নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও

১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
কাইজিনহাকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে সান্তোস ফুটবল ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে লিখেছে, ‘সান্তোস ফুটবল জানাচ্ছে যে কোচ পেদ্রো কাইজিনহা আর দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে দুই সহকারী কোচ পেদ্রো মালতা ও হোসে প্রাতাস, ট্রেনার গুইলার্মে গোমেজ, গোলরক্ষক কোচ হোসে বেলমান—তাঁরাও ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন। এ বছরের জানুয়ারির শেষে আল হিলাল ছেড়ে নেইমার আসেন সান্তোসে। কাইজিনহার সঙ্গে মাত্র দুই মাস কাজ করতে পারলেও তাঁর হঠাৎ চাকরি চলে যাওয়ায় নেইমার আবেগপ্রবল হয়ে পড়েছেন। কাইজিনহাকে জড়িয়ে ধরার একটি ছবি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার পোস্ট করেছেন। ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড পোস্ট করেছেন, ‘জনাব আপনার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আপনার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
কাইজিনহা বরখাস্ত হওয়ায় সান্তোসের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়েছে। ব্রাজিলের ক্লাবটি এক সহকারী কোচকে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব দিয়েছে।
সান্তোস লিখেছে, ‘সহকারী কোচ সিজার সাম্পাইও অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব নেবেন। বোর্ড পরিচালকেরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। তাঁর কোচিং ক্যারিয়ার যেন দীর্ঘায়িত করতে পারেন, সেই শুভকামনা রইল। কাইজিনহার কোচিং করানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত দেসপোর্তিভো বেজা যুব দলের কোচিং করিয়েছেন। বিভিন্ন ক্লাবের সহকারী কোচও ছিলেন। এখন পর্যন্ত বিভিন্ন ক্লাবের প্রধান কোচ হিসেবে ৫৬৬ ম্যাচে ডাগআউটে বসেছেন। সান্তোসের আগে ব্রাজিলের আরেক ক্লাব রেড বুল ব্রাগান্তিতোতে ২০২৩-২৪ সালে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে সান্তোস আনুষ্ঠানিকভাবে কাইজিনহাকে প্রধান কোচ ঘোষণা করে। চার মাসে তাঁর অধীনে সান্তোস ১৭ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। ৭ ম্যাচ হেরেছে ও ৪ ম্যাচ ড্র করেছে। সান্তোসের কোচ হিসেবে সবশেষ গতকাল ডাগআউটে ছিলেন কাইজিনহা। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোসকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই টুর্নামেন্টে ২০ দলের মধ্যে সান্তোস রয়েছে ১৮ নম্বরে। ক্লাবটি তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ড্র করেছে এক ম্যাচ।
Aminur / Aminur

সংবাদ সম্মেলন করতে মিরপুরে তামিম ইকবাল, কী বলবেন?

আকস্মিক স্থগিত সাফ, জানে না বাফুফে

‘৮’ স্পর্শ করেছেন রিশাদ, ‘১৯’ হবে তো?

টেস্টের ব্যাটিংয়ে ‘হ য ব র ল’ বাংলাদেশ

টেস্টের ব্যাটিংয়ে ‘হ য ব র ল’ বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারাল বাংলাদেশ

বেশি খারাপ লাগছে না, অন্য সব হারের মতোই : শান্ত

বাংলাদেশ অলআউট ২৫৫ রানে, জিততে হলে জিম্বাবুয়ের দরকার ১৭৪

মুজারাবানি-এনগারাভার স্পেলে মহাবিপদে বাংলাদেশ

ক্রীড়া সংস্থার বিতর্কীত এডহক কমিটির নেপথ্য নায়ক মোয়াজ্জমকে অব্যাহতি

সিলেটে থামল বৃষ্টি, জানা গেল খেলা শুরুর সময়

ম্যাচ শেষ হতেই হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা
