কেন বাতিল হলো আলভারেজের গোল? সত্যিই কি বল পায়ে লেগেছিল?

‘যারা এখানে আছেন, হুলিয়ানকে পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করতে দেখলে হাত তুলুন। আসলেই! তৈরি? কেউ হাত তুললেন না। পরের প্রশ্ন!’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে অনেকটা ঠিক এভাবেই হুলিয়ান আলভারেজের পেনাল্টি বাতিলের প্রতিবাদ করেছিলেন অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনে। বিতর্কের খোরাক জোগানো সেই ঘটনা ঘটে টাইব্রেকারে গিয়ে।
একবার দেখে আসা যাক বিতর্কিত সেই পেনাল্টিতে কী হয়েছিল। রিয়াল মাদ্রিদের বিপক্ষে টাইব্রেকারে অ্যাতলেটিকোর হয়ে দ্বিতীয় শট নিতে আসেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজ। তিনি বল জালে জড়িয়েছিলেন। ফিরে যাওয়ার পর ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি সেই পেনাল্টি যাচাই শুরু করেন। ততক্ষণে রিয়ালের পরবর্তী পেনাল্টি টেকার ফেডে ভালভার্দে বক্সে চলে আসেন। এরইমাঝে ভিএআর বাতিল করে আলভারেজের পেনাল্টি।
ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তাঁর বাঁ পাও লেগে যায় বলে। কিলিয়ান এমবাপে প্রথম আঙুল তুললেন আলভারেজের পেনাল্টি নিয়ে। রেফারিকে ইঙ্গিত করলেন আর্জেন্টাইন ফরোয়ার্ডের পেনাল্টিতে দুইবার বল স্পর্শ করা হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গেই অভিযোগ করেছিলেন রিয়ালের বেলজিয়ান গোলরক্ষক থিবো কর্তোয়া। তৃতীয় শট নিতে যাওয়া ফেদেরিকো ভালভার্দেকে তখন থামিয়ে দেন রেফারি সিমোন মার্সিনিয়াক।
ভিএআর থেকে খানিক পরেই এলো সিদ্ধান্ত। রিপ্লেতে বোঝা গেল ডান পায়ে শট নেওয়ার আগ মুহূর্তে খানিকটা নিয়ন্ত্রণ হারান আর্জেন্টাইন তারকা, এর ফলে তাঁর বাঁ পাও লেগে যায় বলে। আর ‘ডাবল টাচ’ হওয়ায় বল জালে জড়ালেও বাতিল হয় সেই গোল। শেষ পর্যন্ত এটাই গড়ে দেয় পার্থক্য। রিয়াল ম্যাচ জেতে টাইব্রেকে ৪-২ ব্যবধানে।
সত্যিই কি আলভারেজ দুবার বল স্পর্শ করেছেন? এর উত্তরে বলতেই হচ্ছে, হ্যাঁ। একাধিক ক্যামেরার ক্লোজ শটে সেটা দেখা গিয়েছে। আলভারেজের পায়ের স্পর্শে বলের আকার কিছুটা বদলের ছবিও স্পষ্টভাবে এসেছে। ছবি সংযুক্ত করা হলো।
এবারে দেখা যাক ফুটবলের আইনের দিকে। আর সেখানেও অ্যাতলেটিকো মাদ্রিদকে হতাশ হতেই হচ্ছে। ফুটবলের আইন নিয়ন্ত্রক সংস্থা আইএফএবি-এর ২০২৪-২৫ এর নীতিমালায় বলা হয়েছে, ‘(পেনাল্টি) কিক সফল হিসেবে বিবেচিত হবে, যখন বল থেমে যায়, খেলার বাইরে চলে যায় বা কোনো ফাউলের জন্য রেফারি খেলা বন্ধ করেন; কিক নেয়ার পর খেলোয়াড় দ্বিতীয়বার বলটি স্পর্শ করতে পারবেন না।’
স্কাই স্পোর্টসের নিবন্ধ থেকে জানা যায়, রেফারি ভিএআরে পর্যালোচনার সময় বলের চারদিকে চক দিয়ে চিহ্নিত করে নিয়ে প্রমাণ করার চেষ্টা করেন শট নেয়ার আগে আলভারেজের সাপোর্টিং পা বলে স্পর্শ করেছেন। আর তাতে উপযুক্ত প্রমাণের কারণেই বাতিল হয়েছে আলভারেজের গোল।
যদিও অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ ডিয়েগো সিমিওনের দাবি ভিন্ন। তার ভাষ্য, টিভিতে অনেক অ্যাঙ্গেল থেকেই মনে হয়েছে বলে তার পা একবারই স্পর্শ করেছে। সিমিওনে এ ব্যাপারে বলেন, ‘আমি পেনাল্টির ছবি দেখেছি। রেফারি বলেছেন, যখন হুলিয়ান শট নিতে পা বাড়ান এবং কিক করেন, সে তার পা দিয়ে বল স্পর্শ করেছে, কিন্তু বল মোটেও নড়েনি। এটা অবশ্যই আলোচনায় আসার মতো এটা গোল হয়েছে কি-না, তবে আমি আমার খেলোয়াড়দের নিয়ে গর্বিত।’
আর্জেন্টাইন এই কোচ বলেন, ‘সে যখন তার পা বাড়ায় এবং কিক করে, বল বিন্দুমাত্র নড়েনি। কিন্তু ভিএআর এটাকে বাতিল করল, আমি কখনো কোনো পেনাল্টি ভিএআরে বাতিল হতে দেখিনি, কিন্তু শেষ পর্যন্ত তাদের দাবি বৈধ এবং তারা দেখেছে তার পা বলে স্পর্শ করেছে। আমি বিশ্বাস করতে চাই যে, তারা বলে পায়ের স্পর্শ দেখেছে।’
এদিকে স্প্যানিশ রেডিও নেটওয়ার্ক লা সার জানিয়েছে হুলিয়ান আলভারেজের কথা। ম্যাচ শেষে নিজের ভাইদের তিনি বলেছিলেন, ‘আমি বলে কোনো দ্বিতীয় স্পর্শ অনুভব করিনি।’
Aminur / Aminur

বিশ্বকাপ বাছাইয়ে রাতে মাঠে নামছে আর্জেন্টিনা

মাহমুদউল্লাহর অবসর নিয়ে যা বলছে বিসিবি

‘পাকিস্তান ক্রিকেট যেন এক গভীর জঙ্গল’

কেন বাতিল হলো আলভারেজের গোল? সত্যিই কি বল পায়ে লেগেছিল?

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

যে কারণে দলের সঙ্গে দেরিতে যোগ দিয়েছিলেন রাফিনিয়া

আইসিসির মাসসেরা ক্রিকেটার গিল

অ্যানফিল্ডে লিভারপুলের এপিটাফ লিখে কোয়ার্টারে পিএসজি

অবসর জল্পনার মাঝেই ইঙ্গিতপূর্ণ পোস্ট জাদেজার

পন্টিং-স্টিভ ওয়াহকে সরিয়ে সর্বকালের সেরা অধিনায়কের আসনে রোহিত

এখনই অবসর নিচ্ছেন না রোহিত

ইতিহাসের তৃতীয় দল হিসেবে যে কীর্তি গড়ল ভারত
