ঢাকা সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

মনোহরগঞ্জ এলাকায় মহাসড়ক তো নয়, যেন ময়লার ভাগাড়


দেবব্রত পাল বাপ্পী, লাকসাম  photo দেবব্রত পাল বাপ্পী, লাকসাম
প্রকাশিত: ৩-৫-২০২৫ দুপুর ১:২৭

মনোহরগঞ্জ উপজেলার বিপুলাসার বাজার  এলাকায় মহাসড়কের ওপর আবর্জনার স্তুপ দেখে মনে হবে এটা মহাসড়ক নয়, ময়লার ভাগাড়। কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে এ রকম চিত্র দেখে বিরক্ত স্থানীয় ও পথচারীরা।ওই স্থানে মহাসড়কজুড়ে ছড়িয়ে পড়েছে আবর্জনার স্তুপ
তীব্র দুর্গন্ধ ছড়ানো এসব ময়লার স্তুপের পাশ দিয়ে প্রতিদিন হাজারো যাত্রী,পথচারী ও স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীদের নাক চেপে ধরে যাতায়াত করতে হচ্ছে।এই পথে চলার সময় দুর্গন্ধ সইতে না পেরে অনেকে বমি করেছেন। এছাড়াও ময়লার স্তুপের আশপাশের দোকানগুলোতে ক্রেতারা না আসার কারণে ব্যবসায়ীদের ব্যবসা প্রায় বন্ধ রয়েছে। অন্যদিকে সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। বাজারের ব্যবসায়ীরা বারবার কর্তৃপক্ষকে জানানোর পরও মিলছে না কোনো প্রতিকার।
সরজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লা নোয়াখালী মহাসড়কের বিপুলাসার বাজারের দক্ষিণে জায়গায় জায়গায় ময়লার স্তুপ। কোথাও আবার উপচে পড়ছে চলাচলের পথের ওপর। দেখে মনে হয়, ভাগাড় যেন দখলে নিয়েছে মহাসড়ক। ময়লার স্তুপের ৫০ গজ দক্ষিণ রয়েছে তাহসিনুল কোরআন মাদ্রাসা,দুর্গন্ধে ওই মাদ্রাসায় শিক্ষার্থীরা নাক চেপে চলাচল করছে। ময়লার স্তূপের উত্তরে রয়েছে ৪ টি বেসরকারি ব্যাংক, তিনটি শিক্ষা প্রতিষ্ঠান ও কয়েকটি হাসপাতাল।
রয়েছে শত শত দোকান, সড়কের সড়কের পশ্চিম পাশে রয়েছে আহাম্মদ উল্লাহ উচ্চ বিদ্যালয়, রেল স্টেশন, ইউনিয়ন পরিষদ ও সারি সারি খাবার হোটেল। বিপুলাসার বাজারে কোনো নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায়  মহাসড়কের পূর্ব পাশে সোনাইমুড়ী খালে আবর্জনা ফেলার কারণে অনেক আগেই ভরাট হয়ে গেছে খালটি। সেই স্থানে উঁচু  ময়লার স্তূপ হওয়ায় বর্তমানে সড়কের নিয়মিত ফেলা হচ্ছে বাসাবাড়ি, কলকারখানা ও বাজরের বিভিন্ন প্রতিষ্ঠানের সব বর্জ্য। এতে রাস্তা সংকুচিত হয়ে গেছে। দীর্ঘদিন ধরে উন্মুক্ত স্থানে ময়লা ফেলে রাখায় দুর্গন্ধ ও রোগব্যাধির আশঙ্কায় এলাকাবাসী ও পথচারীরা।
বিপুলাসার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও বাজার পরিচালনা অস্থায়ী কমিটির সভাপতি শরীফ উদ্দিন বলেন, বিপুলাসার বাজারে কোনো নির্ধারিত ডাম্পিং স্টেশন না থাকায় বছরের পর বছর পুরো বাজারের ময়লা এখানে ফেলা হচ্ছে। এ কারণে সড়কের নাজেহাল অবস্থা। এক লেনের সড়কের অর্ধেক  ময়লা-আবর্জনার দখলে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া এলাকার মাটি, পানি ও বাতাস দূষিত হয়ে উঠেছে। গত কয়েকমাস আগে উপজেলার নির্বাহী কর্মকর্তার নিকট এ বিষয়ে জানানো হয়েছে কিন্তু কোন প্রতিকার এখনো পাইনি। 
বাজার ব্যবসায়ী মোস্তফা মেম্বার বলেন, আওয়ামী লীগ সরকার আমলে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন তিনি  নির্ধারিত স্থানে ময়লা ফেলার একটি
ডাস্টবিন নির্মাণের জন্য  বাজার ব্যবসায়ীদের কাছ থেকে কিছু টাকা উত্তলন করেন। কিন্তু ৫ আগষ্টে পর চেয়ারম্যান আত্নগোপন থাকায় সেই কাজ করা হয়নি। ময়লা ফেলার  এ কারণে সড়কের নাজেহাল অবস্থা। এক লেনের সড়কের অর্ধেক  ময়লা-আবর্জনার দখলে। ফলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া এলাকার মাটি, পানি ও বাতাস দূষিত হয়ে উঠেছে।
এ বিষয়ে কথা হলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহরিয়া ইসলাম বলেন, সড়কের পাশে ময়লা ফেলার কারণে মানুষের চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও স্থানীয় ইজারাদার ব্যক্তিদের সঙ্গে কথা বলে শিগগির ময়লা অপসারণ ও ভবিষ্যতে আর যেন না ফেলে সে ব্যাপারে কার্যকরী ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

চট্টগ্রামে রাস্তায় ৫০ হাজার অনিবন্ধিত সিএনজি, রাজস্ব হারাচ্ছে সরকার

কসবায় টাইফয়েড টিকা ক্যাম্পেইনের উদ্বোধন

কুষ্টিয়ায় জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

বাঁশখালীতে বেড়িবাঁধ ভাঙ্গণে ঝুঁকিতে হাজারো পরিবার, দ্রুত সংস্কারের দাবি স্থানীয়রা

ধামরাই প্রেস ক্লাবের নির্বাচন : সভাপতি তুষার, সম্পাদক আহাদ

সাপ্টিবাড়ী ডিগ্রি কলেজে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ, রফিকুল আলমের চাকরিচ্যুতি দাবিতে মানববন্ধন

তাড়াশে বিয়ে বাড়িতে চুরির ঘটনা

টুঙ্গিপাড়ায় শুরু হয়েছে টাইফয়েড ভ্যাকসিন টিকাদান কর্মসূচি

তেঁতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

কোটি টাকা ব্যয়ে নির্মিত পর্যটন কেন্দ্র এখন মোহনগঞ্জের গলার কাঁটা

অভয়নগরে শ্রমিক ইউনিয়নের নব-নির্বাচিতদের শপথ গ্রহণ

রাঙামাটিতে টাইফয়েড টিকাদান শুরু

শিবচরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ এর শুভ উদ্বোধন