৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট, বিপাকে বাংলাদেশ

শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় রান ১৩০ পর্যন্ত চলে গিয়েছিল মাত্র ১ উইকেট হারিয়ে। নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার গতি প্রশংসা কুড়িয়েছিল নতুন করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় এসে ফের দেখা গেল ব্যাটিং বিপর্যয়ের।
১৩৪ রানে ১ থেকে ১৭৭ রানে ৭ উইকেট। পাকিস্তানের লাহোরে ব্যাট হাতে বেশ সংগ্রামই করতে হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের। তাতে বিশ্বকাপে নিশ্চিত করার ম্যাচে কিছুটা হলেও ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪১ ওভার শেষে ১৭৭ রান।
অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল ২০০ ছাড়িয়ে অনেকটা দূর যেতে পারবে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক এবং শারমিন আক্তারের ১১৮ রানের জুটি বাংলাদেশকে রেখেছিল বড় স্কোরের কক্ষপথে। কিন্তু আলিয়াহ আলাইনের একটা ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা এবং শারমিন। ফারজানার ব্যাট থেকে আসে ৪২ রান। ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন।
এরপরেই তাসের ঘরের মতো গুঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের মিডলঅর্ডার। দুই ভরসাযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি আর রিতু মণি ফিরে গিয়েছেন ক্রিজে থিতু হওয়ার আগেই। জ্যোতি করেছেন ৫ আর ১৫ রান রিতুর। স্বর্ণা আর ফাহিমাও পারেননি বিপর্যয় ঠেকাতে। ফারজানা এবং শারমিনের পর অতিরিক্ত থেকে এসেছে সর্বোচ্চ ২০ রান।
এমএসএম / এমএসএম

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন

প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো আল আহলি

২ রানে হেরে যাকে দায় দিলেন ধোনি

সাকিবকে আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর হাফিজ

র্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের কাছেও জায়গা হারাল বাংলাদেশ

মিরাজ-সাকিবের জুটিতে ৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

শেষ বিকেলে ব্যাটিং ধস, ৬৪ রানের লিড বাংলাদেশের

বৈভবের এত রেকর্ডের কতটা জানেন আপনি?

শেষ বিকেলে তাইজুলের ভেলকি

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫

লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

৫ বলে ১২ রান করেই দুই রেকর্ডবুকে রোহিতের নাম
