ঢাকা বৃহষ্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫

গুগল ফটোস থেকে অ্যালবাম ডাউনলোড করবেন যেভাবে


ডেস্ক রিপোর্ট  photo ডেস্ক রিপোর্ট
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১০:২

গুগল ফটেস থেকে অ্যালবাম ডাউনলোড করতে অনেকেই জানেন না। শেয়ার করা তো অনেক দূরের কথা। কী ভবে ডাউনলোড করবেন, আর তারপরে কী ভাবেই বা শেয়ার করবেন, সেই পদ্ধতি জেনে নিন।

ব্রাউজার থেকে গুগল ফটোস অ্যালবাম শেয়ার করার পদ্ধতি

* ব্রাউজারে গুগল ফটোস ওয়েবসাইট ওপেন করুন। এবার বা দিকে মেনু থেকে অ্যালবাম অপশন সিলেক্ট করুন।

* থ্রি ডট মেনু থেকে অ্যালবামগুলোর উপরে মাউস কার্সর হোভার করুন। এখানে শেয়ার অ্যালবাম অপশনটি বেছে নিন।
* যে ব্যক্তির সঙ্গে অ্যালবাম শেয়ার করতে চান, তাঁর ইমেইল অ্যাড্রেস দিয়ে দিন। এছাড়াও, অন্যান্য পদ্ধতি অবলম্বন করে অ্যালবাম শেয়ার করা যাবে।

ব্রাউজার থেকে গুগল ফটোস অ্যালবাম শেয়ার করার অন্যান্য পদ্ধতি

* ফোনে গুগল ফটোস অ্যাপ ওপেন করে নিচে লাইব্রেরি অপশন সিলেক্ট করুন।

* যে অ্যালবাম শেয়ার করবেন, সেটা সিলেক্ট করুন। * এবার শেয়ার অপশন বেছে নিন।

ব্রাউজার থেকে গুগল ফটোস অ্যালবাম ডাউনলোডের পদ্ধতি

* যে অ্যালবাম ডাউনলোড করতে চান, সেটা ওপেন করে ডান সিকে উপরে থ্রি ডট মেনু সিলেক্ট করুন। * ড্রপ ডাউন মেনু থেকে ডাউনলোড অল অপশন সিলেক্ট করুন।

মোবাইল থেকে গুগল ফটোস অ্যালবাম ডাউনলোডের পদ্ধতি

মোবাইল থেকে গুগল ফটোস অ্যালবামের ছবি ডাউনলোড করা সম্ভব নয়। যদিও, কম্পিউটার থেকে ডাউনলোড করে তা মোবাইলে ট্রান্সফার করতে পারেন।

প্রীতি / প্রীতি