ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

দেশের স্থিতিশীলতা রক্ষায় দ্রুত জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে : লুনা


সিলেট ব্যুরো অফিস photo সিলেট ব্যুরো অফিস
প্রকাশিত: ১০-৩-২০২৫ বিকাল ৫:৫২

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা বলেছেন, ধর্ষন একটি জগন্য ঘটনা, ধর্ষকদের কাছে মা-বোন ও মেয়েরাও নিরাপদ নয়। এসব ঘটনা বেশীরভাগ সময় স্থানীয় ভাবে বিচার শালিসের মাধ্যমেই ধামাচাপা দেয়া হয়, ক্ষমতার অপব্যবহার ও টাকা ছড়িয়ে অপরাধীরা পার পেয়ে যায়। যে কারনে নারী বা শিশু ধর্ষনের ঘটনা এখন বেড়ে গেছে। এতে করে এসব ন্জনগন্য ঘটনার সঠিক বিচার হয়না। তাই ধর্ষনের ঘটনায় তাৎক্ষনিক ভাবে শাস্তি দেয়া যায় এমন আইন করতে হবে। নারী ও পুরুষের মধ্যে কোন বৈষম্য থাকবে না, নারীদের প্রতি সহনশীল হতে হবে। শিশু ধর্ষনের মতো ঘৃণ্য অপরাধের দৃষ্টানন্তমূলক  শাস্তি নিশ্চিত করতে হবে। সর্বপোরী দেশের স্থিতিশীলতা রক্ষা করতে দ্রুত সময়ের মধ্যে অতি প্রয়োজনীয় সংষ্কার শেষে একটি অবাধ, সুষ্ঠু, গ্রহনযোগ্য জাতীয় নির্বাচনের ব্যবস্থা করতে হবে। জনগনের ভোটে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে।

সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মাগুরায় তৃতীয় শ্রেণির ছাত্রী আছিয়ার  উপর পাশবিক নির্যাতনকারীদের শাস্তির দাবিতে জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কর্মসূচির অশ হিসেবে সিলেট জেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্নার সভাপতিত্বে, জেলা মহিলা দলের সহ সভাপতি ফেরদৌসী ইকবালের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সিলেট জেলা মহিলা দলের সহ সভাপতি ফারজানা বক্ত রায়না, সিলেট জেলা মহিলা দলের সাবেক যুগ্ন সম্পাদক দিবা রানী দে বাবলী, সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা, জেলা মহিলা দলের শিক্ষা বিষয়ক সম্পাদক নুরুন নাহার ইয়াসমিন, জেলা শ্রমিক দলের মহিলা বিষয়ক সম্পাদক পারভিন খান, জেলা মহিলা দল নেত্রী হালিমা বেগম, জলি পুরকায়স্থ, ১৯ নং ওয়ার্ড মহিলা দলের সাংগঠনিক সম্পাদক হালিমা বেগম প্রমূখ।

সভাপতির বক্তব্যে সিলেট জেলা মহিলা দলের সভাপতি ও জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক তাহসিন শারমিন তামান্না বলেন, আমরা আর কোন ধর্ষনের ঘটনা দেখতে চাই না। এই দেশে কোন ধর্ষকদের স্থান হবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে বিএনপির সর্বস্থরের নেতাকর্মী সহ দেশের সর্বস্থরের মানুষ আছিয়ার পাশে আছে। সিলেট জেলা বিএনপির সহ মহিলা বিষয়ক সম্পাদক ও জেলা মহিলা দলের দপ্তর সম্পাদক সুলতানা রহমান দিনা বলেন, আমাদের সন্তানরা মাত্র কিছু দিন পূর্বে বুকের রক্ত দিয়ে দেশকে ফ্যাসিবাদমুক্ত করেছে। আর এই সন্তানরা যদি পাষবিকতার শিকার হয় তাহলে এই দুঃখের শেষ কোথায়। আমাদের নেতা তারেক রহমান ইতিমধ্যেই আছিয়ার মায়ের সাথে কথা বলেন। তার চিকিৎসা সহ যাবতীয় দায়িত্ব গ্রহন করেছেন। দেশের মানুষ আছিয়ার সাথে রয়েছে।

এমএসএম / এমএসএম

ঈশ্বরদীতে ট্রেনে কেটে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু

মসজিদের খতিব–ইমাম–মুয়াজ্জিনদের সুরক্ষায় নীতিমালা চূড়ান্তঃ কুমিল্লায় ধর্ম উপদেষ্টা

মেহেরপুর-১ আসনে বিএনপির মনোনয়ন পুনঃবিবেচনার দাবিতে গণজমায়েত

চর ওয়াশপুর প্রাথমিক বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর করেন জাতীয় বীর আমান উল্লাহ আমান

গাজীপুরের রাজনীতিতে ঝড় তুললেন ইরাদ সিদ্দিকী

ধুনটে বালুবাহী দুই ট্রাকের চাপে অটোরিকশাচালক নিহত

পটুয়াখালী প্রেসক্লাবের হীরক জয়ন্তী পালন

হৃদরোগে আক্রান্ত হয়ে চিলমারী মডেল থানার এসআই আসাদুজ্জামানের আকস্মিক মৃত্যু

কোম্পানীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের সম্মাননা ও সহায়তা প্রদান

দুমকিতে সশস্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দুমকিতে গাভী লুটপাটের অভিযোগ 'মিথ্যা', দাবি করে সংবাদ সম্মেলন

ভূমিকম্পকে আল্লাহর সতর্কবার্তা হিসেবে দেখার আহ্বান – মাওলানা আব্দুল ওয়াহাব (বড় হুজুর, কাছাইট)

সিংগাইরে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যা