ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

মার্তিনেজের জালে তিন গোল, কাভারাৎসখেলিয়ায় ভর করে পিএসজির জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৪-২০২৫ দুপুর ১২:৪৪

কিন্তু নিঃসঙ্গ নাবিক হয়ে প্রতিকূল আবহাওয়ায় কতক্ষণই বা টেকা যায়? বাঁধভাঙ্গা জলোচ্ছ্বাসের মতো ধেয়ে আসা পিএসজির আক্রমণের সামনে তিনটা গোল হজম করতেই হলো মার্তিনেজকে। শুরু থেকেই লুইস এনরিকের শিষ্যরা ব্যস্ত রেখেছিল ভিলাকে। শুরুর আধঘণ্টায় অন্তত ৮বার গোলে শট নিয়েছে পিএসজি। বিপরীতে ভিলা কোনো আক্রমণই করতে পারেনি। 

যদিও খেলার ধারার বিপরীতে প্রথম গোল পেয়েছিল ভিলাই। প্রতি আক্রমণ থেকে গোল হলেও সেটা ছিল পারফেক্ট টিম প্লের নমুনা। জন ম্যাকগিন বল কেড়ে নেন পিএসজির কাছ থেকে। এরপর মার্কাস রাশফোর্ড হয়ে বল পেয়ে যান বেলজিয়ান তারকা টিলেমেন্স। সেখান থেকে পাওয়া ক্রসে বল জালে জড়ান রজার্স। ভিলার লিড ১-০ গোলে। 

গোল করেই যেন পিএসজিকে তাঁতিয়ে দিয়েছিল সফরকারীরা। সমতায় ফিরতে পিএসজির লাগলো মোটে ৪ মিনিট। গোলদাতা দেসিরে দুয়ে। বক্সের বাইরে থেকে মার্তিনেজের মাথার ওপর দিয়ে তার নেয়া শট পার্ক দে প্রিন্সেসে উন্মাদনা ফিরিয়ে আনে। বিরতির আগে আরও সুযোগ তৈরি করলেও গোল আদায় করতে পারেনি লুইস এনরিকের দল। 

দ্বিতীয়ার্ধের একেবারেই শুরুতে এগিয়ে যায় পিএসজি। মার্কিংয়ে থাকা ডিফেন্ডারদের বোকা বানিয়ে কাছের পোস্টে নেয়া দারুণ এক শটে পিএসজিকে এগিয়ে দেন খাভিচা কাভারাৎসখেলিয়া। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবারও গোল পেয়ে যায় স্বাগতিকরা। সতীর্থের থ্রু পাস ধরে নুনো মেন্দেজ লক্ষ্যভেদ করেন দারুণ দক্ষতায়। 

আগামী বুধবার ফিরতি লেগে ভিলার মাঠে মুখোমুখি হবে দুই দল। 

এমএসএম / এমএসএম

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও