ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

সানি দেওলসহ ‘জাট’ সিনেমার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৪-২০২৫ দুপুর ১:৮

প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে বলিউড ছবি ‘জাট’। সানি দেওল ও রণদীপ হুদা অভিনীত এই ছবির বিরুদ্ধে খ্রিস্টান ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগার অভিযোগ উঠেছে। আর এতে নড়েচড়ে বসেছে খ্রিস্টান সম্প্রদায়ের একাংশ।

এবার সেই বিতর্ক আইনি দিকে মোড় নিল। বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের পুলিশ এই ছবি সংশ্লিষ্ট বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, অভিনেতা সানি দেওল, রণদীপ হুদা, বিনীত কুমার, পরিচালক গোপীচাঁদ এবং প্রযোজক নবীন মালিনেনির বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ২৯৯ ধারায় এফআইআর রুজু করা হয়েছে। ওই ধারায় উল্লেখ রয়েছে—ইচ্ছাকৃতভাবে ও বিদ্বেষপ্রসূত কার্যকলাপে কোনো শ্রেণির ধর্মীয় অনুভূতিতে আঘাত করা কিংবা ধর্মীয় বিশ্বাসকে অবমাননা করা দণ্ডনীয় অপরাধ।

অভিযোগ খতিয়ে দেখতে পুলিশ প্রাথমিকভাবে দুই দিনের সময় চেয়ে নেয়। সেই পর্যালোচনার পরেই সদর থানায় এফআইআর দায়ের করা হলো। 

খ্রিস্টান সম্প্রদায়ের দাবি, ‘জাট’ ছবির একটি দৃশ্যে যিশু খ্রিস্ট ও খ্রিস্টান ধর্মীয় প্রথাকে অপমান করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, এক দৃশ্যে রণদীপ হুদাকে যীশুর মতো গির্জার অভ্যন্তরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং সেই মুহূর্তেই ঘটে গুলি চালানোর ঘটনা। এছাড়াও ‘আমেন’ উচ্চারণ নিয়েও অসম্মানজনক ব্যঙ্গ করা হয়েছে বলে অভিযোগ।

এমএসএম / এমএসএম

দুঃখপ্রকাশ করলেন পাক অভিনেতা ফাওয়াদ খান

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর মৌলিক কথা, সুর ও গায়কীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'কী মধুর মা, মা ডাকখানি'

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা!

‘পিকু’ আমার অন্তরের খুব কাছাকাছি থাকবে: দীপিকা

‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

ট্রেনে অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব, জানালেন বীভৎস অভিজ্ঞতা

অনিক বিশ্বাসের ‘শিরোনাম’

মায়ের বেশি প্রশংসা পায়নি নৈঋতা, কিন্তু কাঁদছে দর্শক!

বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা!

বলিউডে আলোচিত কে এই রেজিনা ক্যাসান্দ্রা

সানি দেওলসহ ‘জাট’ সিনেমার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ‘ভেজাল খাবার’ নিয়ে তোলপাড়!