ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

আর্জেন্টিনা ম্যাচের আগে ব্রাজিলের দুঃসংবাদ, স্কোয়াডে পরিবর্তন


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৩-২০২৫ দুপুর ১১:১৩

জয় দিয়ে ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আগামী বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণেই আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটে পড়েছেন।
গতকাল (শুক্রবার) বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলে জয়ের ম্যাচটিতে ৭১ মিনিটে কলম্বিয়ার ড্যাভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। তবে বেকারের চোটের কারণে নতুন কাউকে স্কোয়াডে নিতেই হতো। আর্জেন্টিনা ম্যাচের আগে তার বিকল্পসহ ব্রাজিল দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে।
কলম্বিয়া ম‍্যাচের মাত্র ২৮ মিনিটেই চোটের জন‍্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনও। এ ছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম‍্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল মাগালায়েস ও ব্রুনো গুইমারেস। সবমিলিয়ে চারটি পরিবর্তন আনতেই হতো ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রকে। তাদের পরিবর্তে ডাক ফুটবলাররা এর আগে দরিভালের প্রাথমিক দলে ছিলেন। চূড়ান্ত দলে জায়গা না হলেও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের সামনে এখন খেলার হাতছানি।
দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এ ছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের দল পরই ছিটকে যান নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন। এ ছাড়া চোটের কারণে বাইরে আছেন এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকারা।
গতকাল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পর ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠেছিল ব্রাজিল। তবে আজ ইকুয়েডর (২২ পয়েন্ট) ভেনেজুয়েলাকে হারিয়ে তাদের তিনে নামিয়ে দিয়েছে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এক পা দিয়ে রেখেছে আর্জেন্টিনা। সেলেসাওদের হারালেই তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার টিকিট নিশ্চিত করবে। উরুগুয়েকে আজ আলবিসেলেস্তেরা হারিয়েছে ১-০ গোলে।

 

 

Aminur / Aminur

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক