ঢাকা শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫

শিক্ষা উপদেষ্টা

বেশি খারাপ লাগছে না, অন্য সব হারের মতোই : শান্ত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩-৪-২০২৫ রাত ৯:৯

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। অথচ আফ্রিকার দেশটি টেস্ট ম্যাচে জয়হীন ছিল গত ৪ বছর। বাংলাদেশের হিসাবটা সামনে আনলে সেই সময়টা ৭ বছরের। সে কারণে হয়তো জিম্বাবুয়ের বিপক্ষে এমন হারের কথা হয়তো কল্পনাও করেনি নাজমুল হোসেন শান্ত’র দল। টাইগারদের সামর্থ্য চোখে আঙুল দিয়ে দেখিয়ে সফরকারীরা সেটি বাস্তব করে দেখিয়েছে।
আজ (বুধবার) শেষ বিকেলে সিলেট টেস্টে হার দিয়ে সিরিজ শুরুর পর বাংলাদেশ অধিনায়ক শান্ত বলেন, ‘অবশ্যই হতাশাজনক। পুরো ম্যাচটা যদি আমি বিশ্লেষণ করি, তাহলে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হেরেছি। (জিম্বাবুয়ের কাছে হারায়) অতিরিক্ত বিপর্যস্ত বলব না। কারণ, এটাও একটা আন্তর্জাতিক ম্যাচ ছিল। আবার বিপর্যস্ত এই কারণে যে, আমরা ভালো খেলতে পারিনি।’
জিম্বাবুয়ের বিপক্ষে হারে বেশি কষ্ট কি না এমন প্রশ্নে শান্ত’র জবাব, ‘(কষ্ট) বেশি বলব না। যে কোনো ম্যাচ হারলেই খারাপ লাগে। আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা খেলতে পারিনি, এটা আমি বিশ্বাস করি। আমার মনে হয়, এর চেয়ে ভালো ক্রিকেট খেলার মতো দল আমরা। এজন্যই হতাশ। অনেক বেশি খারাপ লাগছে এই ম্যাচ হেরে, জিনিসটা এরকম না। ম্যাচ হারলে সাধারণত যেরকম খারাপ লাগে, সেরকমই লাগছে।’
বাংলাদেশ-জিম্বাবুয়ের চলমান সিরিজ সরাসরি দেখাচ্ছে কেবল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। এই বিষয়েও প্রশ্ন করা হলে শান্ত বলেন, ‘আমাদের কাজ হলো ধারাবাহিকভাবে পারফর্ম করা, দলকে জেতানো। আমাদের খেলা কে দেখাবে বা দেখাবে না, সেটা নিয়ে বেশি একটা চিন্তা করি না। আমাদের কাজ নিয়মিত ভালো খেলা, যেটা আমরা পারছি না।’

 

Aminur / Aminur

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও