ঢাকা শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫

দর্শকদের জন্য মিষ্টি উপহার নিয়ে আবারও একসাথে বঙ্গ ও কাজল আরেফিন অমি! 


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০-৩-২০২৫ দুপুর ১২:৫৭

বঙ্গ’র সাথে কাজল আরেফিন অমির প্রতিটি প্রজেক্টই দর্শকদের জন্য নতুন ও আকর্ষণীয় অভিজ্ঞতা নিয়ে হাজির হয়, এ ব্যাপারে “হাউ সুইট” ও ব্যতিক্রম না। এই ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই ওয়েবফিল্মটি নিয়ে দর্শকদের আগ্রহ ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে। কমেডির জন্য দর্শকনন্দিত অমি এবার কাজ করছেন রোম্যান্স নিয়ে। সবার প্রিয় রোম্যান্স কিং জিয়াউল ফারুক অপূর্ব ও লাবণ্যময়ী তাসনিয়া ফারিনের জুটিকে এক ফ্রেমে বন্দি করেছেন ভালোবাসার মিষ্টি এক গল্পতে, যা দর্শকদের দেবে অনন্য এক অভিজ্ঞতা।  মিষ্টি প্রেম, কমেডি ও অপ্রত্যাশিত টুইস্টে ভরপুর এই গল্প দীর্ঘদিনের জন্য দর্শকমনে জায়গা করে নেবে।  

হাউ সুইটের গল্প আবর্তিত হয় শখের ফটোগ্রাফার আদনানকে ঘিরে, সুইটি নামের এক পালিয়ে আসা কনের সাথে দেখা হওয়ার পর যার জীবন হঠাৎ এক নাটকীয় মোড় নেয়। সুইটির কারণে দুর্ঘটনাবশত আদনানের শখের ক্যামেরাটি নদীতে পড়ে যায়, আর এই দুর্ঘটনা থেকেই শুরু হয় দারুণ কিছুর। ক্যামেরা হারিয়ে ক্ষুব্ধ আদনান ক্ষতিপূরণের জন্য সুইটির পেছনে ছোটে, আর শুরু হয় একের পর এক অপ্রত্যাশিত ঘটনা। কমেডি আর দুর্দান্ত অ্যাডভেঞ্চারের মাঝেই ধীরে ধীরে দেখা দেয় এক অন্যরকম অনুভূতি, যা একইসাথে দর্শকদের হাসাবে, এবং তাদের হৃদয়ও ছুঁয়ে যাবে।  

এরই মধ্যে পুরোদমে চলছে হাউ সুইটের প্রচারণা। দর্শকরা মাত্র ২৫ টাকায় প্রি-বুক করে সবার আগে হাউ সুইট দেখার সুযোগ লুফে নিতে পারবেন। এছাড়াও ৫০ জন সৌভাগ্যবান দর্শক পাবেন হাউ সুইট এর গ্র্যান্ড প্রিমিয়ারে অংশগ্রহণের সুযোগ, যেখানে তারা কলাকুশলীদের সাথে বসে ওয়েবফিল্মটি দেখতে পারবেন। 

তাহলে আর দেরি কেন? এখনই অংশ নিন হাউ সুইটের মিষ্টি জার্নিতে। চলে যান বঙ্গ অ্যাপে, হাউ সুইট লেখা ব্যানারটিতে ক্লিক করুন ও সেখানে থাকা নির্দেশনা অনুসরণ করে প্রি-বুকিং সম্পন্ন করুন।

এমএসএম / এমএসএম

বিশেষ বিবেচনায় ‘বরবাদের’ স্পেশাল লেট নাইট শো

প্রকাশ হলো 'আতরবিবিলেন' সিনেমার ফার্স্ট লুক পোস্টার

ঈদের তৃতীয় দিন ১০০ পর্বের ধারাবাহিক নাটক 'সুভাশানী'

এনটিভিতে মমতাজ হারবাল প্রোডাক্টস ‘সিক্রেট বিউটি এক্সপার্টে’র প্রথম আসরের সেরা পরশিয়া

রাশমিকা অভিনয় জানেন না, চেহারা দিয়েই সব করছেন!

ছেলেকে নিয়ে আবেগঘন পোস্ট মাহির

ঈদে ঝড় তুলবে শাকিব-নুসরাতের রোম্যান্স!

সুখবর দিলেন মেয়ে-জামাই, যা বললেন অভিনেতা

জীবন্ত পোড়ানোর হুমকি, থানায় গেলেন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার

তামিম ফিরে আসুক এটাই চাওয়া

নুসরাত ফারিয়ার সঙ্গে কাজ করতে কেন ভয়

শিক্ষক-ছাত্রীর প্রেম নিয়ে ‘লাভ ইউ টিচার’

অপূর্ব-ফারিণের এমন রোম্যান্স দেখেনি কেউ আগে!