ঢাকা সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

ফোনে সেভ করা ওয়াইফাই পাসওয়ার্ড ভুলে গেলে জানার উপায়


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১১-৯-২০২১ দুপুর ৩:১৬

আপনার ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড সেভ করা রয়েছে ঠিকই। কিন্তু, আপনি তা ভুলে গেলে অন্য কারও সঙ্গে কী ভবে শেয়ার করবেন? তাই, সেই ভুলে যাওয়া এবং ফোনে সেভ করে রাখা ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নেওয়ার উপায় জেনে নিন। অনেক সময় অ্যানড্রয়েড ফোনে ওয়াইফাই পাসওয়ার্ড সেভ থাকলেও তা মনে থাকে না। বন্ধু, প্রিয়জনের ফোনটি কানেক্ট করতে অথবা অন্য কোনও ডিভাইস কানেক্ট করতে প্রয়োজন হয় পাসওয়ার্ডের। আবার সেই পাসওয়ার্ড ভুলে গেলেও আর এক বিপদ। তবে, তা দেখে নেওয়ার একাধিক উপায় রয়েছে, যেগুলো আমাদের অনেকেরই অজানা। অ্যানড্রয়েড ফোনে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড বের করার উপায় জেনে নিন।

আপনার অ্যানড্রয়েড ডিভাইসে রুট অ্যাকসেস থাকলে সহজেই সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নেওয়া সম্ভব। তার জন্য আপনার ফোনে অ্যানড্রয়েড ১০ ইনস্টল করতে হবে। তবে, অ্যানড্রয়েড ১১ গ্রাহকরাও এই কাজ করতে পারবেন। অ্যানড্রয়েড ফোনে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখে নেওয়ার জন্য রুট অ্যাকসেসের প্রয়োজন হবে না।

অ্যানড্রয়েড ১০ অথবা অ্যানড্রয়েড ১১ ডিভাইসে সেভ থাকা ওয়াইফাই পাসওয়ার্ড দেখার জন্য Settings ওপেন করে Network & Internet সিলেক্ট করে WiFi সিলেক্ট করুন। এখানে তালিকায় সবার উপরে বর্তমান ওয়াইফাই নেটওয়ার্ক দেখতে পাবেন। এখানে Share বাটন সিলেক্ট করুন। এর পরে আপনাকে ফেস অথবা ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন করতে হবে। এবার কিআর কোডের মাধ্যমে নিজের ডিভাইসের ওয়াইফাই পাসওয়ার্ড শেয়ার করতে পারবেন।

অ্যানড্রয়েড ৯ অথবা পুরনো ভার্সনে ওয়াইফাই পাসওয়ার্ড দেখবেন কীভাবে?

এখনও নিজের ফোনে অ্যানড্রয়েড ৯ অপারেটিং সিস্টেম অথবা পুরনো ভার্সন থাকলেও এই কাজ করা যাবে। এ ক্ষেত্রেও রুট অ্যাকসেস প্রয়োজন হবে। কারণ, যে ফাইলে ওয়াইফাইয়ের এর পাসওয়ার্ড সেভ থাকে, সেই ফাইল অ্যাকসেস করতে হবে। সাধারণত, ফোন স্টোরেজেই এই ফাইল সেভ থাকে। আর সে ক্ষেত্রে রুট অ্যাকসেস ছাড়া এই ফাইল অ্যাকসেস করা সম্ভব নয়।

আপনার অ্যানড্রয়েড ৯ ভার্সনের ফোনে রুট অ্যাকসেস থাকলে, ফাইল এক্সপ্লোরারে রুট ডিরেক্টরিতে গিয়ে /data/misc/wifi ওপেন করুন। এখানে wpa_supplicant.conf ফাইলটি খুলুন। এখানে নেটওয়ার্কের নাম (ssid) ও পাসওয়ার্ড (psk) দেখেতে পাবেন। যদিও, এই কাজে Wi-Fi password viewer এর মতো অ্যাপ ব্যবহার করতে পারেন। এই অ্যাপ একই কাজ করে আপনাকে ফোনে সেভ থাকা ওয়াইফাইয়ের পাসওয়ার্ড জানিয়ে দেবে।

প্রীতি / প্রীতি

বাংলাদেশে আইফোন ১৭ কেনার আগে যা আপনাকে জানতেই হবে

স্ক্রিন মিরর যেভাবে ঝুঁকি তৈরি করছে

গুগল ক্রোম বিক্রি করতে হবে না!

সবচেয়ে বড় ডিসপ্লের স্মার্টফোন!

অ্যাপ ছাড়াই হোয়াটসঅ্যাপ চ্যাট করবেন যেভাবে

মঙ্গলের হিমবাহের ৮০ শতাংশই বিশুদ্ধ পানির বরফ: গবেষণা

জিমেইল ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কবার্তা

হোয়াটসঅ্যাপের নতুন প্রতিদ্বন্দ্বী বিটচ্যাট, চলবে ইন্টারনেট ছাড়াই

বাইকের ব্যাটারির যত্ন ও চার্জ ধরে রাখবেন যেভাবে

এসিরও হার্ট আছে জানেন কি?

ফ্যাক্ট চেকিংয়ের পরিবর্তে ‘কমিউনিটি নোটস’ আসছে

স্টারলিংকের ইন্টারনেটে স্বাধীনতা নাকি নিয়ন্ত্রণ

প্রতি মাসে জেমিনি ব্যবহারকারী ৩৫ কোটির বেশি