাহলে এখনই অবসর নিয়ে ফেলতেন রোহিত।
রোববার অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টে দারুণ এক রেকর্ড করেছেন রোহিত। আইসিসি টুর্নামেন্টে একটানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ে ভারতীয় দলের আগের সব অধিনায়ককে ছাড়িয়ে গেছেন তিনি। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি মিলিয়ে একটানা ১৩টি ম্যাচ জিতেছেন তিনি।
এতে রোহিত ভেঙে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনির রেকর্ড। ভারতীয় দলের সাবেক এ অধিনায়ক একটানা ১২টি ম্যাচ জিতেছিলেন।
একটানা ম্যাচ জয়ের নিরিখে তৃতীয় স্থানটিও রোহিতের। ২০২৩ সালের বিশ্বকাপে টানা ১০টি ম্যাচ জিতেছিলেন তিনি। সবমিলিয়ে অধিনায়ক হিসেবে আইসিসি টুর্নামেন্টের শেষ ২৪টি ম্যাচের মধ্যে ২৩টিতে জিতেছেন রোহিত। একমাত্র হার ২০২৩ বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে।
Aminur / Aminur

শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে জুলাই রেভুলেশন ফেন্সিং চ্যাম্পিয়নশিপ

নেইমারকে যেভাবে আর্জেন্টিনায় খেলাতে চান ডি মারিয়া

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

র্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার
