জয়ে ফেরার দিন হলুদ কার্ড হামজার
টানা তিন ম্যাচ হারের ধাক্কায় ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার দৌড়ে বেশ পিছিয়ে গিয়েছিল শেফিল্ড ইউনাইটেড। তবে সেই হতাশা ঝেড়ে ফেলে আবারও ঘুরে দাঁড়িয়েছে দলটি। শনিবার নিজেদের মাঠে কার্ডিফ সিটিকে ২-০ গোলে হারিয়ে আবারও প্রিমিয়ার লিগে ওঠার লড়াইয়ে প্রাণ ফেরাল বাংলাদেশি বংশোদ্ভ‚ত মিডফিল্ডার হামজা চৌধুরীর শেফিল্ড।
ম্যাচের শুরু থেকেই দাপটের সঙ্গে খেলতে থাকে স্বাগতিক শেফিল্ড ইউনাইটেড। একের পর এক আক্রমণে প্রতিপক্ষের রক্ষণ ভেঙে ফেলার চেষ্টা চললেও প্রথম গোলের দেখা পেতে অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। দুর্দান্ত এক শটে গোল করেন গুস্তাভো হ্যামার। প্রথমার্ধে এই ১-০ গোলের লিড নিয়ে ড্রেসিংরুমে ফেরে হামজারা। দ্বিতীয়ার্ধেও খেলায় আধিপত্য বজায় রাখে শেফিল্ড। মাঝমাঠে বল দখল ও খেলার ছন্দ ধরে রাখায় বড় ভ‚মিকা রাখেন হামজা। তবে ৬৯ মিনিটে একটি ফাউলের জন্য দেখতে হয় হলুদ কার্ড। শেষ বাঁশি বাজানোর আগে ৮৭ মিনিটে দলের পক্ষে ব্যবধান দ্বিগুণ করেন ব্রেরেটন দিয়াজ। পুরো ৯০ মিনিট মাঠে থেকে জয় নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন হামজা।
এই জয়ের সুবাদে ৪৩ ম্যাচে ৮৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে শেফিল্ড ইউনাইটেড। সমান ম্যাচে গোল ব্যবধানে এগিয়ে ৯১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিডস ইউনাইটেড, দ্বিতীয় স্থানে আছে বার্নলি।
চ্যাম্পিয়নশিপ থেকে শীর্ষ দুই দল সরাসরি উঠে যাবে ইংলিশ প্রিমিয়ার লিগে। আর তৃতীয় থেকে ষষ্ঠ স্থানে থাকা দলগুলো প্লে-অফে লড়বে শেষ একটি প্রমোশন স্পটের জন্য। শেফিল্ড ইউনাইটেডের সামনে এখন বাকি তিনটি ম্যাচ-যেখানে প্রতিটি ম্যাচই তাদের জন্য যেন ‘অলিখিত ফাইনাল’। সরাসরি প্রমোশনের স্বপ্ন টিকিয়ে রাখতে জয়ের বিকল্প নেই হামজাদের।
Aminur / Aminur
সাত বছর পেছনে ফেরাল রোনালদোর বাইসাইকেল কিক গোল
মুশফিকের শততম টেস্টে বড় জয়ে আইরিশদের হোয়াইটওয়াশ
পাকিস্তান নাকি বাংলাদেশ, কে হবে আজ চ্যাম্পিয়ন
বড় জয়ে ক্যাম্প ন্যুতে প্রত্যাবর্তন বার্সার, হটাল রিয়ালকে
বাংলাদেশিদের উদারতায় মুগ্ধ লিভারপুলের সাবেক তারকা
হেডের বিশ্বরেকর্ডে দুই দিনেই জিতল অস্ট্রেলিয়া
জয়ের সুবাস নিয়ে দিন শেষ বাংলাদেশের
১৩২ রানে গুটিয়ে গেল অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের লিড ৪০
নাটকীয় সুপার ওভারে ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ
ব্যাটে-বলে দাপট বাংলাদেশের, ফলো অনের শঙ্কায় আইরিশরা
মুশফিক-লিটনের সেঞ্চুরি ও রেকর্ড জুটিতে বাংলাদেশের ৪৭৬
১৪ মাস পর লিটনের সেঞ্চুরি, চারশ’র পথে বাংলাদেশ