ঢাকা মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

বিমানবন্দর নেমেই ময়মনসিংহের পথে হ্যাভিয়ের


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২-৪-২০২৫ দুপুর ১১:৪৬

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ছুটি কাটিয়ে আজ বাংলাদেশে ফিরেছেন। ঢাকা বিমানবন্দরে নেমেই হোটেলে না গিয়ে ফেডারেশন কাপ ফাইনাল দেখতে ময়মনসিংহের পথে রওনা হয়েছেন স্প্যানিশ এই কোচ। ঢাকা আবাহনী ও বসুন্ধরা কিংসের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকেল পৌনে তিনটায়। 
২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ খেলে পরের দিন দেশে ফেরে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৭ মার্চ ছুটি কাটাতে নিজ দেশ স্পেনে যান। তিন সপ্তাহের বেশি ছুটি কাটিয়ে আজ তিনি আবারও কাজে যোগদান করলেন। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ৮ এপ্রিল থেকে শুরু হয়েছে। বসুন্ধরা-আবাহনী, মোহামেডান-বসুন্ধরার মতো গুরুত্বপূর্ণ ম্যাচ তিনি স্টেডিয়ামে বসে দেখতে পারনেনি ছুটির জন্য। 
আজ সকালে ঢাকায় ফিরে তার হোটেলে যাওয়ার সূচি ছিল। বিমানবন্দর থেকে হোটেলে গিয়ে ময়মনসিংহের উদ্দেশে রওনা হলে খেলা শুরুর আগে স্টেডিয়ামে উপস্থিত হওয়া কঠিন ছিল। রাস্তায় জ্যাম বিবেচনায় হ্যাভিয়ের ক্যাবরেরা হোটেলে না গিয়ে সরাসরি ময়মনসিংহ যাওয়ার সিদ্ধান্ত নেন। তার সঙ্গে রয়েছেন সহকারী কোচ হাসান আল মামুন।  
১০ জুন বাংলাদেশের এশিয়ান কাপ বাছাইয়ের পরবর্তী ম্যাচ। ঢাকায় সেই ম্যাচের প্রস্তুতির জন্য বাফুফের জাতীয় দল কমিটি আগামীকাল বিকেলে সভায় বসছে। আলোচ্যসূচি না থাকলেও স্বাভাবিকভাবেই বাংলাদেশ-ভারত ম্যাচের পর্যালোচনা ও কোচের নানা কর্মকান্ড নিয়ে কমিটির সদস্যরা তাদের পর্যবেক্ষণ পেশ করবেন। বিশেষ করে কোচের দল নির্বাচন মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় সিলেকশন কমিটির দাবিও উঠবে জোরালোভাবে। 

 

Aminur / Aminur

টি-টোয়েন্টিতে ছন্দে ফিরেছেন সাইফুদ্দিন

চ্যাম্পিয়ন চেলসির পকেট ভারী, ক্লাব বিশ্বকাপে কে কত প্রাইজমানি পেল?

লিটনকে নিয়ে বুলবুল, ‘ফর্ম ইজ টেম্পোরারি, ক্লাস ইজ পার্মানেন্ট’

পিএসজি-চেলসি ফাইনাল : শ্রেষ্ঠত্বের মুকুট উঠবে কার মাথায়

দুর্দান্ত মেসির উড়ন্ত ফর্ম, টানা পঞ্চম ম্যাচে জোড়া গোল

ইতিহাস গড়ে উইম্বলডনের নতুন রানি সিওটেক

সাকিবকে জাতীয় দলে ফেরানোর কথা ভাবছে বিসিবি

পরিশ্রম করে রোজগার করি, জরিমানা দিতে চাই না: বুমরাহ

ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগের সব কার্যক্রম স্থগিত, অনিশ্চিত টুর্নামেন্ট

রানতাড়ায় অবিশ্বাস্য রেকর্ড, ১৪.২ ওভারেই পেরোল ২৪৪

মালয়েশিয়ায় লা লিগা যুব ফুটবল টুর্নামেন্টে অংশ নিচ্ছে জাফরানী স্পোর্টিং ক্লাব অনূর্ধ্ব-১৬ দল

রোমাঞ্চকর লড়াইয়ে জিতল রংপুর রাইডার্স

নির্বাচনের কারণে পেছাতে পারে বিপিএল, নতুন আরেকটি ভেন্যু যুক্ত হচ্ছে