ঢাকা ও ময়মনসিংহে জাককানইবি'র প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার ও পুনর্মিলনী অনুষ্ঠিত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের ব্যানারে রাজধানী ঢাকা ও ময়মনসিংহে অবস্থানরত প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ও ইফতার-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২২ মার্চ) রাজধানীর মিরপুর ও ময়মনসিংহের একটি রেস্টুরেন্টে দেড় শতাধিক প্রাক্তনদের নিয়ে উৎসবমুখর পরিবেশে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনীতে একে অপরের সঙ্গে পুনরায় দেখা পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। দীর্ঘদিন পর অগ্রজ ও অনুজদের সান্নিধ্যে ফিরে এসে স্মৃতির আবেশে মুগ্ধ হন তারা। ক্যামেরায় বন্দি করেন সেই আনন্দঘন মুহূর্তগুলো, যা তাদের বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতিকে আরও উজ্জ্বল করে তোলে। কুশল বিনিময়, হাস্যোজ্জ্বল আলিঙ্গন ও স্মৃতিচারণার মধ্য দিয়ে তারা যেন ফিরে যান তাদের প্রিয় ক্যাম্পাসের সোনালি দিনে।
পুনর্মিলনীতে আসা শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় জীবনের সম্পর্কের বন্ধনগুলো আজীবন দৃঢ় রাখতেই এ আয়োজন। ৫৭ একরের বাইরে নজরুলীয়ানদের নেটওয়ার্ক ছড়িয়ে পড়ুক এটাই সবার চাওয়া। বহুদিন পর সিনিয়র, জুনিয়র ও বন্ধু-বান্ধবদের সাথে আড্ডায় মেতে উঠে স্মৃতিচারণ এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি করেছে।
ইফতার মাহফিলে যোগ দিয়ে নিজের কর্মজীবন ভূলে শুধুমাত্র নজরুলীয়ান হিসেবে নিজেকে পরিচয় দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাবেক এক শিক্ষার্থী বলেন, আজ আমি নিজেকে শুধুমাত্র নজরুলীয়ান মনে করছি। সকল ভেদাভেদ ভুলে জাককানইবি'র সকল ভাই-বোন আমরা একসাথে চলতে চাই। ৫৭ একরের জাককানইবি একটি আবেগের জায়গা।
আরব আমিরাত দূতাবাসের অর্থনৈতিক বিশ্লেষক লালন আলতাফ বলেন, পরিচিত মুখগুলোকে একসাথে দেখে মনেই হয়নি ঢাকায় আছি। ফিরে গিয়েছিলাম সেই ক্যাম্পাস জীবনে। এমন মিলনমেলায় যুক্ত হতে পেরে ভীষণ আনন্দিত।
আরেক নজরুলীয়ান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের উপ পরিদর্শক আবু সাঈদ বলেন, এ ইফতার ও পুনর্মিলনীতে যোগ দিতে পেরে অনেক আনন্দ অনুভব করছি। বিশ্ববিদ্যালয় জীবনের পুরনো বন্ধু, বড় ভাই ও ছোটদের পেয়ে মনে হচ্ছে ক্যাম্পাস জীবনে চলে এসেছি। তাই ক্যাম্পাস জীবনে ফেলে আসা স্মৃতিগুলো বেশি বেশি মনে পড়ছে।
বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার (ডেপুটি ডিরেক্টর, আইসিটি) মাহমুদ মুনিম বলেন, অনেকের সাথে দেখা হলো প্রায় অর্ধযুগ, তারও বেশি সময় পরে। যাদের সাথে কাটিয়েছি জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো, তাদের অনেককে দেখে খুবই ভালো লাগছে। সবাই স্ব স্ব স্থানে প্রতিষ্ঠিত। কোনও সমস্যা কিংবা সহায়তায় আমরা একত্রিত হয়ে যেন কাজ করতে পারি সেটার চমৎকার একটি প্ল্যাটফর্ম হবে সেই প্রত্যাশা করি।
সাবেকদের নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কি জানতে চাইলে ময়মনসিংহে অনুষ্ঠিত হওয়া পুনর্মিলনীতে যোগ দেওয়া সাবেক এক শিক্ষার্থী বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনরা একত্রিত হওয়ার প্রয়াস থেকেই এমন উদ্যোগ, ভবিষ্যতে আরো বৃহৎ পরিসরে একসাথে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে আমরা নানাধর্মী আয়োজন করবো।
তবে এলামনাই এসোসিয়েশন না থাকার কথা উল্লেখ করে অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ওমর ফারুক বলেন, এলামনাই এসোসিয়েশন থাকলে প্রোগ্রাম আরো সুন্দর এবং বড় হতে পারতো। এ ধরনের আয়োজনে এলামনাই এসোসিয়েশনের একটি বড় ভূমিকা থাকা উচিৎ। সামনের দিনগুলোতে সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় একটি এলামনাই এসোসিয়েশন গঠন করে জাককানইবি পরিবারের সকল সদস্য যাতে এক ছায়াতলে থাকতে পারি এটাই চাওয়া।
সবশেষে ফটোসেশনের মাধ্যমে সমাপ্ত হয় সাবেকদের এ পুনর্মিলনী ও ইফতার পর্ব। উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৮ বছর পেরিয়ে গেলেও এখনো শিক্ষার্থীদের এলামনাই এসোসিয়েশন গঠিত হয়নি।
এমএসএম / এমএসএম

শিক্ষার্থীদের অধিকার ও রেজিস্টারের পদত্যাগের দাবিতে চবি ছাত্রদলের বিক্ষোভ৷

সামুদ্রিক শৈবাল দিয়ে পুষ্টিকর স্যুপ উদ্ভাবন শেকৃবির গবেষকের

প্রকৌশল শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ, যান চলাচল বন্ধ

নজরুলকে নিয়ে যথাযথ গবেষণা হয়নি: কবির মৃত্যুদিবসে জাককানইবি ভিসি

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল গ্রেপ্তার

জবির সিন্ডিকেটে জকসু সংবিধির প্রস্তাব গৃহীত

রুমমেটকে ছুরিকাঘাত, ডাকসু ভিপি প্রার্থী জালাল হল থেকে বহিষ্কার

ইবিতে নভেম্বরে ইকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

ডিআইইউতে হল থেকে হাতেনাতে গাঁজা উদ্ধার, কিন্তু তদন্তে লাগবে ১২ দিন

কম্বাইন্ড ডিগ্রি দাবিতে অচলাবস্থা, উদ্বেগে বাকৃবির পশুপালন অনুষদের শিক্ষকরা

ইবিতে আ'লীগপন্থী শিক্ষকের বহিষ্কারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

চবি মেডিকেলে প্যাথলজি বিভাগ উদ্বোধন, করানো যাবে ২১ ধরনের পরীক্ষা
