এক পরিবর্তন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ

২০২১ সালের পর আবারও লাল বলের ক্রিকেটে মুখোমুখি বাংলাদেশ ও জিম্বাবুয়ে। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই ম্যাচে টাইগারদের একাদশে ফিরেছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা বাংলাদেশের সর্বশেষ টেস্টের একাদশ থেকে জাকির হাসান বাদ পড়লেন।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। স্বভাবতই এখানকার পিচ পেসবান্ধব হবে বলে ধারণা করা হচ্ছে। বাংলাদেশও একাদশ সাজিয়েছে ৩ পেসার নিয়ে। তরুণ গতিতারকা নাহিদ রানার সঙ্গে আছেন অভিজ্ঞ হাসান মাহমুদ ও সৈয়দ খালেদ আহমেদ।
একাদশ দেখেই সম্প্রতি আলোচিত একটি প্রশ্নের উত্তর মিলেছে। জিম্বাবুয়ের বিপক্ষে স্বাগতিকদের স্কোয়াডে চার উইকেটরক্ষক থাকলেও, কিপিং কে করবেন তা নিয়ে সংশয় ছিল। এখন জাকের আলি অনিকের হাতেই যে গ্লাভস উঠছে তা মোটামুটি বলাই যায়। একাদশে থাকা অভিজ্ঞ মুশফিকুর রহিম দীর্ঘ সময় ধরেই টেস্টে কিপিং করেন না। এ ছাড়া একাদশের বাইরে থাকা জাকির হাসানকে গ্লাভস হাতে দেখা যায় না ওপেনিংয়ের কারণে। সে হিসেবে মাহিদুল ইসলাম অঙ্কন কিংবা জাকেরের মধ্যে একজন কিপিং করবেন বলা হচ্ছিল। ম্যাচটির মূল দলে নেই অঙ্কন।
বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, জাকের আলি অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ।
জিম্বাবুয়ে একাদশ : ক্রেইগ আরবাইন, ওয়েসলি মাধভেয়ার, ওয়েলিংটন মাসাকাদজা, শন উইলিয়ামস (অধিনায়ক), ব্রায়ান বেনেট, বেন কারান, নিকোলাস রয় ওয়েলশ, নিয়াশা মায়াবো, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাবা ও ভিক্টর নিয়াউচি।
Aminur / Aminur

‘৮’ স্পর্শ করেছেন রিশাদ, ‘১৯’ হবে তো?

টেস্টের ব্যাটিংয়ে ‘হ য ব র ল’ বাংলাদেশ

টেস্টের ব্যাটিংয়ে ‘হ য ব র ল’ বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৫-০ গোলে হারাল বাংলাদেশ

বেশি খারাপ লাগছে না, অন্য সব হারের মতোই : শান্ত

বাংলাদেশ অলআউট ২৫৫ রানে, জিততে হলে জিম্বাবুয়ের দরকার ১৭৪

মুজারাবানি-এনগারাভার স্পেলে মহাবিপদে বাংলাদেশ

ক্রীড়া সংস্থার বিতর্কীত এডহক কমিটির নেপথ্য নায়ক মোয়াজ্জমকে অব্যাহতি

সিলেটে থামল বৃষ্টি, জানা গেল খেলা শুরুর সময়

ম্যাচ শেষ হতেই হামজার ওপর চড়াও বার্নলি সমর্থকরা

বিমানবন্দর নেমেই ময়মনসিংহের পথে হ্যাভিয়ের

নেপালে সোনার খোঁজে বাংলাদেশ টেবিল টেনিস দল
