ঢাকা বৃহষ্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

ক্রিকেট কিংবদন্তি কম্পটনের ৮৬ বছর পর জেমস রেউ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-৫-২০২৫ দুপুর ১:৩৫

ডেনিস কম্পটন– ক্রিকেটের ইতিহাসে প্রায় আড়ালে চলে যাওয়া এক কিংবদন্তি। যাদের হাত ধরে ক্রিকেটের এতদূর চলে আসা, বিগত শতকের শুরুর দিকে তেমনই এক নাম ছিলেন কম্পটন। ক্রিকেট খেলেছিলেন মিডলসেক্সের হয়ে। আর আর্সেনালের বিখ্যাত দলটার হয়ে খেলেছেন ফুটবল। ইংলিশ ক্রীড়াজগতে ডেনিস কম্পটনের নামটাই তাই এক কিংবদন্তির উপাখ্যান। 

৮৬ বছর পরন সেই কম্পটনের সঙ্গেই উচ্চারিত হচ্ছে আরেক ইংলিশ তরুণের নাম। নাম তার জেমস রেউ। অভিষেকে যিনি ভারতের বিপক্ষে ট্যুর দলের হয়ে করেছিলেন মোটে ২ রান। আবার ২০২২ সালের পুরো বছরেই আছে কেবল ১ সেঞ্চুরি। 

কিন্তু ২০২৪-২৫ সালে এসে যেন নিজেকে একেবারেই বদলে ফেললেন রেউ। ডেনিস কম্পটনের পর সবচেয়ে কম বয়সে কাউন্টি ক্রিকেটে ১০ সেঞ্চুরি পূরণ করেছেন তিনি। ১৯৩৯ সালে ইংলিশ গ্রেট ডেনিস কম্পটন যখন প্রথম শ্রেণির ক্রিকেটে তার দশম সেঞ্চুরি করেন সেসময় তার বয়স ছিল ২০ বছর ৩৫৩ দিন বয়সে। 

আর এসেক্সের বিপক্ষে নিজের ১০ম সেঞ্চুরির দিন জেমস রেউর বয়স ছিল ২১ বছর ১১৪ দিন। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ‘ডিভিশন ওয়ান’-এর ম্যাচে সোমবার এসেক্সের বিপক্ষে সমারসেটের জয়ের নায়ক ছিলেন রেউ। ৩২১ রানের লক্ষ্যে খেলতে নেমে ৭১ রানেই ৪ উইকেট হারায় সমারসেট। এরপর রেউ খেলেছেন ১৮৯ বলে ১১৬ রানের ইনিংস। সেটাই সমারসেটকে নিয়ে যায় জয়ের একেবারে কাছাকাছি। 

রেউ তার প্রথম কাউন্টি সেঞ্চুরি পান ২০২২ সালে। পরের বছর ২০২৩ মৌসুমে ১৪ ম্যাচে ৫৭.১৫ গড়ে পাঁচ সেঞ্চুরিতে এক হাজার ৮৬ রান করেন। সেবার ‘ডিভিশন ওয়ান’-এ আর তিনিই ছিলেন সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক। পরের মৌসুমে ১৪ ম্যাচে দুই সেঞ্চুরি ছিল তার। 

আর এবারে প্রথম ম্যাচেই ১৫২ রানের ইনিংস খেলেন উস্টারশায়ারের বিপক্ষে। এরপরেই অপেক্ষা ছিল ৫ ইনিংসের। শেষ পর্যন্ত গতকাল এসেক্সের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় ইনিংসে এসে পেলেন রেকর্ডগড়া সেঞ্চুরির দেখা। 

এমএসএম / এমএসএম

ভিনিসিয়ুসের সঙ্গে নতুন চুক্তির পরিকল্পনা রিয়ালের!

অসুস্থ হয়ে হাসপাতালে মাহমুদউল্লাহ রিয়াদ

তৃতীয় টি-টোয়েন্টির জন্য দল ঘোষণা করল বিসিবি

সিরিজ বাঁচানোর ম্যাচে ফিরছেন জাকের, একাদশে কারা থাকছেন?

গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

প্রথমবার জাতীয় লিগে চট্টগ্রামের ‘রহস্য’ স্পিনার রুবেল

কালামের সেঞ্চুরিতে আফগানিস্তানকে হারাল বাংলাদেশ

ব্যর্থ বিশ্বকাপ শেষে দেশে ফিরে যা বললেন বাংলাদেশ অধিনায়ক

শ্রীলঙ্কার কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ

এল ক্লাসিকো জয়ের পরই দুঃসংবাদ দিলো রিয়াল

বৃষ্টি ভাসিয়ে দিল বাংলাদেশ-ভারত ম্যাচ

অ্যাশেজের প্রথম ম্যাচ থেকে ছিটকে গেলেন অজি তারকা

আরচ্যারি থাকছে জাতীয় স্টেডিয়ামেও