ঢাকা বৃহষ্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

শেষ ২ ম্যাচে খেলেননি ইমরুল, আবাহনীর বিপক্ষে খেলবেন তো?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬-৪-২০২৫ দুপুর ১২:১৩

গেল রোববার একাদশ রাউন্ডের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) গ্রুপপর্বের খেলা। আর এই ১১ ম্যাচ শেষে ১২ দলের মধ্যে ৬ দলের সুপার লিগ নিশ্চিত হয়েছে। তালিকার শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড। গ্রুপ পর্বে ১১ ম্যাচ খেলে ৯ জয়ে ১৮ পয়েন্ট দলটির। সমান সংখ্যক ম্যাচ এবং পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

তালিকার পাঁচে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, তারা জিতেছে ৭ ম্যাচে। সুপার লিগের প্রথম রাউন্ডে আগামীকাল বৃৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানের প্রতিপক্ষ রূপগঞ্জ। একইদিন বিকেএসপির ৩ নম্বর মাঠে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী খেলবে অগ্রণী ব্যাংকের বিপক্ষে। বিকেএসপির আরেক ভেন্যুতে গাজী ক্রিকেটার্সের প্রতিপক্ষ গুলশান। 

সুপার লিগ শুরুর আগে আলোচনায় ইমরুল কায়েসের নাম। এর পেছনে কারণও আছে। অগ্রণী ব্যাংকের অধিনায়ক সবশেষ দুই ম্যাচে খেলেননি দলের হয়ে। খোঁজ নিয়ে জানা গেছে সবশেষ গ্রুপ পর্বের ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে ইমরুল ছিলেন বিশ্রামে। এর আগের ম্যাচ খেলেননি ইনজুরির কারণে। 

তবে ইনজুরি কাটিয়ে ফিরেছেন ইমরুল। বর্তমানে পুরোপুরি ফিট রয়েছেন বলে জানা গেছে। চলমান ডিপিএলে ব্যাট হাতে দারুণ সময় কাটাচ্ছেন তিনি। অগ্রণী ব্যাংকের হয়ে ৯ ম্যাচে খেলে করেছেন ৪৪৪ রান।

এমএসএম / এমএসএম

এশিয়া কাপের আগে এক টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন গিল

জোড়া গোলে মায়ামিকে ফাইনালে তুললেন মেসি

র‌্যাকেট ভাঙা ও বাজে আচরণে বড় অঙ্কের জরিমানা মেদভেদেভের

এ বছরই ফিরতে পারে স্থগিত হওয়া ভারতীয় লিগ

এশিয়া কাপের আগে দুঃসংবাদ পেলেন লিটন-মিরাজরা

১ বলে ২২ রান, সাকিবদের লিগে অবিশ্বাস্য ঘটনা!

অক্টোবরে এশিয়ার দুই পরাশক্তির বিপক্ষে খেলবে ব্রাজিল

নিজের উন্নতিতে মেসির অবদান জানালেন ডেম্বেলে

১৫০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ সিরিজের ডাচ দলে পরিবর্তন, ডাক পেলেন ১৭ বছরের ব্যাটার

নেইমারকে ছাড়াই সেপ্টেম্বরের দুই ম্যাচের জন্য ব্রাজিল দল ঘোষণা

পেনাল্টি মিস করে রেফারিকে ক্ষমা চাইতে বললেন ফার্নান্দেস

বেঙ্গালুরুতে নতুন ভূমিকায় দেখা যাবে ডি ভিলিয়ার্সকে?