শেকৃবিতে ছাত্রদলের গণসেহরি আয়োজন, ঢল নামলো শিক্ষার্থীদের

সেহরির সময় ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগে মুখরিত হলো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) ক্যাম্পাস। রাজনীতি, মতাদর্শ—সব ছাপিয়ে এক কাতারে বসে ইফতার শেষে সেহরি করল শত শত শিক্ষার্থী। ভ্রাতৃত্ব আর সহমর্মিতার দৃষ্টান্ত হয়ে ধরা দিলো এই আয়োজন, যা প্রশংসার জোয়ার তুলেছে সবার মাঝে।
বৃহস্পতিবার(২০ মার্চ) রাত ২টা ৩০ মিনিটে শেকৃবি ছাত্রদলের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণ সেহরির আয়োজন করা হয়। ১ হাজার ৮০০ শিক্ষার্থীর জন্য সেহরির ব্যবস্থা করা হয়। নারী শিক্ষার্থীদের জন্য পার্সেলের ব্যবস্থা ছিল, যা ছাত্রদল কর্মীরা তাদের আবাসিক হলে পৌঁছে দেয়।
সাধারণ শিক্ষার্থীরা এ আয়োজনকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তাদের মতে, এটি কেবল সেহরির আয়োজন নয়, বরং ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য উদাহরণ, যা ক্যাম্পাসে সম্প্রীতির পরিবেশ আরও দৃঢ় করবে।
সেহরিতে আসা শেকৃবি শিক্ষার্থী রাকিব আহমেদ বলেন, এ ধরনের আয়োজন ছাত্রসংগঠনগুলোর মধ্যে একটি সুস্থ প্রতিযোগিতায় রূপ নিক।
শেকৃবি শাখা ছাত্রদলের সভাপতি আহমেদুল কবির তাপস জানান, গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনায় তারা গণ সেহরির আয়োজন করেছেন। এ আয়োজনের আরেকটি উদ্দেশ্য ছাত্রদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য গড়ে তোলা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এক ছাতার নিচে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে। এটি ছাত্রসংগঠনের জন্য একটি নতুন দৃষ্টান্ত হতে পারে।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বিএম আলমগীর কবির জানান, সাধারণ শিক্ষার্থীদের পরামর্শে তারা প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয়ে গণ সেহরির আয়োজন করেন। শিক্ষার্থীদের অনুরোধে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়। এতে প্রায় ২ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছে। ছাত্রীদের খাবার তাদের হলে পৌঁছে দেওয়া হয়েছে।
ছাত্রদলের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক সকলে ইতিবাচক ভাবে দেখছেন। সকলের প্রত্যাশা ক্যাম্পাসের সকল ছাত্রসংগঠন শিক্ষার্থীদের কল্যানে প্রতিযোগিতা করবে এবং ক্যাম্পাসে সুস্থ ধারার রাজনীতি বহাল রাখবে।
এ আয়োজন সম্পর্কে শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, সময়ের পরিক্রমায় ছাত্রসমাজ আর চিরায়ত ধারার রাজনীতিতে সীমাবদ্ধ থাকতে চায় না; তারা চায় একটি শিক্ষাবান্ধব, কল্যাণমূলক ও সুস্থ রাজনৈতিক পরিবেশ। জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্রসমাজের এই চাওয়া-প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে যে ছাত্রবান্ধব ও সুস্থধারার কর্মসূচি বাস্তবায়ন করছে, তা নিঃসন্দেহে প্রশংসনীয়।
এমএসএম / এমএসএম

কুবির নজরুল হলের শিক্ষার্থীর নামে 'মাদক সেবন করে উগ্র আচরণের' অভিযোগ

গোবিপ্রবি’তে জিএসটি গুচ্ছ ভর্তি পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

ইবিতে রাসুল (স) কে নিয়ে কটুক্তিকারী ফেসবুকে ক্ষমা চাইলেও প্রশাসন তদন্ত কমিটিতে আস্থা

জবি রেজিস্ট্রারের পদত্যাগ দাবিতে কুশপুত্তলিকা দাহ, ২৪ ঘণ্টার আলটিমেটাম

বিএসসি ইঞ্জিনিয়ারদের বৈষম্য নিরসনের দাবি জানিয়ে রাবিতে বিক্ষোভ

গুচ্ছ ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুত নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র

অবশেষে সরানো হচ্ছে কুয়েটের উপাচার্যকে

চাপ দিয়ে উপাচার্যকে অপসারণ করা হলে মানবে না শিক্ষক সমিতি

কুয়েটে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে শেকৃবি শিক্ষার্থীদের প্রতীকী অনশন

ইবি কর্মকর্তার রাসুল (স) কে নিয়ে কটুক্তি

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অনিশ্চিত কৃষি গুচ্ছের ভবিষ্যৎ
