ঢাকা সোমবার, ৫ মে, ২০২৫

শেষ বিকেলে তাইজুলের ভেলকি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৮-৪-২০২৫ বিকাল ৫:২৪

প্রথম দুই সেশনে সাদা-মাটা বোলিং করেছে বাংলাদেশ। তবে তৃতীয় সেশনে এসে দাপট দেখাচ্ছেন টাইগার স্পিনাররা। বিশেষ করে তাইজুল ইসলাম ও নাঈম ইসলাম। এ দুজনের ভেলকিতে ভালোভাবেই ম্যাচে ফিরেছে স্বাগতিকরা।

৮১ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৭ উইকেট হারিয়ে ২০৬ রান।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান চৌধুরী স্টেডিয়ামে সকাল থেকেই দাপট ছিল জিম্বাবুয়ে ব্যাটারদের। লাঞ্চের আগে জিম্বাবুয়ের কেবল দুই উইকেট তুলে নিতে পেরেছিল বাংলাদেশের বোলাররা। তানজিম হাসান সাকিব এবং তাইজুল ইসলাম ফেরান দুই ওপেনারকে।

চট্টগ্রামে সকাল থেকে বেশ দারুণভাবেই বাংলাদেশের বোলিং সামলেছে বেনেট-বেন কারেন জুটি। দুজনে রান তুলেছেন ওভারপ্রতি ৪ করে। বাংলাদেশকে প্রথম ব্রেকথ্রু এনে দেন তানজিম সাকিব। এই পেসারের অফ স্টাম্পের বাইরে থাকা বল কাট করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দেন বেনেট। ততক্ষণে এই জুটি থেকে আসে ৪১ রান।

দলীয় ৭২ রানে বাংলাদেশ তুলে নেয় ২য় উইকেট। তাইজুল ইসলাম ফেরান বেন কারেনকে। ৫০ বলে ২১ রান করে ফেরেন এই ওপেনার।

৭২ রানে দ্বিতীয় উইকেটের পতনের পর দারুণ এক জুটি গড়ে জিম্বাবুয়ে। তৃতীয় উইকেট জুটিতে নিক ওয়েলচের সঙ্গে দুর্দান্ত ব্যাটিং করেন শন উইলিয়ামস। দুজনে মিলে ৯০ রান যোগ করার পর রিটায়ার্ড হয়ে মাঠের বাইরে যান ওয়েলচ। তার আগেই অবশ্য ব্যাক্তিগত ফিফটি তুলে নেন তিনি। ১৩১ বলে করেন অপরাজিত ৫৪ রান।

ওয়েলচ মাঠের বাইরে যাওয়ায় তৃতীয় উইকেটে উইলিয়ামসের সঙ্গে যোগ দেন ক্রেগ আরভিন। অভিজ্ঞ এই ব্যাটার বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি। ৩১ বল খেলে ৫ রান করেছেন। আরভিনকে জাকের আলির ক্যাচ বানিয়ে লাঞ্চের পর প্রথম ব্রেকথ্রু এনে দেন নাঈম হাসান।

নিজের পরের ওভারে এসে আবারো উইকেটের দেখা পান নাঈম। এই অফ স্পিনারের করা লেগ স্টাম্পের বাইরের এক বলে সুইপ করতে গিয়ে লেগ স্লিপের হাতের ধরা পড়েন শন উইলিয়ামস। সাজঘরে ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ১৬৬ বলে ৬৭ রান। 

শেষ বিকেলে রোডেশিয়ানদের কঠিন পরিক্ষায় ফেলেন তাইজুলরা। ১৫ রান করা মাদেভেরেকেও ফিরিয়েছনে এই বাঁহাতি স্পিনার। তাতে ২০০ রানেই ৫ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৮১তম ওভারে পরপর দুই বলে উইকেট নিয়েছেন তাইজুল। চতুর্থ বলে ওয়েলিংটন মাসাকাদজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন। আর পরের বলে রিচার্ড এনগারাভাকে বোল্ড করেন তাইজুল।

এমএসএম / এমএসএম

আরব আমিরাত ও পাকিস্তান সিরিজের দল ঘোষণা, নতুন অধিনায়ক লিটন

প্রথমবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতলো আল আহলি

২ রানে হেরে যাকে দায় দিলেন ধোনি

সাকিবকে আওয়ামী লীগে যোগ দিতে নিষেধ করেছিলেন মেজর হাফিজ

র‌্যাঙ্কিংয়ে আয়ারল্যান্ডের কাছেও জায়গা হারাল বাংলাদেশ

মিরাজ-সাকিবের জুটিতে ৪০০ পেরিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ

শেষ বিকেলে ব্যাটিং ধস, ৬৪ রানের লিড বাংলাদেশের

বৈভবের এত রেকর্ডের কতটা জানেন আপনি?

শেষ বিকেলে তাইজুলের ভেলকি

ঢাকা ক্লাব প্রেসিডেন্ট কাপ স্নুকার টুর্নামেন্ট-২০২৫

লাঞ্চের আগে বাংলাদেশের প্রাপ্তি দুই উইকেট

৫ বলে ১২ রান করেই দুই রেকর্ডবুকে রোহিতের নাম

আইপিএলের পয়েন্ট টেবিলে বৃষ্টির ‘পানি’, প্লে-অফের দৌড়ে যারা