ঢাকা বুধবার, ১২ মার্চ, ২০২৫

অভিনেত্রীর বাড়ি থেকে আড়াই কোটির সোনা ও নগদ ২ কোটি টাকা উদ্ধার


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৩-২০২৫ বিকাল ৫:৩১

সোনা পাচারের অভিযোগে গ্রেপ্তার কন্নড় অভিনেত্রী রান্যা রাও বর্তমানে জেলবন্দি। এরই মধ্যে লাভেলে রোডে তার বাড়িতে তল্লাশি করে বিপুল পরিমাণে নগদ টাকা ও রসিদবিহীন সোনা পেয়েছে পুলিশ। 

কয়েকদিন আগেই ১৫ কেজি সোনা (যার আনুমানিক মূল্য ১২ কোটি টাকা) নিয়ে বিমানে ওঠার আগে বেঙ্গালুরুর কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয় রান্যা রাওকে। 

এ ঘটনার পর লাভেলে রোডে অভিনেত্রীর বাড়িতে তল্লাশি চালায় দেশটির পুলিশ। যেখানে প্রায় ২ কোটি মূল্যের সোনা ও নগদ ২ কোটি ৬৭ লাখ টাকা উদ্ধার করা হয়। এসব সোনা ও টাকার কোনো রশিদ দেখাতে পারেননি অভিনেত্রী। 

দুবাইয়ের শুল্ক দপ্তর জানিয়েছে, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে দুবাই থেকে সোনা কিনেছিলেন অভিনেত্রী। সেসময় রান্যা জানান, এত বেশি পরিমাণে সোনা নিয়ে তিনি জেনেভায় যেতে চান। যদিও সেটা না করে তিনি ভারতেই ফিরেছেন। 

জানা গেছে, এর আগেও নাকি দুবাই থেকে ভারতে বিনা বাধায় সোনা পাচার করেছিলেন অভিনেত্রী। গত ১৫ দিনে চারবার দুবাই উড়ে গিয়েছিলেন তিনি। 

অভিনেত্রীর এই ঘন ঘন দুবাই-ভারত সফর দেখেই সন্দেহ হয় ডিআরআই গোয়েন্দাদের। গ্রেপ্তারের পরে অভিনেত্রী দাবি করেন, তাকে ব্ল্যাকমেল করে সোনা পাচার করতে বাধ্য করা হয়েছে। 

অন্যদিকে তদন্তকারীদের দাবি, তিনি একেবারেই তদন্তে সহযোগিতা করছেন না। ফলে তাকে হেফাজতে রাখলে প্রমাণ নষ্টের সম্ভাবনাও থাকবে না বলে দাবি পুলিশের। এই পরিস্থিতিতে তার জামিন পাওয়াও কঠিন বলে মনে করছেন পুলিশ কর্তারা। 

ধারণা করা হচ্ছে, শুধু রান্যা নয়, এই চোরাচালানের সঙ্গে তার স্বামীও জড়িত। তাই অভিনেত্রীর বিয়ের ভিডিও খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দেখা হচ্ছে অতিথিদের তালিকাও। তাদের মধ্যে কেউ সোনা চোরাচালান চক্রের সদস্য কিনা তা বের করার চেষ্টা হচ্ছে। সেক্ষেত্রে আরও বড় চক্রান্তের হদিস মিলতে পারে বলে মনে করছে পুলিশ। 

এমএসএম / এমএসএম

অভিনেত্রীর বাড়ি থেকে আড়াই কোটির সোনা ও নগদ ২ কোটি টাকা উদ্ধার

ঢাকাই সিনেমায় নতুন নায়ক ডেবিড সরকার

বক্সিং শিখতে চান প্রিয়াঙ্কা জামান

শিশু আছিয়া হাসপাতালে বিচার চেয়ে রাস্তায় শিল্পীরা

জটিল রোগে আক্রান্ত ঋতাভরী, লাফ দিতে চেয়েছিলেন গাড়ি থেকে

বাবা-মায়ের নাম লিখলেন বীর, ভিডিও শেয়ার করলেন বুবলী

আমি এসবের কিছুই পাত্তা দেই না : মিথিলা

পুরুষালি হওয়ার দরকার নেই, আরও বেশি ‘নারী’ হয়ে উঠুন : কঙ্গনা

পরকীয়ায় জড়ান অভিনেতা, হাতেনাতে ধরেন স্ত্রী!

নুসরাত ফারিয়াকে চিনছেন না কেউ!

বিয়ের আগেই শ্বশুরবাড়িতে আপত্তিকর অবস্থায় তারকা জুটি, সমালোচনার ঝড়

মুক্তির অপেক্ষায় সকাল রাজের ‘আতরবিবিলেন’

সাদী ডেট করছে- ওর মুখ থেকে শুনলেও কিছু বলতে পারতাম : শ্যামন্তী