ঢাকা বৃহষ্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

রিয়ালে আসতে দুবার ভাবতে হয়নি : কামাভিঙ্গা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১২:৪৬

রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি মিডফিল্ডার এডওয়ার্ডো কামাভিঙ্গা। ইউরোপের ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত এই উদীয়মান তরুণ তারকা ফুটবলার। আর রিয়ালে আসতে নাকি তাকে দুবার ভাবতে হয়নি- সম্প্রতি এমন মন্তব্যও করেছেন তিনি।

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে ছয় বছরের চুক্তি করার কথা জানায় ইউরোপের সফলতম দলটি। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবেন কামাভিঙ্গা।

মাত্র কয়েক দিন আগে গ্রীষ্মকালীন রদবদলের সময়কাল শেষ হয়েছে। দেখা গিয়েছে নানা নাটকীয়তা। রোনালদো নাকি আাবারও রিয়ালে ফিরছেন। আবার কেউ কেউ বলছিলেন সিআর সেভেন নয়, এমবাপ্পেকে দলে টানছে রিয়াল মাদ্রিদ। কিস্তু কাজের কাজ কিছু না হলেও ফরাসি মিডফিল্ডার এডওয়ার্ডো কামাভিঙ্গাকে ঠিকিই দলে ভিড়িয়েছে মাদ্রিদ। বুধবার তাকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এরপর ভিডিও কনফারেন্সে তিনি বলেন `এখানে আসতে পেরে আমি খুব খুশি। ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। এই ক্লাব এবং আমার পরিবারের জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করব।`

তিনি আরও `যখন জানতে পারলাম আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়েছি যাচ্ছি তখন থেকেই আমি খুশি। আমি দ্বিতীয়বার চিন্তাও করিনি। এখানে আসতে পেরে আমি গর্বিত। যা কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি তারপরও পরিবারের সঙ্গে এখানে থাকতে পেরে আমি গর্বিত।`

২০১৯ সালে রেনের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু কামাভিঙ্গার। দলটির হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেন একটি।

প্রীতি / প্রীতি

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

ক্রিকেটে বিরল ৫ রেকর্ডের সাক্ষী হয়েছে ২০২৫

খাজাকে অবসরে যেতে বললেন ক্লার্ক, নিষেধ করলেন যারা

সবাইকে ছাড়িয়ে গেলেন ভারতের দীপ্তি শর্মা

নিষ্প্রভ সাকিব, গুসের সেঞ্চুরিতে ফাইনালে ভাইপার্স

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

দুবাইয়ে নজর কেড়েছে রোনালদোর ঘড়ি, দাম কত?

দাপুটে জয়ে বিপিএল শুরু রংপুর রাইডার্সের

চোট নিয়েও দুই তারকা থাকছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে

রোনালদোর জোড়া গোল, আল নাসরের দশে দশ

উলভসকে হারিয়ে শীর্ষ চারে লিভারপুল

সালাহর গোলে জিতলো ১০ জনের মিশর, সবার আগে নকআউটে

ক্ষোভে নোয়াখালীর অনুশীলন রেখে সিলেট ছাড়ছেন সুজন-তালহা