৪৩ রানের ব্যবধানে নেই ৬ উইকেট, বিপাকে বাংলাদেশ
শুরুটা ছিল দুর্দান্ত। দলীয় রান ১৩০ পর্যন্ত চলে গিয়েছিল মাত্র ১ উইকেট হারিয়ে। নারী বিশ্বকাপের বাছাইপর্বে বাংলাদেশের মেয়েদের রান তোলার গতি প্রশংসা কুড়িয়েছিল নতুন করে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচটায় এসে ফের দেখা গেল ব্যাটিং বিপর্যয়ের।
১৩৪ রানে ১ থেকে ১৭৭ রানে ৭ উইকেট। পাকিস্তানের লাহোরে ব্যাট হাতে বেশ সংগ্রামই করতে হচ্ছে বাংলাদেশের মিডল অর্ডার এবং লোয়ার মিডল অর্ডারের ব্যাটারদের। তাতে বিশ্বকাপে নিশ্চিত করার ম্যাচে কিছুটা হলেও ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৪১ ওভার শেষে ১৭৭ রান।
অথচ একটা পর্যায়ে মনে হচ্ছিল ২০০ ছাড়িয়ে অনেকটা দূর যেতে পারবে বাংলাদেশের মেয়েরা। বিশেষ করে দ্বিতীয় উইকেট জুটিতে ফারজানা হক এবং শারমিন আক্তারের ১১৮ রানের জুটি বাংলাদেশকে রেখেছিল বড় স্কোরের কক্ষপথে। কিন্তু আলিয়াহ আলাইনের একটা ওভারেই ঘুরে যায় ম্যাচের মোড়। তিন বলের ব্যবধানে সাজঘরে ফেরেন ফারজানা এবং শারমিন। ফারজানার ব্যাট থেকে আসে ৪২ রান। ৬৭ রানের ইনিংস খেলেন শারমিন।
এরপরেই তাসের ঘরের মতো গুঁড়িয়ে গিয়েছে বাংলাদেশের মিডলঅর্ডার। দুই ভরসাযোগ্য ব্যাটার নিগার সুলতানা জ্যোতি আর রিতু মণি ফিরে গিয়েছেন ক্রিজে থিতু হওয়ার আগেই। জ্যোতি করেছেন ৫ আর ১৫ রান রিতুর। স্বর্ণা আর ফাহিমাও পারেননি বিপর্যয় ঠেকাতে। ফারজানা এবং শারমিনের পর অতিরিক্ত থেকে এসেছে সর্বোচ্চ ২০ রান।
এমএসএম / এমএসএম
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের
১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ