সুপার ওভারে কোনো রান না দিয়ে টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড
সুপার ওভার ঘিরে বরাবরই বাড়তি উন্মাদনা থাকে দর্শকদের মধ্যে। এর অবশ্য যথেষ্ট কারণও আছে। এক ওভারের মধ্যে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ফলে এখানে বলে বলেই মোড় নেয় ম্যাচের ভাগ্য! কিন্তু এবার সুপার ওভারে ঘটল ভিন্ন এক ঘটনা। যা আগে কখনো দেখেনি আন্তর্জাতিক ক্রিকেট।
গতকাল শুক্রবার (১৪ মার্চ) মালয়েশিয়ায় ত্রিদেশীয় সিরিজে বাহরাইন ও হংকংয়ের মধ্যকার ম্যাচটি গড়ায় সুপার ওভারে। হংকংয়ের বিপক্ষে সুপার ওভারে কোনো রান না করেই গুটিয়ে যায় বাহরাইন। সুপার ওভারে আন্তর্জাতিক ক্রিকেটেব এমন ঘটনা এবারই প্রথম।
বাহরাইন সুপার ওভারে আগে ব্যাটিং করেছে। এহসান খানের করা সুপার ওভার শুরু হয় ডট বল দিয়ে। প্রথম বল ডট হওয়ার পরের দুই বলে টানা দুই উইকেট হারিয়েছে তারা। দ্বিতীয় বলে বাবর হায়াতকে ক্যাচ দিয়েছেন আমের বিন। আর তৃতীয় বলে নিজাকাত খানের হাতে ধরা পড়েন সোহাইল আহমেদ।
আইসিসির নিয়ম অনুযায়ী, সুপার ওভার দুই উইকেটের খেলা হয়। ফলে তিন বলের মধ্যেই দুই উইকেট হারিয়ে অলআউট হয় বাহরাইন।
এক রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হংকংয়ের ৩ বল লেগেছে জয়ের বন্দরে পৌঁছাতে। বাবর ইনিংসের প্রথম দুই বল ডট খেলেছেন। তিন নম্বর বলে এক রান নিয়ে ম্যাচ জিতিয়েছেন তিনি।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ ঘটনা নতুন হলেও টি-টোয়েন্টি লিগে এটা নতুন কিছু নয়। টি-টোয়েন্টি লিগগুলোতে সুপার ওভারে কোনো রান না করতে পারার ঘটনা আছে একাধিকবার।
২০০৯ সালে চ্যাম্পিয়নস লিগে সাসেক্সের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার দল ঈগলসের হয়ে সিজে ডি ভিলিয়ার্স সুপার ওভার মেডেন দিয়েছিলেন। তাছাড়া ২০১৪ সালের সিপিএলে গায়ানা অ্যামাজনের হয়ে ত্রিনিদাদ ও টোবাগো রেড স্টিলের বিপক্ষে সুপার ওভার মেডেন দিয়েছিলেন সুনীল নারিন।
এমএসএম / এমএসএম
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের
১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ