ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

ডিপিএলে সন্দেহজনক আউট, তুমুল সমালোচনা, ভিডিও ভাইরাল


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৯-৪-২০২৫ বিকাল ৫:৪৪

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর এবার ডিপিএলেও সন্দেহজনক পারফরম্যান্সের গুঞ্জন উঠেছে। আলোচনার জায়গা দখল করেছে গুলশান ক্রিকেট ক্লাব ও শাইনপুকুর ক্রিকেট ক্লাবের মধ্যকার খেলায় একটি আউটের ধরন। ক্রিজ থেকে বেরিয়ে আসার পর উইকেটরক্ষক স্টাম্প ভেঙে দেওয়ার আগমুহূর্তে লাইনে ব্যাট ঢুকিয়েও বের করে নেন ব্যাটার। সেই আউটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আজ (বুধবার) দশম রাউন্ডের ম্যাচে মুখোমুখি হয় গুলশান ও শাইনপুকুর। যেখানে আগে ব্যাট করতে নেমে ৪১ ওভারে ১৭৮ রান তুলতেই অলআউট হয়েছে গুলশান। লক্ষ্য তাড়ায় শাইনপুকুর গন্তব্যের প্রায় দ্বারপ্রান্তে ছিল। শেষ উইকেটে তাদের জয় পেতে প্রয়োজন ছিল ৭ রান। ঠিক তখনই অদ্ভুতভাবে আউট হয়ে আলোচনার কেন্দ্রে দলটির টেলএন্ডার মিনহাজুল আবেদিন সাব্বির।

৪৪তম ওভারের ঘটনা, ওভারের প্রথম বলটি স্পিন-অলরাউন্ডার নাঈম ইসলাম ওয়াইড লাইনেরও বেশ বাইরে ফেলেছিলেন। স্বাভাবিকভাবে ওয়াইডের সংকেত দেন আম্পায়ারও। কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটার সাব্বির এগিয়ে এসে খেলতে গিয়ে বলের লাইন মিস করে বসেন। তবে আউট থেকে বাঁচতে ব্যাটটি পপিং ক্রিজে ঢুকিয়েও রহস্যজনকভাবে বাইরে এনে রাখেন তিনি। উইকেটকিপার প্রথমে ভারসাম্য হারিয়ে স্টাম্প ভাঙতে পারেননি, পরে সাব্বিরের ব্যাট বাইরে দেখে তিনি দ্বিতীয় সুযোগ হাতছাড়া করেননি।

আর এর মাধ্যমে মিনহাজুল সাব্বিরের ৩৪ বলে ৮ রানের সংগ্রামী ইনিংসের ইতি ঘটে। একইসঙ্গে ৫ রানের হার নিয়ে মাঠ ছাড়ে তার দল শাইনপুকুর। কিন্তু এই মুহূর্তে তুমুল সমালোচনা চলছে সাব্বিরের আউটের ধরন দেখে। সামাজিক মাধ্যমে সেই আউটের ভিডিও ছড়িয়ে পড়ার পর ‘ম্যাচ পাতানো’ কিংবা ‘ফিক্সিং’য়ের মতো সন্দেহপ্রকাশ করছেন নেটিজেনরা।

ঠিক কারণ উল্লেখ না করলেও এ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন সাবেক ক্রিকেটার ও বর্তমানে কোচ রাজিন সালেহ এবং ক্রিকেটার শামসুর রহমান শুভ। শামসুর রহমান আউটের ছবি দিয়ে লিখেছেন– ‘সিরিয়াসলি শেম।’ একইভাবে রাজিনও নিন্দা জানিয়েছেন নিজের ফেসবুক পোস্টে, ‘শেম ডিপিএল।’

এমএসএম / এমএসএম

সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল

মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ

পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন

বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে

বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা

হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া

জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের

১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০

নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা

মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬

১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ

ক্রিকেট ইতিহাসে প্রথমবার এমন রেকর্ড গড়লেন ক্যারিবীয় অধিনায়ক