ইন্টারের মাঠে বার্সার মহাচ্যালেঞ্জ
চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ওঠার মিশনে বাঁচা-মরার লড়াইয়ের সামনে দাঁড়িয়ে বার্সেলোনা। বুধবার রাতে ইতালির ঐতিহাসিক জুসেপ্পে মেয়াজ্জা স্টেডিয়ামে ইন্টার মিলানের মুখোমুখি হবে কাতালান ক্লাবটি। এর আগে প্রথম লেগে বার্সেলোনার ঘরের মাঠ এস্তাদি অলিম্পিক লুইস কোম্পানিসে ৩-৩ গোলে ড্র করেছিল দুদল। সেই ফলাফলের পর আজকের ম্যাচে ফাইনালে ওঠার জন্য জয় ভিন্ন কোনো বিকল্প নেই হ্যান্সি ফ্লিকের শিষ্যদের সামনে।
তবে কাজটা সহজ নয়। ইতিহাস বলছে, মিলানে ইন্টারের বিপক্ষে বরাবরই কঠিন পরীক্ষা দিতে হয়েছে বার্সাকে। ইউরোপীয় প্রতিযোগিতায় মোট আটবার ইন্টার মিলানের মাঠে খেলেছে তারা, যার মধ্যে জয় এসেছে মাত্র দুইবার। চারটি ম্যাচ ড্র, আর দুটি ম্যাচে হার। এখন দেখার পালা, অতীতকে পেছনে ফেলে বার্সেলোনা তার দুরন্ত পথচলা ধরে রাখতে পারে কি না।
তিন বছর আগে বার্সেলোনার সবশেষ ইতালি সফরটা মোটেও ভালো যায়নি। তখনও কোচ ছিলেন জাভি হার্নান্দেজ। হাকান চালহানওগলুর প্রথমার্ধের একমাত্র গোলেই হেরে যায় বার্সেলোনা। তা ছাড়া ইন্টারের বিপক্ষে বার্সেলোনার সবশেষ জয় পায় ২০১৯ সালের ডিসেম্বরে, যখন আর্নেস্তো ভালভেরদে ছিলেন দলের দায়িত্বে। তখন গ্রুপ পর্বের শেষ ম্যাচে কার্লেস পেরেজ ও আনসু ফাতির গোলে ২-১ ব্যবধানে জয় পায় বার্সা। ২০১৮-১৯ মৌসুমে আবারও গ্রুপ পর্বে মিলানে ১-১ গোলে ড্র করে বার্সেলোনা। বার্সার হয়ে গোল করেছিলেন মালকম, আর ইন্টার মিলানের হয়ে আইকার্ডি।
তারও আগে ২০১০ সালের সেই বিখ্যাত সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল পেপ গার্দিওলার বার্সেলোনা ও হোসে মরিনহোর ইন্টার মিলান। আইসল্যান্ডের আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে বার্সাকে বাসে করে দীর্ঘ ভ্রমণ করতে হয়েছিল, যা প্রস্তুতিতে ব্যাঘাত ঘটায়। প্রথম লেগে ৩-১ ব্যবধানে হারে বার্সা। দ্বিতীয় লেগে পেদ্রোর গোলে ১-০ ব্যবধানে জিতলেও ফাইনালে যায় মরিনহোর দল। ২০০৯-১০ মৌসুমে গ্রুপ পর্বে মিলানে ড্র করে দুদল। তার আগে ২০০২-০৩ মৌসুমে এবং ১৯৭০ সালের ফেয়ার্স কাপে আরও দুটি ড্র ম্যাচ খেলেছে বার্সেলোনা ও ইন্টার মিলান। দুদলের লড়াই মানে হাড্ডাহাড্ডি দ্বৈরথ।
দুদলের মধ্যকার প্রথম দেখা ১৯৫৯ সালে, যেখানে ফেয়ার্স কাপে বার্সেলোনা ৪-২ গোলে জয় পেয়েছিল। কুবালা ও ইউলোগিও মার্টিনেজ করেছিলেন দুটি করে গোল। এবার সেই স্মৃতি ফেরাতে পারেন কাতালানদের বুড়ো ট্রাম্পকার্ড রবার্ট লেভারদোভস্কি। ইন্টারের বিপক্ষে ম্যাচ দিয়ে চোট কাটিয়ে মাঠের ফুটবলে ফিরছেন পোলিশ এই তারকা।
ফাইনালে যাওয়ার পথে গুরুত্বপূর্ণ এই ম্যাচে লেভানদোভস্কির উপস্থিতি নিঃসন্দেহে ফ্লিকের দলের জন্য বড় এক প্রেরণা। গোলমেশিন পোলিশ স্ট্রাইকার জ্বলে উঠলেই ফাইনালে ওঠার স্বপ্ন ছোঁয়া সম্ভব হতে পারে বার্সেলোনার জন্য। এখন দেখার বিষয়, লেভা সেটি সম্ভব করতে পারেন কি না।
Aminur / Aminur
ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!
অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ
তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি
সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল
কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ
ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ
এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল
বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ
অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা