ঢাকা রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজন করতে চায় ভারত


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০-৫-২০২৫ দুপুর ২:৬

১৯৭৫ থেকে ১৯৮৩– পরপর তিনটা বিশ্বকাপ হয়েছিল ক্রিকেটের পুণ্যভূমি ইংল্যান্ডের মাঠে। একই ঘটনা টেস্ট চ্যাম্পিয়নশিপের ক্ষেত্রেও। ২০২১ এবং ২০২৩ সালের পর ২০২৫ সালেও টেস্ট ক্রিকেটের বড় এই ম্যাচ অনুষ্ঠিত হবে ইংল্যান্ডের মাঠে। তবে টেস্ট চ্যাম্পিয়নশিপের পরের চক্রে আসতে পারে পরিবর্তন। ২০২৭ সালের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আয়োজনের জন্য আগ্রহ দেখিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

খবরটি সামনে এনেছে বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান। তারা জানায় গতমাসে জিম্বাবুয়েতে অনুষ্ঠিত আইসিসি চিফ এক্সিকিউটিভস কমিটির এক বৈঠকে ভারত এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে আগ্রহ প্রকাশ করেছেন। আর এই প্রস্তাবকে আইসিসির পক্ষে থেকেও বেশ ইতিবাচক হিসেবেই দেখা হচ্ছে বলে এখন পর্যন্ত জানা গিয়েছে। 

গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, ভারত আইসিসি বৈঠকে প্রস্তাবনা দেয়ার পরেই মূলত তা সবুজ প্রস্তাব পেয়ে গিয়েছে। সেই বৈঠকে ভারতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিসিসিআই-য়ের সিইও অরুণ ধুমাল। তারই পূর্বসূরী জয় শাহ বর্তমানে আইসিসির চেয়ারম্যান। আর সঙ্গত কারণে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিডকে জয়ী হিসেবেই ধরে নেয়া হচ্ছে। 

উল্লেখ্য, ২০২১ সালের টেস্ট সিরিজ ফাইনাল আয়োজন করে হ্যাম্পশায়ারের রোজ বোল স্টেডিয়াম। এরপর ২০২৩ সালে দ্য ওভালে হয়েছিল ফাইনাল। এবার ২০২৫ সালের ফাইনালটি অনুষ্ঠিত হবে ১১ থেকে ২৫ জুন। ম্যাচ হবে লর্ডসে। যেখানে লড়বে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

এদিকে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল প্রসঙ্গে দ্রুত সিদ্ধান্ত নিতে আইসিসির কাছে চাপ প্রয়োগ করছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ২০২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল অন্য কোনো নিরেপেক্ষ ভেন্যুতে হলে ইংল্যান্ড সেইসময়ে অতিরিক্ত একটি সিরিজের জন্য নিজেদের প্রস্তুত করতে চায়। 

তবে আইসিসি এখনই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে নারাজ। এর পেছনে বড় কারণ দর্শক উপস্থিতি। ফাইনাল যদি ভারতে হয় এবং ভারত ফাইনালে উঠতে না পারে, তবে গ্যালারিতে দর্শকসংখ্যা কমে যেতে পারে। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে নিরেপেক্ষ দেশগুলোর ম্যাচে দর্শক সংখ্যা ছিল একেবারেই হাতেগোণা। তবে লর্ডসে অনুষ্ঠিতব্য ফাইনালের প্রথম চার দিনের টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। এমনকি, আগের দুই ফাইনালেও ইংল্যান্ড না থাকার পরেও দর্শক ছিল পরিপূর্ণ।

এমএসএম / এমএসএম

কারানের হ্যাটট্রিক-রশিদের ঘূর্ণি, লঙ্কানদের হারাল ইংল্যান্ড

টেনিসেও করমর্দন বিতর্ক, ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

চ্যাম্পিয়ন সাবিনাদের আলো ঝলমলে বরণ, নেই কোনো ঘোষণা

টানা চতুর্থবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে সাবালেঙ্কা

চ্যাম্পিয়ন সাবিনাদের জন্য ছাদখোলা বাস

২ লাল কার্ড ও গোলরক্ষকের গোল, বিধ্বস্ত হয়ে প্লে-অফে অবনতি রিয়ালের

থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপে এক পা বাংলাদেশের

অস্ট্রেলিয়ান ওপেন থেকে বড় তারকার বিদায়

সাবেক শিষ্য ও ক্লাবের বিপক্ষে বাঁচামরার ম্যাচে নামছেন মরিনিয়ো

লজ্জার রেকর্ডে সালাহ, ২০১২ সালের দুঃস্বপ্নে লিভারপুল

পাকিস্তানের বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত শুক্র অথবা সোমবার

‘ইয়ামাল অন্য গ্যালাক্সির খেলোয়াড়’

সামনে ম্যানইউর আরও বড় পরীক্ষা- কোচের সতর্কবার্তা