দুঃখপ্রকাশ করলেন পাক অভিনেতা ফাওয়াদ খান
কাশ্মিরে হামলার ঘটনায় এবার পাক অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’ বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। চলতি মাসের ১ এপ্রিল ফাওয়াদ-বাণী অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।
এবার মুখ খুললেন ফাওয়াদ খান। ইনস্টাগ্রাম স্টোরিজে দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘পেহেলগামে হামলার খবরে আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার যারা শিকার, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।’
শুধু ফাওয়াদ নন। বাণী কাপুরও শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পেহেলগামে নিরীহ মানুষের উপর হামলা দেখার পর থেকে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি স্তব্ধ। বিধ্বস্ত। আমার প্রার্থনা তাদের পরিবারের সঙ্গে।’
‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- এর মতো ছবি দিয়ে ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরেও ফাওয়াদ খানকে বছরের পর বছর ধরে কোনও বলিউড ছবিতে দেখা যায়নি।
উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।
ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
এমএসএম / এমএসএম
জমকালো আয়োজনে অনুষ্ঠিত ‘সেলফ রিলায়েন্ট অ্যাওয়ার্ডস ২০২৪’
আইনি বিপাকে নেহা শর্মা
আবার ম্রুণালের প্রেমের গুঞ্জন
নতুন উদ্যমে ফিরছেন তিন নায়িকা
শর্তই কি দীপিকার কাল হলো?
আইনি বিপাকে নেহা শর্মা
ঘুম থেকে উঠে মুখ না ধুয়ে চলে এসেছি
কাজ ছাড়া কিছু বুঝি না : মাধুরী দীক্ষিত
লুকিয়ে বিয়ে করেছেন অভিনেত্রী সামান্থা!
তবে কি গোপনেই বিয়ে সারলেন অভিনেত্রী সামান্থা?
ছিনতাইয়ের শিকার রাজ রিপা, খোয়ালেন উপহারের আইফোন
সিনেমায় নেই, তবুও কোটি কোটি আয় এই নায়িকার!