বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর মৌলিক কথা, সুর ও গায়কীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'কী মধুর মা, মা ডাকখানি'

লেখক, গবেষক, সম্পাদক, গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী তথা বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর মৌলিক কথা, সুর ও গায়কীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'কী মধুর মা, মা ডাকখানি'। ২৪ এপ্রিল ২০২৫, বৃহস্পতিবার বিকেল ৩টায় সফেন মাল্টিমিডিয়া (SOFEN Multimedia) ইউটিউব চ্যানেলে প্রকাশিত হবে গানটি। সংগীত ও ভিডিও পরিচালনায় ছিলেন শাইলু শাহ, মিউজিক কম্পোজার এইচ আর লিটন, ভিডিও সম্পাদনা ও কালার কম্বিনেশন তাজবীর আজাদ, চিত্রগ্রাহক আশিক মাসুদ এবং গানটি প্রযোজনা করেছে সফেন ইনোভেশন লি.।
এ গানের শিল্পী চ্যানেলটি (SOFEN Multimedia) সাবস্ক্রাইবের পাশাপাশি লাইক, কমেন্ট ও শেয়ার করে এই নান্দনিক-শিল্পিত প্রয়াসকে আরো সুগম, সাবলীল করতে সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। এছাড়া এই গানটি রচনা ও পরিবেশনার মাধ্যমে কন্ঠশিল্পী ড. খান আসাদুজ্জামান তাঁর অতি শৈশবে হারিয়ে যাওয়া মায়ের প্রতি গভীর শ্রদ্ধা, মমত্ববোধ, কৃতজ্ঞতা এবং ভালোবাসা প্রকাশের পাশাপাশি পৃথিবীর সকল মায়ের প্রতি গভীর প্রণতি, সম্মান ও শ্রদ্ধা জানানোর একটি শিল্পিত প্রয়াস চালিয়েছেন, এমনটি জানিয়েছেন শিল্পী ড. খান আসাদুজ্জামান।
উল্লেখ্য যে, দেশের শীর্ষ তালিকাভুক্ত জাতীয় পত্রিকা দৈনিক বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক বহুমাত্রিক শিল্প প্রতিভার অধিকারী ড. খান আসাদুজ্জামান শুধু একজন কন্ঠশিল্পীই নন, তিনি একজন সংগীত গবেষক। তিনি ২০১৫ খ্রিস্টাব্দের ২৯শে মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তাঁর পিএইচডি গবেষণার বিষয় ছিলো, 'The poetic values of the songs of Gouriprasanna Majumdar and Pulak Bandopadhyay'। এছাড়াও তিনি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের একজন নিয়মিত কন্ঠশিল্পী।
প্রমিত উচ্চারণ, বিষয়, বাণী ও সুরের মৌলিকতায় ড. খান আসাদুজ্জামান-এর সুললিত ও দরাজ কন্ঠে গাওয়া গানটি শ্রোতাদের মনে দারুণ সাড়া ফেলবে এবং ভালোলাগা ও ভালোবাসায় দর্শক-শ্রোতাদের মনে দীর্ঘদিন অনুরণিত হবে বলে আমরা বিশ্বাস করি।
এমএসএম / এমএসএম

দুঃখপ্রকাশ করলেন পাক অভিনেতা ফাওয়াদ খান

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর মৌলিক কথা, সুর ও গায়কীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'কী মধুর মা, মা ডাকখানি'

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা!

‘পিকু’ আমার অন্তরের খুব কাছাকাছি থাকবে: দীপিকা

‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

ট্রেনে অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব, জানালেন বীভৎস অভিজ্ঞতা

অনিক বিশ্বাসের ‘শিরোনাম’

মায়ের বেশি প্রশংসা পায়নি নৈঋতা, কিন্তু কাঁদছে দর্শক!

বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা!

বলিউডে আলোচিত কে এই রেজিনা ক্যাসান্দ্রা

সানি দেওলসহ ‘জাট’ সিনেমার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
