যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

বাংলাদেশের স্বাধীনতার ৫৫ বছর উপলক্ষ্যে বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস অ্যাঞ্জেলস (বাফলা) আয়োজন করছে বর্ণাঢ্য এক উৎসব। ‘বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল’ শিরোনামের উৎসবটিতে চমক হিসেবে উপস্থিত হবেন চিত্রনায়িকা মৌসুমী।
লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হতে যাওয়া আয়োজনটিতে মৌসুমী বেশ কিছু গানের সঙ্গে পারফর্ম করবেন। একইমঞ্চে আরও পারফর্ম করবেন লোকগানের জনপ্রিয় গায়ক সেলিম চৌধুরী ও গায়িকা দিনাত জাহান মুন্নী।
বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন ও মডেল অভিনেত্রী নোভা এই অনুষ্ঠানের উপস্থাপনা করবেন।
২০০৬ সাল থেকে নিয়মিতভাবে বাংলাদেশের স্বাধীনতা উদযাপনের জন্য এই আয়োজনটি করে আসছে বাফলা। ২৯টি সংগঠন নিয়ে গঠিত ফেডারেশন বাফলা। বাংলাদেশিদের স্বার্থে তারা নানা কার্যক্রম চালিয়ে থাকে।
তারই ধারাবাহিকতায় আগামী ২৬ ও ২৭ এপ্রিল লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত হবে বাংলাদেশ ডে প্যারেড অ্যান্ড ফ্যাস্টিভ্যাল। এই দুইদিন আমেরিকার মাটিতে এক টুকরো বাংলাদেশকে খুঁজে পাওয়া যাবে। আয়োজনে নির্ধারিত দিনে শত শত বাংলাদেশি বর্ণাঢ্য প্যারেডে তিন ঘণ্টাব্যাপী অংশগ্রহণ করবেন।
বাফলা’র সভাপতি রোশনী আলম ও তার ক্যাবিনেট নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছে এবারের আয়োজনকে আরো সফল করে তুলতে। তারা জানান, ২৬ এপ্রিল সাংস্কৃতিক পর্বের আয়োজন শুরু হবে। থাকবে দেশের গান, দেশের কবিতা আবৃত্তি ও নাচ। সেখানকার স্থানীয় শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। এছাড়াও দিনাত জাহান মুন্নীসহ আরও বেশ কয়েকজন সংগীত পরিবেশন করবেন।
আর ২৭ এপ্রিল মঞ্চে আসবেন প্রিয়দর্শিনী মৌসুমী। তিনি গান গেয়ে অনুষ্ঠান মাতাবেন। সেইসঙ্গে একটি নৃত্য পরিবেশনেও দেখা যাবে তাকে। মৌসুমী বলেন, ‘বাফলা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা সুন্দর ও বর্ণাঢ্য এই আয়োজনে আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’
Aminur / Aminur

সালমান মেয়েদের ভীষণ চোখে চোখে রাখতেন : সেলিনা

কালো-সোনালি সাজে রাজকীয় আবেদনে জয়া

শাকিব খানের নায়িকার সঙ্গে কী করছেন যিশু

২৫০ কোটির সেই বাংলোর ভিডিও ছড়াতেই রেগে আগুন আলিয়া

নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত

মিস স্টার ইউনিভার্সের মুকুট জয় করলেন অনন্যা আফরিন

আমি বিবাহিত, ফেসবুকে প্রমাণ করার কিছু নেই : অপু বিশ্বাস

শুভশ্রীর সঙ্গে পর্দায় নিজেকে দেখে দেবের চোখে পানি, ভিডিও ভাইরাল

ট্রায়াল রুমে গোপনে মেয়েদের ভিডিও ধারণ করা হতো : ইরফান সাজ্জাদ

বঙ্গ নিয়ে এলো নতুন গেম শো ‘গেম টাইম’

মাঝরাতে সুখবর দিলেন মিথিলা

এটাই শেষ দেখা, ফের রহস্যময় পোস্টে প্রিয়াঙ্কা
