ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

মেসিকে ছাড়াই পিএসজির বড় জয়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১০:৩

দেশের হয়ে ফুটবল খেলে পিএসজিতে যোগ দিলেও নবাগত ক্লাব ক্লিয়ারমন্টের বিপক্ষে নামতে পারেননি সময়ের অন্যতম সেরা দুই ফুটবলার লিওনেল মেসি এবং নেইমার। কিন্তু তাদের অনুপস্থিতিতেও দলে কোনো প্রভাব পড়েনি। শনিবার রাতের ম্যাচে ক্লিয়ারমন্টের বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জয় পেয়েছে পিএসজি।

এদিন দলের হয়ে করেন অ্যান্ডার হেরেইরা। এছাড়া একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে ও ইদ্রিসা গুইয়ে।

ঘরের মাটিতে ম্যাচের শুরু থেকেই দাপুটে ফুটবল খেলতে থাকে ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজি। অন্যদিকে লিগ ওয়ানে সুযোগ পাওয়া নতুন ক্লাবটি হেলেই পানি পায়নি না। একের পর এক আক্রমণের পর ম্যাচের ২০তম মিনিটে প্রথম গোলের দেখা পায় স্বাগতিকরা। আশরাফ হাকিমির নিচু ক্রসে আন্ডারর হেরেইরা হেডে লক্ষ্যভেদ করেন।

প্রথম গোলের ১১ মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ হয়। ম্যাচের দ্বিতীয় গোলটিও করেন হেরেইরা। বক্সের ভিতরে থেকে বল জালে জড়িয়ে দলকে আবারও এগিয়ে নেন তিনি। প্রথমার্ধ শেষ হয়েছে ২-০ গোল ব্যবধানেই।

দুই গোলে এগিয়ে থেকেও আক্রমণের ধার কমেনি পিএসজির। ম্যাচের ৫৫তম মিনিটে আবারও গোলের দেখা পায় স্বাগতিকরা। দলের হয়ে তৃতীয় গোলটি করেন ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

৬৫ মিনিটে সেনেগালিজ ডিফেন্সিভ মিডফিল্ডার ইদ্রিসা গুইয়ের চতুর্থ গোলটি করে প্রতিপক্ষ ক্লিয়ারমন্টকে ম্যাচ থেকে পুরোপুরি ছিটকেই দেন। এরপর ইকার্দি-ড্রাক্সলাররা চেষ্টা করেও আর গোল করতে পারেনি। চার গোলে হার নিয়ে প্রতিপক্ষের মাঠ ছাড়তে হয়েছে ক্লিয়ারমন্টকে।

এ জয়ের ফলে ৫ ম্যাচে সর্বোচ্চ ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই অবস্থান করছে পিএসজি। আর সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করছে ক্লিয়ারমন্ট। এদিকে চারটি করে ম্যাচ খেলে ১০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে অবস্থান করছে অ্যাঞ্জার্স ও অলিম্পিকস।

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন