ঢাকা শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

অ্যাস্টন ভিলাকে হারিয়ে দুইয়ে চেলসি


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২-৯-২০২১ দুপুর ১০:৫

ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার রাতের ম্যাচে বেলজিয়ান তারকা রোমেলু লুকাকুর জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে ৩-০ গোল ব্যবধানে হারিয়েছে দুর্দান্ত ফর্মে থাকা চেলসি। ম্যাচের অন্য গোলটি করেন মাতেও কোভাসিচ। এ জয়ের ফলে এক লাফে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে চেলসি।

স্ট্যামফোর্ড ব্রিজে অনুষ্ঠিত ম্যাচে বল দখলে স্বাগতিক চেলসি এগিয়ে থাকলেও আক্রমণে বারংবার ভীতি ছড়িয়ে সফররত অ্যাস্টন ভিলা। গোলপোস্ট বরাবর চেলসির নেওয়া চার শটের জবাবে ছয়বার অন-টার্গেটে শট করে অ্যাস্টন ভিলা।

কিন্তু আক্রমণের ধার সফরকারীদের বেশি থাকলেও গোলের দেখা পায়নি ভিলা। অন্যদিকে মাত্র ১৫ মিনিটের খেলায় নিজেদের প্রথম আক্রমণেই কাঙ্ক্ষিত গোল পেয়ে বসে টমাস টুখেলের শিষ্যরা। এ সময় মাতেও কোভাসিচের বাড়ানো বলে সহজে প্রতিপক্ষের গোলকিপারকে পরাস্থ করেন লুকাকু। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

আগেরবার গোল করালেও দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটের খেলায় এবার নিজেই গোল করে বসেন কোভাসিচ। ফলে স্বাগতিকরা লিড নেয় ২-০ গোল ব্যবধানে।

ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল এই ব্যবধানেই শেষ হচ্ছে ম্যাচ। কিন্তু গোলের নেশায় বুদ হয়ে থাকা বেলজিয়ান তারকা লুকাকু নিজের দ্বিতীয় এবং ম্যাচের তৃতীয় গোলটি করলে ব্যবধান তিনগুণ হয়। অতিরিক্ত সময়ের ষষ্ঠ মিনিটের মাথায় চেসার অ্যাজপ্লিকুয়েটার পাসে গোলটি করেন লুকাকু।

এ জয়ের ফলে পয়েন্ট টেবিলের দুই নম্বেরে উঠে এসেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাজয়ীরা। চার ম্যাচে তিন জয় এবং এক ড্রয়ে তাদের সংগ্রহ ১০ পয়েন্ট। আর সমান ম্যাচে সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থাকায় টেবিলের শীর্ষে অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। অন্যদিকে চারটি করে ম্যাচ খেলে ৯ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় এবং চতুর্থ স্থানে অবস্থান করছে ম্যানচেস্টার সিটি ও ব্রিটন।

প্রীতি / প্রীতি

বিশ্বকাপে খেলার ঘোষণা তাহলে দিয়েই দিলেন মেসি!

বিশ্বকাপ বাছাইয়ের দল ঘোষণা করলো ইংল্যান্ড

জাহানারার মতো ভুক্তভোগীদের সাহস নিয়ে মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার গুরুতর অভিযোগ নিয়ে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত বিসিবির

বিক্রি হয়ে যাচ্ছে কোহলির বেঙ্গালুরু

মেসির হাতে মায়ামি শহরের চাবি, দেওয়া হলো যে কারণে

ব্রাজিলিয়ান ডিজাইনারের হাতে প্রস্তুত মেসিদের বিশ্বকাপ জার্সি

হন্ডুরাসকে ৭ গোলে উড়িয়ে দিলো ব্রাজিল

‘শিগগিরই অবসর নেব’, রোনালদোর বার্তা

নিজের বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগের বিষয়ে মুখ খুললেন জ্যোতি

আর্জেন্টিনা দল থেকে বাদ পড়লেন মার্টিনেজ!

এশিয়ান আরচ্যারিতে সভাপতি ও পদক উভয় লক্ষ্য বাংলাদেশের

বেতন বাড়ল বাংলাদেশের নারী ক্রিকেটারদের, কে কত পাবেন