নেইমারের ফেরার দুই মাস পরই কোচ বরখাস্ত, কাঁদছেন নেইমারও
১২ বছর পর শৈশবের ক্লাব সান্তোসে নেইমার ফিরেছেন এ বছরের শুরুতে। জানুয়ারির শেষ সপ্তাহে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে রাজকীয় বরণ করা হয়। আর নেইমারের শৈশবের ক্লাবে ফেরার দুই মাস পরই বরখাস্ত হয়েছেন তাঁদের প্রধান কোচ পেদ্রো কাইজিনহা।
কাইজিনহাকে বরখাস্ত করার কথা নিশ্চিত করেছে সান্তোস। এক বিবৃতিতে সান্তোস ফুটবল ক্লাব নিজেদের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গত রাতে লিখেছে, ‘সান্তোস ফুটবল জানাচ্ছে যে কোচ পেদ্রো কাইজিনহা আর দায়িত্বে থাকছেন না। একই সঙ্গে দুই সহকারী কোচ পেদ্রো মালতা ও হোসে প্রাতাস, ট্রেনার গুইলার্মে গোমেজ, গোলরক্ষক কোচ হোসে বেলমান—তাঁরাও ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন। এ বছরের জানুয়ারির শেষে আল হিলাল ছেড়ে নেইমার আসেন সান্তোসে। কাইজিনহার সঙ্গে মাত্র দুই মাস কাজ করতে পারলেও তাঁর হঠাৎ চাকরি চলে যাওয়ায় নেইমার আবেগপ্রবল হয়ে পড়েছেন। কাইজিনহাকে জড়িয়ে ধরার একটি ছবি নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম স্টোরিতে নেইমার পোস্ট করেছেন। ৩৩ বছর বয়সী ব্রাজিলের ফরোয়ার্ড পোস্ট করেছেন, ‘জনাব আপনার সঙ্গে কাজ করাটা দারুণ ছিল। আপনার জীবনের সর্বোচ্চ সফলতা কামনা করি। সবকিছুর জন্য ধন্যবাদ।’
কাইজিনহা বরখাস্ত হওয়ায় সান্তোসের প্রধান কোচের পদ শূন্য হয়ে পড়েছে। ব্রাজিলের ক্লাবটি এক সহকারী কোচকে অন্তর্বর্তীকালীন হিসেবে দায়িত্ব দিয়েছে।
সান্তোস লিখেছে, ‘সহকারী কোচ সিজার সাম্পাইও অন্তর্বর্তীকালীন ভিত্তিতে দায়িত্ব নেবেন। বোর্ড পরিচালকেরা তাঁকে ধন্যবাদ জানাচ্ছেন। তাঁর কোচিং ক্যারিয়ার যেন দীর্ঘায়িত করতে পারেন, সেই শুভকামনা রইল। কাইজিনহার কোচিং করানোর অভিজ্ঞতা দীর্ঘদিনের। ১৯৯৯ থেকে ২০০৩ পর্যন্ত দেসপোর্তিভো বেজা যুব দলের কোচিং করিয়েছেন। বিভিন্ন ক্লাবের সহকারী কোচও ছিলেন। এখন পর্যন্ত বিভিন্ন ক্লাবের প্রধান কোচ হিসেবে ৫৬৬ ম্যাচে ডাগআউটে বসেছেন। সান্তোসের আগে ব্রাজিলের আরেক ক্লাব রেড বুল ব্রাগান্তিতোতে ২০২৩-২৪ সালে প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ডিসেম্বরে সান্তোস আনুষ্ঠানিকভাবে কাইজিনহাকে প্রধান কোচ ঘোষণা করে। চার মাসে তাঁর অধীনে সান্তোস ১৭ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ। ৭ ম্যাচ হেরেছে ও ৪ ম্যাচ ড্র করেছে। সান্তোসের কোচ হিসেবে সবশেষ গতকাল ডাগআউটে ছিলেন কাইজিনহা। মারাকানা স্টেডিয়ামে ব্রাজিলিয়ান সিরি আ-এর ম্যাচে সান্তোসকে ১-০ গোলে হারিয়েছে ফ্লুমিনেন্স। এই টুর্নামেন্টে ২০ দলের মধ্যে সান্তোস রয়েছে ১৮ নম্বরে। ক্লাবটি তিন ম্যাচ খেলে দুটিতেই হেরেছে। ড্র করেছে এক ম্যাচ।
Aminur / Aminur
সালাহর লিভারপুল ছাড়ার গুঞ্জনে যা বললেন স্লট
চার হারে আট ধাপ পেছাল ঋতুপর্ণারা
এক সিরিজে দুই সেঞ্চুরি করেও বেতন কমছে কোহলির
রিয়ালের পরাজয়ে ঝুঁকিতে আলোনসোর চাকরি, যা বলছেন কোচ-ফুটবলাররা
বার্নাব্যুতে রিয়ালকে হারাল ম্যানসিটি
জামাল ভূঁইয়ার কাছ থেকে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
একের পর এক ক্যাচ মিস, হেরেই গেলো বাংলাদেশ
পিছিয়ে পড়া বার্সেলোনাকে জোড়া গোলে জেতালেন কুন্দে
বিশ্বকাপের আগে ব্রাজিলের নরওয়ে পরীক্ষা!
সান্তোসকে বাঁচিয়ে হাঁটুর অস্ত্রোপচারের অপেক্ষায় নেইমার
পর্তুগালকে হারিয়ে প্রথম বিশ্বকাপ ব্রাজিলের
বিশ্বকাপে বাংলাদেশের রৌপ্য-ব্রোঞ্জ