আইসিসির মাসসেরা ক্রিকেটার গিল
 
                                    ফেব্রুয়ারি মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতীয় ক্রিকেটার শুভমান গিল। আজ বুধবার পুরুষ ক্যাটাগরিতে তার নাম ঘোষণা করেছে আইসিসি। নারী ক্যাটাগরিতে এ পুরস্কার জিতেছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি এবং তার আগে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করে এ পুরস্কার জিতেছেন গিল।
এ নিয়ে তৃতীয়বারের তো আইসিসির মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হলেন গিল। এবার ভারতীয় ডানহাতি ব্যাটারের প্রতিদ্বন্দ্বী ছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার গ্লেন ফিলিপস ও অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভ স্মিথ।
ফেব্রুয়ারি মাসে ১০১.৫০ গড়ে মোট ৪০৬ রান করেছেন গিল। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তার রান যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বিপক্ষে ১০১ রানের অপরাজিত খেলে দল জিতিয়ে মাঠ ছাড়েন ২৫ বছর বয়সী তারকা।
গিল বলেন, ‘ফেব্রুয়ারি মাসের আইসিসি পুরুষদের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে আমি আনন্দিত। ব্যাট হাতে পারফর্ম করা এবং দেশের হয়ে ম্যাচ জেতানোর চেয়ে বেশি অনুপ্রেরণা আর কিছুই আমাকে দেয় না।’
ভারতীয় তারকা আরও বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ এ ফর্ম ধরে রাখা আমার জন্য কুবই কঠিন ছিল এবং আমি আনন্দিত যে আমি এর থেকে সর্বোচ্চ সুবিধা নিতে পেরেছি। ব্যক্তিগতভাবে এবং দল হিসেবে এটি বছরের একটি অসাধারণ শুরু। আমি সামনের একটি অ্যাকশন-প্যাকড ক্রিকেট বছরের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি এবং ভারতের হয়ে আরও অনেক ম্যাচ জেতার আশা করছি।’
এমএসএম / এমএসএম
 
                হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে যেমন হবে একাদশ, বাদ জাকের!
 
                দুই ফরম্যাটের সিরিজ খেলতে ভারত সফরে যাবে বাংলাদেশ
 
                ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
 
                অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
 
                তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
 
                সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
 
                গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
 
                প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
 
                কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
 
                ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
 
                শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
 
                এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
 
                 
                