আইপিএলের মাঝপথে হায়দরাবাদ দলে পরিবর্তন
 
                                    ব্যাটিংটাই বড় শক্তি সানরাইজার্স হায়দরাবাদের। ট্রাভিস হেড, অ্যাডাম জাম্পা, ইশান কিশান, নীতিশ রেড্ডি, হেনরিখ ক্লাসেন… বড় বড় সব নামই জড়ো হয়েছে ২০১৬ চ্যাম্পিয়নদের স্কোয়াডে। কিন্তু তবুও মিডল অর্ডারে কিছু একটা ছন্দ যেন নেই দলটাই। পরিসংখ্যান বলছে, পাওয়ারপ্লেতে দুই ওপেনার আউট হওয়ার পর মোটে ৬ শতাংশ ম্যাচ জিততে পেরেছে দলটা। 
সেই কারণেই কি না ইনজুরি আক্রান্ত লেগ স্পিনারের বদলে সানরাইজার্স হায়দরাবাদের স্কোয়াডে যুক্ত হলেন মারকুটে তরুণ ব্যাটার। চোট পেয়ে আইপিএলের পুরো আসর থেকেই ছিটকে গিয়েছিলেন অ্যাডাম জাম্পা। আর তার বদলে জায়গা করে নিয়েছেন কর্ণাটকের তরুণ ব্যাটার স্মরণ রবিচন্দ্রন। আসরের বাকি সময়ে ২১ বছরের এই ব্যাটার যুক্ত থাকবেন হায়দরাবাদ দলে। সানরাইজার্স হায়দরাবাদ কর্তৃপক্ষ জাম্পার চোটের কথা জানিয়েছেন। তাঁর কোথায় বা কী ধরনের চোট লেগেছে, তা জানানো হয়নি। তবে জানানো হয়েছে, আইপিএলে আর খেলতে পারবেন না অস্ট্রেলীয় স্পিনার। এবারের আসরে জাম্পা দু’টি ম্যাচ খেলেছেন হায়দরাবাদের হয়ে। গত ২৭ মার্চ লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে শেষ ম্যাচে ৪৬ রানে ১ উইকেট নেন। তার আগে ২৩ মার্চ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ১ উইকেট নিয়েছিলেন ৪৮ রান খরচ করে।
জাম্পার পরিবর্তে দলে আসা স্মরণ রবিচন্দ্রন মূলত টপ অর্ডার ব্যাটার। তবে দলের প্রয়োজনে নামতে পারেন মিডল অর্ডারেও। বল হাতেও কাজ চালিয়ে নিতে পারেন। বাঁহাতি এই ব্যাটার অবশ্য জাম্পার মতো লেগস্পিনার নন। তার হাত অফস্পিনের জন্য। ছিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর নেট ব্যাটার হিসেবে। মুগ্ধও করেছেন তাদের। তবে জায়গা হলো হায়দরাবাদের স্কোয়াডে। 
আইপিএল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, ‘’স্মরণ রবিচন্দ্রনের সাতটি প্রথম শ্রেণির ম্যাচ, ১০টি ঘরোয়া ৫০ ওভারের ম্যাচ, ছ’টি টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে তার ১১০০-র বেশি রান রয়েছে। বাঁহাতি ব্যাটার কর্নাটকের হয়ে ঘরোয়া ক্রিকেট খেলে থাকেন। সানরাইজার্স হায়দরাবাদ ৩০ লাখ টাকায় তাকে দলে নিয়েছে।’ 
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৬৪ এর বেশি গড়ে ৫০০ রান করেছেন স্মরণ। পাঞ্জাবের বিপক্ষে আছে একটি ডাবল সেঞ্চুরি। ছয় টি-টোয়েন্টি ম্যাচে ১৭০ রান করেছেন ঠিক ঠিক ১৭০ স্ট্রাইকরেটে। সহসাই দলে সুযোগ না মিললেও হায়দরাবাদের ব্যাটিং বিপর্যয়ের সময়ে ঠিকই হয়ত মাঠে দেখা যেতে পারে স্মরণ রবিচন্দ্রনকে। 
Aminur / Aminur
 
                ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
 
                অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
 
                তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
 
                সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
 
                গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
 
                প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
 
                কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
 
                ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
 
                শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
 
                এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
 
                বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
 
                অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা
 
                 
                