হানিয়া অ্যাকাউন্ট ব্লক, দুঃখপ্রকাশ ভারতীয় ভক্তদের

জম্মু-কাশ্মিরের পেহেলগামে হামলার ঘটনায় পর পাকিস্তান-ভারত দুই দেশ একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করার দাবিও উঠেছিল বিভিন্ন মহলে। তারপরেই কিছু পাক শিল্পীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয় ভারতে।
তবে সেই সব তারকার অনেক ভক্ত-অনুরাগী রয়েছেন ভারতে। তারা রীতিমতো বিমর্ষ এই ঘটনায়। হানিয়া আমিরের অ্যাকাউন্ট বন্ধ হতেই দুঃখপ্রকাশ করেন তার ভারতীয় অনুরাগীরা। তবে কেউ কেউ হার মানার পাত্র নন। অভিনেত্রীর ইনস্টাগ্রাম বন্ধ হলেও ঠিক তারা উপায় বের করেছেন।
প্রযুক্তির সাহায্যে ভিপিএন ব্যবহার করে তারা পৌঁছে গিয়েছেন হানিয়ার ইনস্টাগ্রামে। হানিয়ার বিভিন্ন ছবি ও ভিডিওর মন্তব্যে বক্সে তারা লিখেছেন, ‘আপনার কথা খুব মনে পড়ছে।’ কেউ আবার লিখেছেন, ‘আপনাকে দেখার জন্য আমরা ভিপিএন পরিষেবা নিয়েছি।’
হানিয়ার সারল্য অনুরাগীদের পছন্দ। খোলামেলা ভাবে সহজ সরল বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে কথা বলেন পাকিস্তানি অভিনেত্রী। ভারতীয় অনুরাগীদের মন্তব্যের উত্তরে তিনিও আবেগপ্রবণ হয়ে পড়েছেন। তিনি পাল্টা উত্তর দিয়েছেন, ‘আমি কিন্তু এবার কেঁদে ফেলব।’
উল্লেখ্য, কাশ্মিরের ভারত-শাসিত অঞ্চলে ১৯৮৯ সাল থেকে ভারতীয় শাসনের বিরুদ্ধে বিদ্রোহ চলছে। বহু কাশ্মিরি মুসলিম বিদ্রোহীদের সমর্থন করেন এবং তারা চায়, অঞ্চলটি হয় পাকিস্তানে যোগ দিক অথবা স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক।
ভারত দাবি করে থাকে, এটি পাকিস্তান-প্রভাবিত “সন্ত্রাসবাদ”। অন্যদিকে পাকিস্তান বলে— এটি একটি বৈধ স্বাধীনতাকামী আন্দোলন। দীর্ঘ সংঘাতে হাজার হাজার বেসামরিক নাগরিক, বিদ্রোহী এবং নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন।
এমএসএম / এমএসএম

‘ছোট পোশাক দেশে পরি না, বিদেশে পরি’

মেট গালায় ইতিহাস গড়লেন শাহরুখ

কে এই অভিনেত্রী, যার ছবিতে লাইক দিয়ে বিপাকে কোহলি

সবাইকে বিয়ে করার পরামর্শ দিলেন নীলা

সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি’র স্পন্সর হলো “পারফেক্ট ইলেকট্রনিক্স"

প্রকাশ্যে প্রিয়া অনন্যা ও মুন্না খানের 'তুমি জ্বলিয়া জ্বলিয়া মরবা'

হানিয়া অ্যাকাউন্ট ব্লক, দুঃখপ্রকাশ ভারতীয় ভক্তদের

পুরুষতান্ত্রিক সমাজে বাস করি, কিন্তু সেখানে মরতে রাজি নই : বাঁধন

আলিয়া ভাটের নতুন মাইলফলক

ছেলেরা আমাকে খেলতে নিত না : তাসনুভা তিশা

লুকিয়ে প্রেম করতে ভালোই লাগে : তানহা তাসনিয়া

জমকালো আয়োজনে “সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি (সিসিটি)” এর ট্রফি উন্মোচন করল “এসএস স্পোর্টস”
