ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

রিয়ালে আসতে দুবার ভাবতে হয়নি : কামাভিঙ্গা


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৯-২০২১ দুপুর ১২:৪৬

রেনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ছয় বছরের চুক্তিতে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন ফরাসি মিডফিল্ডার এডওয়ার্ডো কামাভিঙ্গা। ইউরোপের ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে যোগ দিয়ে রোমাঞ্চিত এই উদীয়মান তরুণ তারকা ফুটবলার। আর রিয়ালে আসতে নাকি তাকে দুবার ভাবতে হয়নি- সম্প্রতি এমন মন্তব্যও করেছেন তিনি।

গ্রীষ্মের দলবদলের শেষ দিনে ১৮ বছর বয়সী এই খেলোয়াড়ের সঙ্গে ছয় বছরের চুক্তি করার কথা জানায় ইউরোপের সফলতম দলটি। চুক্তি অনুযায়ী, ২০২৭ সালের জুন পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে খেলবেন কামাভিঙ্গা।

মাত্র কয়েক দিন আগে গ্রীষ্মকালীন রদবদলের সময়কাল শেষ হয়েছে। দেখা গিয়েছে নানা নাটকীয়তা। রোনালদো নাকি আাবারও রিয়ালে ফিরছেন। আবার কেউ কেউ বলছিলেন সিআর সেভেন নয়, এমবাপ্পেকে দলে টানছে রিয়াল মাদ্রিদ। কিস্তু কাজের কাজ কিছু না হলেও ফরাসি মিডফিল্ডার এডওয়ার্ডো কামাভিঙ্গাকে ঠিকিই দলে ভিড়িয়েছে মাদ্রিদ। বুধবার তাকে রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়।

এরপর ভিডিও কনফারেন্সে তিনি বলেন `এখানে আসতে পেরে আমি খুব খুশি। ছোটবেলা থেকেই রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার স্বপ্ন দেখেছি। এই ক্লাব এবং আমার পরিবারের জন্য সবকিছু দেওয়ার চেষ্টা করব।`

তিনি আরও `যখন জানতে পারলাম আমি রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হয়েছি যাচ্ছি তখন থেকেই আমি খুশি। আমি দ্বিতীয়বার চিন্তাও করিনি। এখানে আসতে পেরে আমি গর্বিত। যা কিছুর মধ্যে দিয়ে আমরা গিয়েছি তারপরও পরিবারের সঙ্গে এখানে থাকতে পেরে আমি গর্বিত।`

২০১৯ সালে রেনের হয়ে পেশাদার ক্যারিয়ারের শুরু কামাভিঙ্গার। দলটির হয়ে ৮৮টি ম্যাচ খেলেছেন তিনি। গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৩৯ ম্যাচ খেলে গোল করেন একটি।

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন