সাকিবের কথায় আত্মবিশ্বাসী বিসিবি সভাপতি
অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্ধোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। সেখানে প্রথমে টাইগারদের পেরোতে হবে রাউন্ড পর্ব। সেখানের পরীক্ষা ঠিকঠাক উতরে যেতে পারলেই আসবে মূল বিশ্বকাপে খেলার সুযোগ। অবশ্য সাকিব-মাহমুদউল্লাহরা ক্রিকেটের ক্ষুদ্রতম এই সংস্করণে ততটা পরিপক্ক না। তবুও তাদের নিয়ে আসন্ন বিশ্বকাপে আশা দেখছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার এমন আশার খোরাক জুগিয়েছেন দলের অন্যতম সদস্য সাকিব আল হাসান।
বিশ্বকাপে বাংলাদেশ দলের ‘ভালো সুযোগ আছে’ জানিয়ে বোর্ড প্রধানকে আশ্বস্ত করেছেন তিনি। গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষে বিসিবি সভাপতি বলেছেন, ‘সাকিব আমাকে বলেছে, আমাদের (বিশ্বকাপে) এবার ভালো সুযোগ আছে। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে এবার ভালো সুযোগ আছে, তার মানে দলের ওপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’
বাংলাদেশ কয়েক মাসের ব্যবধানে খেলেছে ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ। সেখানে জয় ৯টিতেই। জিতেছে টানা জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দলের যতটা প্রস্তুতি দরকার সেটা হয়নি বলে মনে করছেন বিসিবি প্রধান।
‘টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা তা ঠিকঠাকমত করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা প্ল্যান মাথায় ছিল অরিজিনালি সেটা আমরা করতে পারিনি। কিন্তু অনেক দেশ করতে পেরেছে। সুতরাং এটা একটা সমস্যা ছিল। আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। প্রথম এক বছর তো গেছে প্যানিকড, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। সব মিলিয়ে আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি আমি মনে করি, কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি।’
প্রীতি / প্রীতি
বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!
বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড
জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের
জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির
বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু
মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে
ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি
হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল
‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা
নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি
আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!
এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের