আমরা চারটা ফাইনাল খেলছি : রাসেল
গতকাল ইডেনে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ২৫ বলে ৫৭ রান করেন আন্দ্রে রাসেল। তার ব্যাটে ভর করেই লড়াই করার মতো পুঁজি পায় কলকাতা নাইট রাইডার্স। ম্যাচ জিতিয়ে রাসেল জানালেন, চারটি ফাইনাল খেলতে নেমেছেন তারা।
রাসেল যখন ব্যাটিংয়ে নামেন তখন বেশ চাপেই ছিল কলকাতা। সেখান থেকে দ্রুত রান তুলেন এই হার্ডহিটার। তার দুর্দান্ত ফিফটিতে ২০০ রানের মাইলফলক স্পর্শ করে দল। যা ডিফেন্ড করেন বোলাররা।
এই জয়ে আসরে টিকে রইল কলকাতা। তাই সব ম্যাচকেই ফাইনাল হিসেবে দেখছেন রাসেল। তিনি বলেন, 'এই ম্যাচের গুরুত্ব আমরা সবাই জানি। চারটা ফাইনাল খেলতে নেমেছি আমরা। বাকি সব কিছু বাদ দিয়ে শুধু জেতাই লক্ষ্য এখন আমাদের। সেটা করতে পেরেছি। পুরো দল ভালো খেলেছে।'
প্রথম ৯ বলে মাত্র ২ রান করেছিলেন রাসেল। সেখান থেকে ২৫ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন। নিজের এমন রোলার কোস্টার ইনিংস নিয়ে রাসেল বলেন, 'আমি কখনও ডট বল নিয়ে ভাবি না। কারণ জানি বড় শট খেলতে পারব। এই পিচে প্রথম থেকেই রান তোলা কঠিন ছিল। সেই কারণেই সময় নিচ্ছিলাম। সেটা কাজে লেগেছে।'
'শেষ দিকে রিংকু বড় শট খেলে। অনেক ম্যাচ খেলেছি। জানি কোন বোলারকে মারার জন্য বেছে নেওয়া উচিত। স্কোরবোর্ডে আমি কখনও ৫ ওভার দেখি না, আমি দেখি ৩০ বল। ভেবে নিই এর মধ্যে ১৫টা বল খেললেও ৪০ রান করে দিতে পারি।'
এমএসএম / এমএসএম
কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড
টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা
টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা
চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস
২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের
থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের
অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়
সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো
লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল
পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার
‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’