ঢাকা বৃহষ্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

দুঃখপ্রকাশ করলেন পাক অভিনেতা ফাওয়াদ খান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৪-৪-২০২৫ দুপুর ২:৩৮

কাশ্মিরে হামলার ঘটনায় এবার পাক অভিনেতা ফাওয়াদ খান ও বাণী কাপুর অভিনীত ছবি ‘আবির গুলাল’ বয়কটের ঘোষণা দিয়েছে ভারতীয়রা। চলতি মাসের ১ এপ্রিল ফাওয়াদ-বাণী অভিনীত আসন্ন ছবি ‘আবির গুলাল’-এর টিজার মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে ছবিটি।

এবার মুখ খুললেন ফাওয়াদ খান। ইনস্টাগ্রাম স্টোরিজে দুঃখপ্রকাশ করে লিখেছেন, ‘পেহেলগামে হামলার খবরে আমি গভীরভাবে দুঃখিত। এই ভয়াবহ ঘটনার যারা শিকার, তাদের প্রতি গভীর সমবেদনা জানাই। এই কঠিন সময়ে আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করি।’

শুধু ফাওয়াদ নন। বাণী কাপুরও শোকপ্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘পেহেলগামে নিরীহ মানুষের উপর হামলা দেখার পর থেকে আমি ভাষা হারিয়ে ফেলেছি। আমি স্তব্ধ। বিধ্বস্ত। আমার প্রার্থনা তাদের পরিবারের সঙ্গে।’

‘কাপুর অ্যান্ড সন্স’ এবং ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’- এর মতো ছবি দিয়ে ভারতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করার পরেও ফাওয়াদ খানকে বছরের পর বছর ধরে কোনও বলিউড ছবিতে দেখা যায়নি। 

উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।

ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।

এমএসএম / এমএসএম

দুঃখপ্রকাশ করলেন পাক অভিনেতা ফাওয়াদ খান

যুক্তরাষ্ট্রে এক টুকরো বাংলাদেশ মাতাবেন মৌসুমী

বহুমুখী শিল্পস্রষ্টা ড. খান আসাদুজ্জামান-এর মৌলিক কথা, সুর ও গায়কীতে আসছে নতুন মিউজিক ভিডিও 'কী মধুর মা, মা ডাকখানি'

সাত বছর বয়সে মৌলিক গান গেয়ে সবাইকে চমকে দিয়েছে রুপকথা!

‘পিকু’ আমার অন্তরের খুব কাছাকাছি থাকবে: দীপিকা

‘আমার লজ্জা নেই’, পোশাক বিতর্কে বললেন বিদ্যা বালান

ট্রেনে অভিনেত্রীকে অশ্লীল প্রস্তাব, জানালেন বীভৎস অভিজ্ঞতা

অনিক বিশ্বাসের ‘শিরোনাম’

মায়ের বেশি প্রশংসা পায়নি নৈঋতা, কিন্তু কাঁদছে দর্শক!

বিয়ে না করেও ৪৯ বছরে মা হচ্ছেন আমিশা!

বলিউডে আলোচিত কে এই রেজিনা ক্যাসান্দ্রা

সানি দেওলসহ ‘জাট’ সিনেমার ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ

শাহরুখ-গৌরীর রেস্তোরাঁয় ‘ভেজাল খাবার’ নিয়ে তোলপাড়!